নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃসীম নীল আকাশে পাখী যেমন মনের আনন্দে উড়ে বেড়ায়, কল্পনার ডানায় চড়ে আমিও ভেসে চলেছি মনের আনন্দে--রূঢ় পৃথিবীটাকে পিছনে ফেলে।

খেয়ালের বশে কোন পথে চলেছো পথিক...

শামছুল ইসলাম

পাখী ডানায় ভর করে মুক্ত নীল আকাশে মনের আনন্দে উড়ে বেড়ায়, আমিও কল্পনার ডানায় চড়ে মনের গহীন আকাশে .......

শামছুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

আত্মকথন ২ঃ নিজেরে খুঁজি

০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩২

আজিমপুর গোরস্থান থেকে বেরিয়ে হাটছি, একটা রিকশায় চড়ব ভাবছি।
না, থাক, একটু হেটে বাসে উঠি - কিছু টাকা বেচে যাবে।
সেই টাকা কোন গরীবকে দেওয়া যাবে।
সীমিত আয়ের মানুষদের হাতের আঙুলে ফাঁক খুব কম, সেই ফাঁক গলে সহজে কিছু বের হয় না।
তাই নিজেই নিজের খরচ থেকে দু'চার টাকা বাঁচিয়ে হাতটাকে একটু খোলা রাখতে চাই।

ধানমন্ডি চার নম্বর রোডের মাথায় বাস থেকে নামলাম। একটা রিকশায় চেপে জিগাতলায় চলে যাওয়া যায়।
না, একটু হাটি, দু'টা টাকা বাঁচুক - হাতটা আর একটু খুলুক।

চার নম্বর রোড ধরে হাটতে হাটতে ভিতরে ঢুঁকি, ধানমন্ডি লেক দেখতে পাচ্ছি।
না, এদিক দিয়ে ঢুঁকব না, ৭ নম্বর রোডের যে গেট, ওটা দিয়ে ঢুঁকব - আজ বাবার প্রিয় কাজ গুলো আমি করব।
উনি এই গেটটা দিয়ে হাটতে হাটতে ৮ নম্বর ব্রিজে গিয়ে দাড়াতেন।
সেখানে অনেকের সাথে উনার দেখা হতো, তাদের অনেকের নাম, ফোন নম্বর উনি খাতায় লিখে রেখেছিলেন।
জীবনের শেষ কটা বছর মুক্ত আলো-হাওয়ায় ঘুরে বেড়াবার শক্তি উনার ছিল না।
উনার চলে যাবার খবর আমি সবাইকে জানিয়ে ছিলাম, অনেকেই এসেছিল।
উনি ধানমন্ডি ৮ নম্বর মসজিদের ইমাম সাহেব, জনাব যাকারিয়াকে খুবই পছন্দ করতেন।
আমার বিয়েত উনাকে দাওয়াত দিয়েছিলেন এবং বিয়েটা উনিই পড়িয়ে ছিলেন।
আব্বার মৃত্যুর পর মিলাদে তাই আমি উনাকে আমন্ত্রণ জানিয়ে ছিলাম।
উনি এসেছিলেন। আল্লাহ উনাকে অশেষ সওয়াব দান করুন।

পায়ে পায়ে এগিয়ে গেলাম, স্মৃতিরা একটার পর একটা মনের পর্দায় ছায়া ফেলছে। সেই ছায়া, মায়া হয়ে হৃদয়ে ছড়িয়ে গেল।পকেট থেকে মোবাইলটা বের করে মায়াময় সেই সকালের কিছু ছবি তুললাম আনাড়ি হাতে।




(ছবির ফলকের লেখাটা অস্পষ্ট, তাই ফলকের লেখাটা নীচে দিলাম।)

//আপনি সৃষ্টি-কর্তাকে ভালবাসেন
গাছ আপনার ভালবাসা চায়।//


দুঃখিত, ছবি গুলো লোড হচ্ছে না।

আজকের মত এখানেই বিদায় !!!!!

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৭

আহমেদ জী এস বলেছেন: শামছুল ইসলাম,



নিজেকে যিনি খুঁজে নিতে জানেন তিনিই হাটতে পারেন জীবনের সব পথ ধরে ।

১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৪৯

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ আহমেদ জী এস ভাই পাঠ ও মন্তব্যে।

আপনার মন্তব্য সবসময় একটু অন্যরকম, মনে রেখাপাত করে।

ভাল থাকুন। সবসময়।

২| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১৯

সচেতনহ্যাপী বলেছেন: নিজেকে জানতে আর বুঝতে পারলেই অনেকটা পথ এগিয়ে যাওয়া যায়।। স্মৃতিগুলিও কিন্তু শিক্ষকের কাজ করে, যদি তার সফল প্রয়োগ করা হয়।।

১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৫

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ সচেতনহ্যাপী ভাই পাঠ ও মন্তব্যে।

সুন্দর বলেছেনঃ

//স্মৃতিগুলিও কিন্তু শিক্ষকের কাজ করে, যদি তার সফল প্রয়োগ করা হয়।।//

প্রয়োগের আপ্রাণ চেষ্টা থাকবে।

ভাল থাকুন। সবসময়।

৩| ১০ ই এপ্রিল, ২০১৬ ভোর ৪:৪৮

নিয়েল হিমু বলেছেন: স্মৃতিরা বেচে থাক

১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৫৪

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ নিয়েল হিমু পাঠ ও মন্তব্যে।

আসলেই তাইঃ

//স্মৃতিরা বেচে থাক//

ভাল থাকুন। সবসময়।

৪| ১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৩

জুন বলেছেন: খুব পরিচিত এলাকার ছবি আর কথাগুলোয় অনেক ভালোলাগা রইলো শামসুল ইসলাম ।
+

১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৮

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ আপনাকে পাঠ ও মন্তব্যে।

আপনার মন্তব্য থেকে বুঝতে পারছি এলাকাটা আপনারও খুব পরিচিত।
কথাগুলো আপনার ভাললেগেছে জেনে খুশি হলাম।

+ টা বাড়তি অনুপ্রেরণা হিসাবে কাজ করবে পরবর্তী লেখার জন্য।

ভাল থাকুন। সবসময়।

৫| ১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: নিজেকে জানায় আসল তবে মানতে হবে জানার নাম মানা নয়। ভাল থাকবেন বাবা হারানো ব্যাথা এ ক্ষনিকের নয় বাবার জন্য দোয়া করবেন নামজ অন্তে আর আমিও আপনার বাবার জন্য দোয়া করছি ইয়ারহমকুমুল্লাহ, ইয়া রব ইদখুলো জান্না।

১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৮

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ মাহমুদুর রহমান সুজন পাঠ ও মন্তব্যে।

জানার নাম মানা নয়-ঠিক বলেছেন। তবে না জানলে তো মানার প্রশ্নই আসে না।
আপনার দোয়া আল্লাহ যেন কবুল করেন।

দোয়া করবেন আমিও যেন বাবার জন্য প্রতি দিন দোয়া করতে পারি-রাব্বির হামহুমামা কামা রাব্বায়ানি ছাগিরা।

ভাল থাকুন। সবসময়।

৬| ১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২২

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। লাইনগুলো এরকম ছন্নছাড়া কেন?

১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৩

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ হামা ভাই পাঠ ও মন্তব্যে।

আপনার ভাললেগেছে জেনে ভাল লাগছে।

আমি মানুষটাই একটু ছন্নছাড়া, তাই লাইনগুলোর একি দশা।
যতদূর পারি ঠিক করছি।

ভাল থাকুন। সবসময়।

৭| ১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সুন্দর একটা পোস্ট, দারুণ শুরু হয়ে কেমন অসমাপ্ত রয়ে গেল। :)

১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৩

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ বোকা ভাই পাঠ ও মন্তব্যে।

তাই বুঝি, একটা সুন্দর পোস্টের অপমৃত্যু !!!!

আসলে আমি প্রতিটা লেখায় একটা কি দু'টা বিষয়কে গুরুত্ব দিতে চাচ্ছি এবং যথাসম্ভব লেখাটা ছোট রাখতে চাচ্ছি।
আপনি পড়লেন চট করে দু'মিনিটে, ভাল লাগলে দু'কথায় দু'টা মন্তব্য, খারাপ লাগলেও দু'কথায় দু'টা তির্যক মন্তব্য।
চার মিনিটে খেল খতম, চলে যান আরেক পোস্টে অথবা জরুরী কোন কাজে।

জীবন বড় ব্যস্ত !!!!!

ভাল থাকুন। সবসময়।

৮| ১০ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

আমিই মিসির আলী বলেছেন: ভাইরে,
বেশি হাঁটতে যাইয়েন না। যুগ খারাপ। হাঁটুর ক্যালসিয়াম ফুরায়া যাবে।

১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৯

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ মিসির আলী।

ভাল থাকুন। সবসময়।

৯| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১৬

কথাকথিকেথিকথন বলেছেন: জীবন চলে যাবেই, কেউ আঁটকে রাখতে পারে না। তবে সেই চলে যাওয়া জীবনকে মনে ধারণ করা হচ্ছে মূল বিষয় ।

লেখাটা ভাল লেগেছে ।

১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৪৬

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ কথাকথিকেথিকথন পাঠ ও মন্তব্যে।

আপনার অনুধাবনটা ভাল লেগেছেঃ

//জীবন চলে যাবেই, কেউ আঁটকে রাখতে পারে না। তবে সেই চলে যাওয়া জীবনকে মনে ধারণ করা হচ্ছে মূল বিষয় । //
এবং সহমত।

লেখাটা ভাল লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম।

ভাল থাকুন। সবসময়।

১০| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৫

প্রামানিক বলেছেন: শুরুটা সুন্দর সমাপ্তিটা অসামাপ্ত। ভাল লাগল লেখা। ধন্যবাদ

১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৪৫

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই পাঠ ও মন্তব্যে।

লেখাটা ভাল লেগেছে জেনে খুশি হলাম।

সমাপ্তিটা অসমাপ্ত রয়ে গেল - কারণ বাসার নেট স্পীড অত্যন্ত খারাপ থাকায় আরো দু'একটা ছবি দেওয়া হয়নি, মেজাজটা খারাপ হওয়ায় দুম করে লেখাটা শেষ করে দিলাম।

ভাল থাকুন। সবসময়।

১১| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

//নিজেকে যিনি খুঁজে নিতে জানেন তিনিই হাটতে পারেন জীবনের সব পথ ধরে। //

সহব্লগার আহমেদ জী এস-এর চেয়ে ভালো কিছু আমি বলতে পারছি না।

লেখককে অনেক শুভেচ্ছা :)

১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৭

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ মাঈনউদ্দিন মইনুল ভাই পাঠ ও মন্তব্যে।

কিছু কিছু মানুষ আছেন, যাদের কথা, সবাইকে অনুপ্রাণিত করে।
আহমেদ জী এস ভাই এমনই একজন।

আপনাকেও শুভেচ্ছা।

ভাল থাকুন। সবসময়।

১২| ১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৪

খায়রুল আহসান বলেছেন: সীমিত আয়ের মানুষদের হাতের আঙুলে ফাঁক খুব কম, সেই ফাঁক গলে সহজে কিছু বের হয় না।
তাই নিজেই নিজের খরচ থেকে দু'চার টাকা বাঁচিয়ে হাতটাকে একটু খোলা রাখতে চাই।
-- এই সত্যকথন আর সদিচ্ছা, দুটোকেই সাধুবাদ!
নিজেকে যিনি খুঁজে নিতে জানেন তিনিই হাটতে পারেন জীবনের সব পথ ধরে -- সহব্লগার আহমেদ জী এস-এর এই অসাধারণ মূল্যবান কথাটার জন্য তাকে শ্রদ্ধা জানাচ্ছি। 'লাইক' দিলাম।
ফলকের লাইন দুটিও অসাধারণ সুন্দর! লিখে না দিলে বোঝার উপায় ছিল না। সেজন্য ধন্যবাদ।

১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৪

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ খায়রুল আহসান ভাই মনোযোগী পাঠ ও সুন্দর মন্তব্যে।

ভাল থাকুন। সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.