নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃসীম নীল আকাশে পাখী যেমন মনের আনন্দে উড়ে বেড়ায়, কল্পনার ডানায় চড়ে আমিও ভেসে চলেছি মনের আনন্দে--রূঢ় পৃথিবীটাকে পিছনে ফেলে।

খেয়ালের বশে কোন পথে চলেছো পথিক...

শামছুল ইসলাম

পাখী ডানায় ভর করে মুক্ত নীল আকাশে মনের আনন্দে উড়ে বেড়ায়, আমিও কল্পনার ডানায় চড়ে মনের গহীন আকাশে .......

শামছুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ বিজয়ের স্মৃতি

০৫ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৫:৪৬



আমার আঁকার হাত এতই ভাল ছিল,
লিখে না দিলে কে বুঝে,
এটা আম না পেঁপে?
তাই শৈশব স্মৃতি আঁকি অজান্তে মানস পাতায়,
লাল,কাল,নীল রঙে-
আনন্দ,হতাশা,বেদনায় রাঙিয়ে।

হঠাৎ একদিন ইচ্ছে হয়,
খেয়ালি বালকের মত,
থরে থরে সাজানো স্মৃতির আলমারি থেকে-
দু’একটা স্মৃতির অনুবাদ করি,
কি-বোর্ডে কাঙ্খিত শব্দ খুঁজি,
’৫২-র শহীদদের রক্তের বিনিময়ে আনা,
ভাষায় কথা বলি।

বিজয়ের মাস ডিসেম্বর এলেই,
১৬ই ডিসেম্বরের সকালের স্মৃতিটা ভাসে-
জানালার পাশে দাঁড়িয়ে আমি ও বাবা দেখি,
এক হাতে বাংলাদেশের পতাকা উঁচিয়ে,
অন্য হাতে সাইকেলটা ধরে,
প্যাডেল চেপে আসছে,
শুভ্র দাঁড়ির সাবু ভাইয়ের বাবা।

বাবা আঁতকে উঠে বলে-
লোকটা পাগল নাকি?
মারবে গুলি পাকি সেনা,
মরবেন বেঘোরে উনি পথে।

দৌড়ে নামি সিঁড়ি ভেঙ্গে ছোট ছোট পায়ে,
স্বাধীনতার প্রতীকী সাইকেলটার পিছু ছুটি,
এক,দুই করে হাজার শৃঙ্খলিত পদ পথে নামে,
মুক্তিপাগল মুক্তিসেনাদের ঘাড়ে করে মুক্তির উল্লাসে মাতে,
ভয়ংকর পাকিদের জীপটা দাঁড়িয়ে যায় পথের মাঝে,
ঘৃণা ভরা চোখ গুলো ওদের ঘিরে ধরে,
তবে আমরা পশু হতে পারেনি পশুদের সাথে।

সেদিন দুপুরে বাসায় ফেরা হয়নি,
ক্ষিধেরা পালিয়ে ছিল কোথায়,
বাবার বকুনি হারিয়ে ছিল,
উনিও তো সেদিন শিশুই ছিলেন,
বিজয়ের অপার আনন্দে সবাই শিশু হলো,
ঘর-পথ সব এক হয়ে ছিল।

মুক্তিপাগল সবাই সেদিন শিশু হয়েছিল,
বিজয়ের আনন্দে ভেসে,
সন্ধ্যা-রাত করে আনন্দে বাড়ি ফিরেছিল!









মন্তব্য ২৭ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১৪

সুমন কর বলেছেন: দারুণ হয়েছে।

০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৮

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ সুমন ভাই পাঠ ও উৎসাহ ব্যঞ্জক মন্তব্যে।

ভাল থাকুন। সবসময়।

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৩

প্রামানিক বলেছেন: হঠাৎ একদিন ইচ্ছে হয়,
খেয়ালি বালকের মত,
থরে থরে সাজানো স্মৃতির আলমারি থেকে-
দু’একটা স্মৃতির অনুবাদ করি,
কি-বোর্ডে কাঙ্খিত শব্দ খুঁজি,
’৫২-র শহীদদের রক্তের বিনিময়ে আনা,
ভাষায় কথা বলি।


খুব ভাল লাগল। চমৎকার কাব্য কথামালা।

০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০২

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই মনোযোগী পাঠ ও উৎসাহ ব্যঞ্জক মন্তব্যে।

ভাল থাকুন। সবসময়।

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৭

শতদ্রু একটি নদী... বলেছেন: বেশ ভালো হইছে। ++

০৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৯

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ শতদ্রু ভাই পাঠে ও সুন্দর মন্তব্যে।

ভাল থাকুন। সবসময়।

৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৫

জুন বলেছেন: বাবার বকুনি হারিয়ে ছিল,
উনিও তো সেদিন শিশুই ছিলেন,

তাই মনে হয় শামসুল ইসলাম ।
বিজয়ের অপার আনন্দে সবাই শিশু হলো , মন ছুয়ে গেল কবিতায় ।
+

০৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১২

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ আপনাকে পাঠে ও উৎসাহ ব্যঞ্জক মন্তব্যে।

ঠিক বলেছেনঃ

//বিজয়ের অপার আনন্দে সবাই শিশু হলো//

৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০২

কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর কবিতা ।

বিজয়ের শুভেচ্ছা । :)

০৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৪

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ আপনাকে পাঠে ও সুন্দর মন্তব্যে।

আপনাকেও বিজয়ের শুভেচ্ছা।

৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: মুক্তিপাগল সবাই সেদিন শিশু হয়েছিল,
বিজয়ের আনন্দে ভেসে,
সন্ধ্যা-রাত করে আনন্দে বাড়ি ফিরেছিল!
আহ সেই সময় যদি দেখার ভাগ্য হত!

দারুণ কবিতা। +++

০৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২২

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই পাঠে ও আবেগী মন্তব্যে।

সেই সময়টা দেখার জন্য আপনার আকুতি আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে-এই আকুতি হোক বাংলাদেশের চলার পাথেয়।

বিজয়ের শুভেচ্ছা।

৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৪

সুলতানা রহমান বলেছেন: সুন্দর কবিতা। বলে
না দিলে কেউ বুঝতোই না কি আঁকা হয়েছে।

০৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৭

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ আপনাকে পাঠে ও সুন্দর মন্তব্যে।

হা-হা-হাঃ

//বলে না দিলে কেউ বুঝতোই না কি আঁকা হয়েছে।//

৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৯

দীপংকর চন্দ বলেছেন: বিজয় অর্থবহ হোক।

লেখায় শ্রদ্ধা থাকছে।

অনিঃশেষ শুভকামনা ভাই।

অনেক ভালো থাকবেন। অনেক ভালো।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:১৬

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ দীপংকর দা পাঠে ও সুন্দর মন্তব্যে।

আপনার কন্ঠে কন্ঠ মিলিয়ে বলতে চাইঃ

//বিজয় অর্থবহ হোক।//

আপনিও অনেক ভাল থাকুন। সবসময়।

৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৭

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। বিজয়ের শুভেচ্ছা।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৬

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ হামা ভাই পাঠে ও মন্তব্যে।

আপনাকেও বিজয়ের শুভেচ্ছা।

ভাল থাকুন। সবসময়।

১০| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: খুব চমৎকার লাগলো। বিজয়ের অগ্রিম শুভেচ্ছা।

১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৪

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ আপনাকে পাঠে ও উৎসাহ ব্যঞ্জক মন্তব্যে।

আপনাকেও বিজয়ের অগ্রিম শুভেচ্ছা।

ভাল থাকুন। সবসময়।

১১| ২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লিখেছেন। গল্পের মতো।

২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪২

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ দিশোহারা রাজপুত্র কবিতা পাঠে ও প্রেরণাদায়ী মন্তব্যে।

গল্প শুনতে, বলতে আমার ভাল লাগে।
সেই ভাল লাগাটাকেই রূপ দিতে চাই কখনো কবিতায়, কখনো গল্পে।
কতটুকু পারি জানিনা, তবে চেষ্টা করি।

ভাল থাকুন। সবসময়।

১২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুলেখকের কাছ থেকে নতুন লেখা চাই। ভালো থাকুন।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৪

শামছুল ইসলাম বলেছেন: অনেক, অনেক, ....... ধন্যবাদ।

//সুলেখকের কাছ থেকে নতুন লেখা চাই।// - বিশেষণটা দেখে চমকে ওঠলাম।

কিছুটা শখের বসেই সামুতে আসা। নানান কাজের চাপে শখটা পালাই পালাই করছে।
কিন্তু আপনার মন্তব্যএ গা ঝাড়া দিয়ে উঠতে ইচ্ছা করছে - বাকীটা আল্লাহর ইচ্ছা।

শত শত মন্তব্যের ভীড়েও আপনার মন্তব্যটা ভুলব না কোন দিন।

ভাল থাকুন। সবসময়।

১৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৭

খায়রুল আহসান বলেছেন: তবে আমরা পশু হতে পারেনি (পারিনি) পশুদের সাথে -- ভালো বলেছেন।
উনিও তো সেদিন শিশুই ছিলেন -- এ কথাটাও।
তনিমার ১২ নম্বর মন্তব্যটা আমারও ভালো লেগেছে, এবং আমিও তার সাথে কন্ঠ মেলাচ্ছি।
প্লাস।

১৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৮

খায়রুল আহসান বলেছেন: বিজয়ের স্মৃতি চির অম্লান!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৫

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ আপনাকে পাঠে ও মন্তব্যে।

সত্যি বিজয়ের স্মৃতি চির অম্লান!!!

ভাল থাকুন। সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.