নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃসীম নীল আকাশে পাখী যেমন মনের আনন্দে উড়ে বেড়ায়, কল্পনার ডানায় চড়ে আমিও ভেসে চলেছি মনের আনন্দে--রূঢ় পৃথিবীটাকে পিছনে ফেলে।

খেয়ালের বশে কোন পথে চলেছো পথিক...

শামছুল ইসলাম

পাখী ডানায় ভর করে মুক্ত নীল আকাশে মনের আনন্দে উড়ে বেড়ায়, আমিও কল্পনার ডানায় চড়ে মনের গহীন আকাশে .......

শামছুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

আত্মকথনঃ নিজেরে খুঁজি

২৬ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫৪



ক'দিন ধরেই একটা প্রশ্ন মনে মনে ভাবছিলাম, কেন এত ব্যস্ততা?
সহজ উত্তর: প্রথমে নিজের জন্য, তার পর পরিবারের জন্য?
কিন্তু আমি নিজেই কি ভাল আছি?
নিজেকে নিয়ে এই ব্যস্ততায় আমার আমিটা কি আজ বড়ই ক্লান্ত?
বোধ করি তাই, বৃহস্পতিবার রাতে যখন সিদ্ধান্ত নিলাম, সকালে ফজরের নামাজ পড়ে আজিমপুরে যাব-মনটা প্রশান্তিতে ভরে গেল।
শেষ কবে আজিমপুরে গিয়েছি স্মরণ করতে পারলাম না।

পাঁচ ওয়াক্ত নামাজে দু'একবার মা-বাবা স্মরণে আসে।
কিন্তু এই কি যথেষ্ট?

না, সেটার প্রমাণ পেলাম সুনসান নীরবতায় পাখির কিচির-মিচিরে সবুজে ঢাকা এই নিথর প্রান্তরে এসে।
কোন পরিচিত জন নেই, একা দাঁড়িয়ে ভাবনায় ভেলায় চড়ে পাড়ি জমালাম সুদূর অতীতে-তাঁদের কষ্ট গুলো আমায় ছুঁয়ে গেল।
আমিও একদিন সামিল হবো তোমাদের সাথে।
তবে কিসের এত ব্যস্ততা, দু'দন্ড চোখের জলে ভাসতে কেন এত দ্বিধা?

ব্যথিত হৃদয়ে বেরিয়ে আসি ফটক পেরিয়ে।
দেখি ফুটপাতে ময়লা-জীর্ণ কাঁথা মুড়ি দিয়ে মার সাথে শুয়ে আছে শিশু।
ওপাশে চিরনিদ্রায় শুয়ে আছে অসংখ্য মানুষ, এপারে জীবন-মৃত ওরা।

মনটা বড় ক্লিষ্ট হলো-কবে সবার একটা ছাদ হবে, তিন বেলা পেট ভরে খেতে পারবে, ঘুম থেকে ওঠে বই-পত্তর নিয়ে স্কুলের দিকে দৌঁড়াবে শিশুরা ?

আজ স্বাধীনতার ৪৫ বছরে এসে সেই প্রশ্ন গুলো মনে ভীড় করছে।

মন্তব্য ৩২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৬ রাত ১২:০১

তার আর পর নেই… বলেছেন: আপনার মতো আমারও অনেক প্রশ্ন। কিন্তু কে দেবে উত্তর!

ভালো লাগলো আপনার ভাবনা। নিজের মৃত মা বাবা, সাথে …

২৭ শে মার্চ, ২০১৬ রাত ১২:০৬

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ তার আর পর নেই.... পাঠ ও মন্তব্যে।

প্রশ্ন গুলো যদি কমন হয়, বার বার উচ্চারিত হয়---এর সমাধান নিশ্চয়ই একদিন হবে।

ভাল থাকুন। সবসময়।

২| ২৭ শে মার্চ, ২০১৬ সকাল ৯:২৬

বিজন রয় বলেছেন: সব প্রশ্নর উত্তর নেই।

২৭ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৩৩

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ বিজন রয় পাঠ ও মন্তব্যে।

আসলেই কি সব প্রশ্নের উত্তর নেই, না দায় এড়ানোর জন্য আমরা না জানার ভান করি?

একটা প্রশ্নের উত্তর জানা থাকলে তার সমাধানের জন্য চাপ বাড়তে থাকে, তাই না জানাই শ্রেয়।

ভাল থাকুন। সবসময়।

৩| ২৭ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৩৮

বিজন রয় বলেছেন: এই যে বললেন.......দায় এড়ানোর জন্য আমরা না জানার ভান করি।

এটাই আমাদের জন্য কাল হয়ে দাঁড়ায়।

আপনার জন্য শুভকামনা।

২৭ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৪০

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ বিজন রয়।

আসলেই তাই।

ভাল থাকুন। সবসময়।

৪| ২৭ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৪২

বিজন রয় বলেছেন: ভাল থাকবো কিভাবে?
চারিদিকে অরাজক অবস্থা।

২৭ শে মার্চ, ২০১৬ সকাল ১০:০৬

শামছুল ইসলাম বলেছেন: অরাজক অবস্থার সাথে খাপ খাইয়ে ভাল থাকার চেষ্টা করতে হবে।

আপনি ভাল না থাকলে আর এক জনের ভালর জন্য চিন্তা করতে পারবেন না।

মানুষ সবচে ভালবাসে নিজেকে তারপর...।

সুতরাং আমি আমার প্রতি লেখার শেষে একটা কথা যোগ করে দেইঃ

ভাল থাকুন। সবসময়।

৫| ২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:১৯

হাসান মাহবুব বলেছেন: দেখলাম, পড়লাম...


ভুলে গেলাম। ভুলে যেতে পারি বলেই বেঁচে আছি।

২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২৯

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ হামা ভাই পাঠ ও মন্তব্যে।

খুব সোজা-সাপ্টা ভাষায় মনের ভাবটা প্রকাশ করেছেন।

ভুলে যেতে পারলে ভাল, কিন্তু প্রতিদিনের জীবনাচারে বিভিন্ন ঘটনায় সত্য গুলো ভাসমান উদ্ভিদের মতই জলের (মনে) উপর ভেসে ওঠে।

ভাল থাকুন। সবসময়।

৬| ২৮ শে মার্চ, ২০১৬ রাত ২:০১

সচেতনহ্যাপী বলেছেন: বিয়ের আগের ভাবনা ছিল নিজের সাথে সহবন্ধুদের।। বন্ধুর সংখ্যা কমে যাবার বেশ অনেকদিন পর সেই ভাবনাটা আবর্তিত হচ্ছে নিজ এবং পরিবারকে ঘিরেই (আজো)।।
মৃত্যুকে নিয়ে ভয় ছিলো না, এখন আছে।। শুধু জানি একদিন সব শেষ করে চলে যাবো এই পরিচিত স্থানটা ছেড়ে, অজানায়।। বন্ধুরা হয়তো জানবেও না।। পরিজন কিছুদিন শোকের পর আবার ব্যাস্ত হয়ে পড়বে নিজেদের কাজে।। স্বাভাবিকই এটা।।
আর শেষের দিকের লেখায় শুধু হতাশারই প্রকাশ।। কোন সরকারই এদের জন্য কিছু করবে না।। আমরাও না।। অথচ সমষ্ঠিগত ভাবে না হলেও ব্যাক্তি পর্যায়ে কিছু করতে পারি।। যাকাতের টাকায় একটা রিক্সা বা টং দোকান বানিয়ে সেই অসংখ্য মানুষদের কাউকে দিতে পারি,যাতে সে দুবেলা সামান্য হলেও খেতে পারে( আর এই চেষ্টাও আমি প্রতিবৎসরই করে থাকি)।। মৃত্যুর পরও আমি বেচে থাকবো পরজনদের সাথে এদেরই মাঝে।। ন্যুনতম চেষ্টায় বইপত্রও কিনে দেওয়া যায়।। নিদেন পক্ষে শীতকালে দু/চারটি কম্বল।।
লেখাটির গভীরতা মনটা ছুয়ে গেলো বলে, হয়তো আপনার লেখার চেয়ে মন্তব্যটা বড়ই হয়ে গেল।। দুঃখিত।।

২৮ শে মার্চ, ২০১৬ সকাল ৯:০৮

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ সচেতনহ্যাপী ভাই পাঠ ও সুচিন্তিত মন্তব্যে।

আপনি এত বিশদভাবে, সুন্দর করে বলেছেন - তাতে আমি আরও খুশি হয়েছি।
আমার না বলা কথা গুলো আপনার লেখায় পেয়ে আরও ভাল লাগছে।

//সমষ্ঠিগত ভাবে না হলেও ব্যাক্তি পর্যায়ে কিছু করতে পারি।। যাকাতের টাকায় একটা রিক্সা বা টং দোকান বানিয়ে সেই অসংখ্য মানুষদের কাউকে দিতে পারি,যাতে সে দুবেলা সামান্য হলেও খেতে পারে( আর এই চেষ্টাও আমি প্রতিবৎসরই করে থাকি)।। মৃত্যুর পরও আমি বেচে থাকবো পরজনদের সাথে এদেরই মাঝে।। ন্যুনতম চেষ্টায় বইপত্রও কিনে দেওয়া যায়।। নিদেন পক্ষে শীতকালে দু/চারটি কম্বল।।// --- আপনার প্রচেষ্টার কথা জানতে পেরে খুব ভাল লাগছে। আশা করি, অনেকেই আপনার এই মহতী প্রচেষ্টাকে অনুসরণ করবে।

বেলাশেষে কাজে আসে তোমার-আমার সৎ কাজটা, আর সব হারিয়ে যায় কালস্রোতে।

ভাল থাকুন। সবসময়।

৭| ২৮ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৩৩

আরজু পনি বলেছেন:
কবে সবার একটা ছাদ হবে, তিন বেলা পেট ভরে খেতে পারবে, ঘুম থেকে ওঠে বই-পত্তর নিয়ে স্কুলের দিকে দৌঁড়াবে শিশুরা ?...যখন ব্যাপারগুলো চোখের সামনে এসে গুতো দিয়ে দেখিয়ে দেয় তখনই কেবল ভাবনারা ভীড় করে...আমরা বড় স্বার্থপর।


২৮ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৪৭

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ আরজু পনি পাঠ ও মন্তব্যে।

আসলেই আমরা বড় স্বার্থপর

তবু চেতনাকে জাগানোর একটু চেষ্টা - মনটা যদি কখনো সদয় হয় কারো, হাতটা যদি একটু খুলে, কারো একজনের হয়ত এক বেলার আহার জুটবে।

ভাল থাকুন। সবসময়।

৮| ২৮ শে মার্চ, ২০১৬ সকাল ১১:০৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
প্রশ্ন জমা হবে। হচ্ছে। স্তূপ হচ্ছে।
উত্তরহীন।
আমরাও দিনযাপন করছি। আর প্রতিনিয়ত প্রসব করছি অজস্র প্রশ্ন।

২৮ শে মার্চ, ২০১৬ সকাল ১১:১১

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ দিশেহারা রা্জপুত্র পাঠ ও মন্তব্যে।

প্রশ্ন চিরদিন থাকবেই, আর উত্তরটা কেউ না দিলেও নিজেকেই খুঁজতে হবে-নিজের বিবেকের দহনেই।

ভাল থাকুন। সবসময়।

৯| ২৮ শে মার্চ, ২০১৬ রাত ১১:০৭

প্রামানিক বলেছেন: হাজার প্রশ্ন মনে আসে কিন্তু উত্তর পাই না। ধন্যবাদ পোষ্টের জন্য।

২৯ শে মার্চ, ২০১৬ সকাল ১১:০৩

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই পাঠ ও মন্তব্যে।

হুম, প্রশ্ন অনেক, উত্তর নাই !!!

ভাল থাকুন। সবসময়।

১০| ২৯ শে মার্চ, ২০১৬ ভোর ৫:৪৩

রাবার বলেছেন: ++++

২৯ শে মার্চ, ২০১৬ সকাল ১১:০৪

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ রাবার।
অনেক গুলো প্লাস পেয়ে ভালই লাগছে।

ভাল থাকুন। সবসময়।

১১| ৩০ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৪৩

জুন বলেছেন: ওপাশে চিরনিদ্রায় শুয়ে আছে অসংখ্য মানুষ, এপারে জীবন-মৃত ওরা। আমিও এমনটাই ভাবি যখন আমার বাবা মা এর কবর জিয়ারত করে বের হয়ে আসি । মন ছুয়ে গেল আপনার লেখাটিতে শামসুল ইসলাম ।
+

৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৩

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ জুন পাঠ ও মন্তব্যে।

আপনার অনুভূতির কথা জেনে ভাল লাগল।
+ পেয়ে ভাল লাগছে।

ভাল থাকুন। সবসময়।

১২| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৯

কল্লোল আবেদীন বলেছেন: সুন্দর পোস্ট।

১৩ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৪

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ কল্লোল আবেদীন ভাই পাঠ ও মন্তব্যে।

পোস্টটা আপনার বিবেচনায় সুন্দর হয়েছে জেনে খুশি হলাম।

ভাল থাকুন। সবসময়।

১৩| ১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৮

খায়রুল আহসান বলেছেন: পাঁচ ওয়াক্ত নামাজে দু'একবার মা-বাবা স্মরণে আসে।
কিন্তু এই কি যথেষ্ট?
-- এ টুকুই বা ক'জনার আসে!
আজ স্বাধীনতার ৪৫ বছরে এসে সেই প্রশ্ন গুলো মনে ভীড় করছে -- এসব প্রশ্নের কোন আশু সমাধান নেই বলে মনে হয়। আম জনতার শ্রমে দেশের সম্পদ বাড়বে ঠিকই, কিন্তু জনতার পকেট কাটা যাবে নানা অছিলায়।
সুন্দর ভাবনা, সুন্দর কবিতা।

১৩ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৮

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ খায়রুল আহসান ভাই পাঠ ও মন্তব্যে।

আপনার মনোযোগী পাঠে আমি বরাবরই মুগ্ধ।

//আম জনতার শ্রমে দেশের সম্পদ বাড়বে ঠিকই, কিন্তু জনতার পকেট কাটা যাবে নানা অছিলায়। //
--সহমত !!!!

ভাল থাকুন। সবসময়।

১৪| ১৩ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:০০

মানবী বলেছেন: আপনার মা বাবার আত্মার শান্তি কামনা করছি।

"আজ স্বাধীনতার ৪৫ বছরে এসে সেই প্রশ্ন গুলো মনে ভীড় করছে।"
- তারপরও আমরা দায়িত্বজ্ঞানহীন, লোভী ও লুটেরা নেতানেত্রীদের ভোট দিয়ে নির্বাচিত করি বারবার.. তারপরও এই অ্ভুক্ত বন্চিত শিশুদের দুর্ভোগের কারন এসব কুলাঙ্গারদের সমর্থনে একে অপরের উপর হামলে পড়ি আর আর তাই হয়তো এই শিশুদের বর্তমান দূরাবস্থার জন্য আপনি, আমি পরোক্ষভাবে দায়ী।

আত্মকথনের জন্য ধন্যবাদ শামছুল ইসলাম।
অনেক অনেক ভালো থাকুন।

১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৮

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ মানবী পাঠ ও মন্তব্যে।

একটা হাদিছ আছে, মূল বক্তব্যটা অনেকটা এই রকমঃ "তোমরা যেমন, তোমাদের জন্য আমি তেমন শাসকই পাঠাব"।
সুতরাং নেতা-নে্ত্রীদের একতরফা দোষ না দিয়ে নিজেদের দিকেও একটু ফিরে তাকানো দরকার।

এইচ এস সি পরীক্ষা চলছে, হাতে গোনা দু'এক ছাড়া সবাই ফেসবুকে প্রশ্নের পিছনে ছুটছে। শুধু তাই না, অভিভাবকরাও ছাত্রদের এব্যাপারে সাহায্য করছে- এরাই আমাদের ভবিষ্যত প্রজন্ম।

//আর তাই হয়তো এই শিশুদের বর্তমান দূরাবস্থার জন্য আপনি, আমি পরোক্ষভাবে দায়ী।// --- সহমত । আসলে সাহস করে কখনো কিছু করা হয় না, এই গ্লানিবোধ থেকেই লেখা।

আপনিও ভাল থাকুন। সবসময়।

১৫| ১৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪৭

মুনেম আহমেদ বলেছেন: আপনার সংবেদনশীল মনের কথাগুলো হৃদয় ছুঁয়ে গেল। //ক'দিন ধরেই একটা প্রশ্ন মনে মনে ভাবছিলাম, কেন এত ব্যস্ততা?// প্রায়ই আমার মনেও প্রশ্নটি আসে। কখনো কখনো সব কিছু কে একদম অর্থহীন মনে হয়। এই যে ক্যারিয়ার এর পেছনে ছোটা, আমি নিজে , পরিবার সবই অর্থহীন.

১৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ মুনেম আহমেদ পাঠ ও মন্তব্যে।

ক্যারিয়ার, পরিবার সবকিছুই কিন্তু খুব অর্থপূর্ণ, কিন্তু সেটার পিছনে আমরা এত জোরে ছুটি যে জীবনের আর সবকিছুই অর্থহীন হয়ে ওঠে-ব্যালান্স করে কেন যেন অনেকেই চলতে পারিনা।

ভাল থাকুন। সবসময়।

১৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১৫

ক্লে ডল বলেছেন: অসম্ভব সুন্দর লিখেছেন!!
দু'দন্ড চোখের জলে ভাসতে কেন এত দ্বিধা?

সত্যিই, এই প্রশ্ন আমারও! বড্ড ব্যস্ত আমরা।:(

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৮

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ক্লে ডল পাঠ ও মন্তব্যে।

//সত্যিই, এই প্রশ্ন আমারও! বড্ড ব্যস্ত আমরা।// - সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.