নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃসীম নীল আকাশে পাখী যেমন মনের আনন্দে উড়ে বেড়ায়, কল্পনার ডানায় চড়ে আমিও ভেসে চলেছি মনের আনন্দে--রূঢ় পৃথিবীটাকে পিছনে ফেলে।

খেয়ালের বশে কোন পথে চলেছো পথিক...

শামছুল ইসলাম

পাখী ডানায় ভর করে মুক্ত নীল আকাশে মনের আনন্দে উড়ে বেড়ায়, আমিও কল্পনার ডানায় চড়ে মনের গহীন আকাশে .......

শামছুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ ছোট্ট ভাষা শহীদ অহিউল্লাহ ও তার বুক পকেট ভরা এক বুক স্বপ্ন

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৬



হাবিবুর রহমানের ন’বছরের ছেলে অহিউল্লাহ,
তৃতীয় শ্রেণীতে পড়ে, থাকে নবাবপুরে;
অভাবের সংসার, তাও ছবি আঁকে,
পাতার পর পাতা ভরে নানা রঙে,
বুক পকেটে নিয়ে বুক ভরা আঁকা স্বপ্ন,
ঘুরে বেড়ায় হেথা-সেথা আপন মনে।

আপনভোলা ছোট্ট বালক অহিউল্লাহ,
জানে কি আজ ২২ শে ফেব্রুয়ারী-
কেন খাকি পোষাকে ছেঁয়েছে ঢাকা?
কেন চলছে ১৪৪ ধারা?
জানে কি -
গতকাল শিমুল নয়,
রফিক, সালাম, বরকত, জব্বার আর শফিউরের রক্তে,
রেঙেছে ঢাকার রাজপথ?

খাঁ খাঁ করছে নবাবপুর রোড,
গুটি গুটি পায়ে খোশমহল রেস্টুরেন্টে আসে বালক,
বুক পকেটে নানান রঙের আঁকা ছবি,
সমস্ত নীরবতা খান খান হয়ে যায়,
ঘাতকের বুলেট লাগে মাথায়,
ছোট্ট বালক মাটিতে লুটায়,
স্বপ্নেরা ধূলোয় মিশে।

অ্যাম্বুলেন্স, ঢাকা মেডিকেল হয়ে-
না ফেরার দেশে পাড়ি জমায় ছোট্ট বালক,
কেউ জানে না কোথায় তাঁর কবর,
শহীদ বালক ছড়িয়ে পড়ে কবর থেকে কবরে,
শহীদ মিনার থেকে শহীদ মিনারে-
কারো অনুভবে সে কি আসে?
আসে কি মিডিয়ায়?
রফিক, সালাম, বরকত, জব্বার আর শফিউরের সাথে-
উচ্চারিত হয় কি তার নাম?

বড় অবহেলায়, অনাদরে-
রাজমিস্ত্রির ঝাকড়া চুলের সেই ছেলেটা,
ঘুরে-ফেরে শহীদ মিনারে,
ফুল হাতে বালকের পাশে অদৃশ্যে দাঁড়িয়ে থাকে,
তৃতীয় নয়ন দিয়ে দেখতে কি পাও তাকে?
তাঁর বুক পকেটের স্বপ্ন গুলো,
কেউ কি ধারণ করে?
নব প্রজন্মের কোন অহিউল্লাহ?



নোটঃ গতকাল আমি ময়ূরাক্ষীর অহিউল্লাহকে নিয়ে লেখা পোস্টটা আমাকে ভীষণ ভাবে আলোড়িত করে। তাই আজ লিখতে বসি।

মন্তব্য ২৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২২

বিজন রয় বলেছেন: এরকম কবিতা লিখলে ভাল না লেগে পারে!! অনেক আবেগ জড়িত যে!

++++++

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৫

শামছুল ইসলাম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

আর এরকম সাড়া পেলে না লিখে পারা যায়?

ভাল থাকুন। সবসময়।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৭

বিজন রয় বলেছেন: সাড়া পাবেন লিখুন ভাল ভাল।
সাথে থাকুন সামনের দিনগুলিতে।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৫

শামছুল ইসলাম বলেছেন: চেষ্টা করব আপ্রাণ, ভাল কিছু লিখতে।

আপনার সাথে আছি, ভাল লেখার সাথে আছি।

জীবন ও জীবিকার প্রয়োজনে কখনো কখনো অনিয়মিত হতে হয়।

ভাল থাকুন। সবসময়।

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৪

জুন বলেছেন: আজই ভাবছিলাম সেই নীল কম্বল কবে সরে যাবে শামসুল ইসলাম? তাই বলে কি এমন মন কেমন করা কবিতা লিখতে হবে! ভালোলাগেনি বরং অহিউল্লাহর জন্য বড্ড কষ্ট হচ্ছে।
+

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৭

শামছুল ইসলাম বলেছেন: নীল কম্বলের কথা আপনার এখনো মনে আছে দেখে ভালই লাগছে।

গতকাল আমি ময়ূরাক্ষীর অহিউল্লাহকে নিয়ে লেখা পোস্টটা পড়ে খুব আবেগ প্রবণ হয়ে পড়ি, তারই কিছুটা প্রকাশ কবিতায়।

ভাল থাকুন। সবসময়।

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কবিতার জন্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকুন সবসময়।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৩

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ আপনাকে কবিতা পাঠে ও মন্তব্যে।

ভাল থাকুন। সবসময়।

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৭

আমি ময়ূরাক্ষী বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এমন একটি কবিতা লেখার জন্য। বিশেষ করে আমার পোস্টে অনুপ্রানিত হয়েছেন। ব্যাপারটা সত্যি অনুপ্রেরনামূলক। প্রিয়তে নিচ্ছি।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৫

শামছুল ইসলাম বলেছেন: আপনার পোস্টটা সত্যি অসাধারণ ।

প্রিয়তে নেওয়ার জন্য ধন্যবাদ।

ভাল থাকুন। সবসময়।

৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: অহিউল্লাহ - ই একটি স্বপ্নের নাম।
বাংলা ভাষা।


সেই স্বপ্ন সত্যি হয়েছে। বেড়ে উঠেছে উঠছে। পরিচর্চার কিছু রয়ে গেছে শুধু।

কবিতা অসাধারণ লাগল। কিছু লেখা কখনো খারাপ লাগে না। +

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২২

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ আপনাকে পাঠে ও উদ্দীপনামূলক মন্তব্যে।

ভাল থাকুন। সবসময়।

৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৫

কামরুন নাহার বীথি বলেছেন: কেউ জানে না কোথায় তাঁর কবর,
শহীদ বালক ছড়িয়ে পড়ে কবর থেকে কবরে,
শহীদ মিনার থেকে শহীদ মিনারে-
কারো অনুভবে সে কি আসে?
আসে কি মিডিয়ায়?
রফিক, সালাম, বরকত, জব্বার আর শফিউরের সাথে-
উচ্চারিত হয় কি তার নাম?
----------

অসাধারণ লিখেছেন!!!!
এমন অজানা লাখো শহিদের রক্তে রাঙানো এই বাংলার মাটি!!!!!

অনেক ধন্যবাদ ভাই!!!!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৭

শামছুল ইসলাম বলেছেন: আপনার মনোযোগী পাঠে ভাল লাগছে।

আপনার কথাটাই আমি বলতে চেয়ে ছিলাম, কতটুকু পেরেছি জানিনাঃ

//এমন অজানা লাখো শহিদের রক্তে রাঙানো এই বাংলার মাটি!!!!!//

ভাল থাকুন। সবসময়।

৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৪

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। ময়ুরাক্ষীর লেখাটা পড়ি নি। যাচ্ছি...

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৮

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ মাহা ভাই।

আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম।

ভাল থাকুন। সবসময়।

৯| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩২

রাবেয়া রাহীম বলেছেন: বড় ভাল লাগা নিয়ে পড়লাম । অনেক শুভেচ্ছা আর অভিনন্দন রইল ।

আমার পাতায় আপনার অনুপস্থিতি অনভব করছি।

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১২:০৯

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ কবিকে পাঠে ও মন্তব্যে।

আপনার ভাল লেগেছে জেনে খুশী হলাম।

আপনার পাতা ভরে উঠুক ব্লগারদের পদচারণায়।

ভালস থাকুন। সবসময়।

১০| ০১ লা মার্চ, ২০১৬ রাত ৮:৩০

খায়রুল আহসান বলেছেন: আপনার এ কবিতাটা পড়ে আমি সত্যি অভিভূত হয়ে গেলাম। খুব ভালো লেগেছে। আবেগের প্রকাশ সাবলীল।
এক্ষণি যাচ্ছি 'আমি ময়ূরাক্ষী'র লেখাটা পড়তে।

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১২:১১

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদন আহসান ভাই সুন্দর মন্তব্যের জন্য।

ভাল থাকুন। সবসময়।

১১| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ১১:৫৩

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। অনেক ভাল লাগল। ধন্যবাদ

০৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৯

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই।

আপনার ভাল লেগেছে জেনে আমার ভাল লাগছে।

ভাল থাকুন। সবসময়।

১২| ০৬ ই মার্চ, ২০১৬ রাত ১২:৪৩

রোদেলা বলেছেন: আপনভোলা ছোট্ট বালক অহিউল্লাহ,
জানে কি আজ ২২ শে ফেব্রুয়ারী-
কেন খাকি পোষাকে ছেঁয়েছে ঢাকা--------------
দ'দিন ধরে বোঝার চেষ্টা করছি কেন ২২শে ফেব্রুয়ারী??

০৬ ই মার্চ, ২০১৬ সকাল ১০:২৮

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ রোদেলা।

২১ শে ফেব্রুয়ারীর ঘটনার জের ধরে ১৪৪ ধারা জারি করা হয়। পরদিন গায়েবানা জানাজা শেষে জনতার উপর গুলি চলে, নবাবপুর রোডে খোশমহলের সামনে ঘাতকের বুলেটে প্রাণ হারায় ছোট্ট বালক অহিউল্লাহ।

ভাল থাকুন। সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.