নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃসীম নীল আকাশে পাখী যেমন মনের আনন্দে উড়ে বেড়ায়, কল্পনার ডানায় চড়ে আমিও ভেসে চলেছি মনের আনন্দে--রূঢ় পৃথিবীটাকে পিছনে ফেলে।

খেয়ালের বশে কোন পথে চলেছো পথিক...

শামছুল ইসলাম

পাখী ডানায় ভর করে মুক্ত নীল আকাশে মনের আনন্দে উড়ে বেড়ায়, আমিও কল্পনার ডানায় চড়ে মনের গহীন আকাশে .......

শামছুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

আত্মকথন ৩ঃ নিজেরে খুঁজি

১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৭

ধানমন্ডি লেকে কতদিন পর?

স্মরণের বালুকাবেলায় অনেক নুড়ি পাথরের ভীড়ে সময়টা হারিয়ে গেলেও স্মৃতিরা জ্বলছে মিটি মিটি করে মনের আকাশে স্নিগ্ধ এই সকালে-বলতে শুরু করলে পাতার পর পাতা ভরে যাবে। থাক সেসব কথা। সামনেই দেখতে পেলাম দু'টো পথ দু'দিকে বেঁকে গেছে-একটা মসজিদের দিকে, অন্যটা লেকের দিকে। মসজিদের দিকটা বোধ হয় নতুন করেছে, আমি কখনো যাইনি। চললাম সেদিকেই, কিছুদূর যেতেই দেখি একটা ফলকে শোভা পাচ্ছে চমৎকার কিছু কথাঃ

ছোট্ট পরিসরে, ছোট্ট প্রয়াস
ইট-পাথরের মাঝে বনায়ন অভিলাষ।


মোবাইলটা বের করে ক্লিক।

ছবি-০১

(ছোট্ট পরিসরে, ছোট্ট প্রয়াস
ইট-পাথরের মাঝে বনায়ন অভিলাষ।)


চলার পথের দু'পাশে সবুজের সমারোহ, চোখটা জুড়িয়ে গেল। দেখি একটা একটা লোক কোদাল দিয়ে গাছের পাশের বড় বড় মাটির ঢেলা ছোট করছে, আমি উৎসুক হয়ে দাঁড়াই। মাঝাড়ি গড়নের ফর্সা ভদ্রলোক, হাঁটুর উপর পর্যন্ত পকেটওয়ালা প্যান্ট, পায়ে কেডস। বিনীতভাবে জিজ্ঞেস করি,"আপনি কি গাছগুলো লাগিয়েছেন?"
উনি সরাসরি কোন উত্তর দিলেন না। একটু ঘুরিয়ে বললেন,"না ভাই, কত লোক কত কিছু বলে।"
বুঝলাম আমরা ভাল কাজ করতে না পারলেও তার সমালোচনায় পিছিয়ে নেই।
তাই আর কথা না বাড়িয়ে একটু দূরে গিয়ে ক্লিক।

ছবি-০২

(বনায়ন অভিলাষের রূপকার, নামটা জানা হয়নি)

রূপকার ভদ্রলোকের কথা ভাবতে ভাবতে সামনে এগিয়ে যাই - লেকের স্বচ্ছ জলের আয়নায় দেখি পাড়ের বিশাল সবু্জগাছ গুলো ঝুঁকে পড়ে নিজেদের দেখছে। লেকের পানি থির থির করে কাঁপছে, যেন কত কথা জলের সনে গাছের সবু্জ পাতার। ছবিতে সেই না বলা কথা অনুপস্থিত কিন্তু আমি যেন তা এখনো দেখতে পাচ্ছি।

ছবি-০৩


একটু কান পাতি, মৃদু বাতাসের বেগে কি কথা বলে চলেছে জল ও পাতা? যদি আমি বুঝতে পারতাম ওদের কথা !!!

ছবি-০৪


দূরে দৃষ্টি ছড়িয়ে দেই, দেখি রবীন্দ্র সরোবর, পাশেই ৮ নম্বর ব্রিজ। ওরাও জলে নেমেছে, সারারাত শেষে নিজেকে আবার নতুন করে দেখছে, সারা রাত্রির জমানো কত কথা যেন বলছে !!!

ছবি-০৫


লেকের পাড় ঘেষা বাড়িগুলোও গাছেদের সাথে পাল্লা দিয়ে লেকের স্বচ্ছ পানিতে উকি দিচ্ছে, নগরায়ন ও প্রকৃতি এক হতে চাচ্ছে !!!

ছবি-০৬


বড় বড় গাছগুলোর সাথে পাল্লা দিয়ে ৮ নম্বর রোডের মসজিদটা দেখা যাচ্ছে। লেকের পানিতে সেও ডুব দিয়েছে, সবার মতে সেও জলের সাথে সখ্যতায় মেতেছে !!! আজকের সুউচ্চ, সুরম্য এই মসজিদের সাথে জড়িয়ে কত না স্মৃতি - উপরে টিন আর পাশে বাঁশের বেড়ার সেই মসজিদে কতগুলো কিশোর বালক নামাজ পড়ার চেয়ে দুষ্টুমি করে কত না সময় কাটিয়েছে। অন্য একদিন সেই স্মৃতির পসরা বসাব।

ছবি-০৭


আরো কিছুটা এগিয়ে যাই, দেখি জাহাজমার্কা বাড়িটা তার হতশ্রী চেহারাটা নিয়ে লেকের জলে কি যেন একটা অভিযোগ জানাচ্ছে।
ও যেন বলছে, "আমাকে যখন তিল তিল করে সুন্দর করে গড়ে তোলা হচ্ছিল, তখন কোথায় ছিল কর্তৃপক্ষ?
কোথায় ছিলে তাদের নিয়ম-কানুন? মহৎ সৃষ্টিকে গলা টিপে মারতে তাদের কি একটুও হাত কাঁপে না?"

ছবি-০৮


বিষন্ন মনে আনাম র‍্যাংগসের পাশ দিয়ে রাস্তা পেরিয়ে ওপারে। ফুটপাতের উপর বাজার বসেছে, চলবে ৯ টা কি ১০ টা পর্যন্ত চলবে-প্রাতঃভ্রমণকারীরা অনেকেই এখান থেকে বাজার করে বাসায় ফেরে। আমিও দর-দাম করতে লাগলাম- মিনিট পাঁচেক আগের প্রকৃতি মানব কিছুক্ষণের মধ্যেই হয়ে গেল পুরোদস্তর সংসার মানব !!!!!


সর্বস্বত্ব সংরক্ষিত
মোঃ শামছুল ইসলাম
১৫ ই এপ্রিল, ২০১৬
ঢাকা।

মন্তব্য ২৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২৭

সচেতনহ্যাপী বলেছেন: আমার কখনো যাওয়া হয় নি, সুতরাং।। তবুও বলবো দেয়াল ঘেরা জীবনে একটু মুক্ত শ্বাস।।

১৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৮

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ সচেতনহ্যাপী ভাই পাঠ ও মন্তব্যে।

সকালে অনেকেই ধানমন্ডি লেকে আসে, একটু হাফ ছেড়ে বাঁচতে।

আপনি যথার্থই বলেছেনঃ

//দেয়াল ঘেরা জীবনে একটু মুক্ত শ্বাস।।//

ভাল থাকুন। সবসময়।

২| ১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২১

হাসান মাহবুব বলেছেন: শান্তি শান্তি লাগলো দেখে।

১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৭

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ হামা ভাই পাঠ ও মন্তব্যে।

আমি খেয়াল করে দেখেছি, আপনার মন্তব্য গুলো (সবার ক্ষেত্রেই) ছোট কিন্তু রক সলিড হয়।

//শান্তি শান্তি লাগলো দেখে।// - আসলেই এই শান্তি শান্তি ভাবটাই আমি ফুটিয়ে তুলতে চেয়েছি।
এবং আপনি সেটা হৃদয়ঙ্গম করতে পারায় লেখাটা সার্থক মনে হচ্ছে !!!!

ভাল থাকুন। সবসময়।


৩| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৩

দীপংকর চন্দ বলেছেন: মুগ্ধতা স্নিগ্ধ উপস্থাপনে!!!

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন ভাই।

ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৫১

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ দীপংকর দা পাঠ ও মন্তব্যে।

//মুগ্ধতা স্নিগ্ধ উপস্থাপনে!!!// -- আপনার মন্তব্যেও আমি যারপর নাই মুগ্ধ !!!!

আপনার প্রতিও রইল অনিঃশেষ শুভকামনা।

আপনিও ভাল থাকুন। সবসময়।

৪| ১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৭

জুন বলেছেন: মিনিট পাঁচেক আগের প্রকৃতি মানব কিছুক্ষণের মধ্যেই হয়ে গেল পুরোদস্তর সংসার মানব !!!!!
এটাই বাস্তবতা শামসুল ইসলাম। অনেক ছোটবেলার অনেক স্মৃতিময়, অনেক পরিচিত জায়গা। কি নির্জন ছিল এলাকাটি বিশ্বাস হয় না এখন।

১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৯

শামছুল ইসলাম বলেছেন: //এটাই বাস্তবতা // --- এবং এর মধ্যেই আমাদের বসবাস।

//কি নির্জন ছিল এলাকাটি বিশ্বাস হয় না এখন।// --- আসলেই বিশ্বাস করা কঠিন।

তবে লেকের ভিতরের পরিবেশ, বেশ মনোরম-সবুজের হাতছানি আছে, আছে লেকের টলটলে জলে প্রকৃতিকে দেখার অবারিত সুযোগ। এখন ফজরের নামাজ পড়ে প্রতিদিন হাঁটতে যাই, আরো অনেক কথা জমেছে, বলব অন্য কোন লেখায়।

ভাল থাকুন। সবসময়।

৫| ১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:২৮

ফারিহা নোভা বলেছেন: চমৎকার ছবি আর বর্ণনায় মুগ্ধ হলাম।

১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৪১

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ফারিহা নোভা পাঠ ও মন্তব্যে।

আপনার ভাললেগেছে জেনে খুশি হলাম।

ভাল থাকুন। সবসময়।

৬| ১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:০৭

বিজন রয় বলেছেন: ব্যস্ত ঢাকার স্থির চিত্র।
++++

১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৭

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ বিজন রয় পাঠ ও মন্তব্যে।

হা হা, খুব ভাল বলেছেন।
এত গুলো প্লাস, ধন্য হলাম।

ভাল থাকুন।সবসময়।

৭| ১৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৫

নীলপরি বলেছেন: ছবি ও লেখা দুটোই সুন্দর লাগলো ।

১৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৫

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ নীলপরি পাঠ ও সুন্দর মন্তব্যে ।

ভাল থাকুন। সবসময়।

৮| ১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর ভাল লাগল

১৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৪

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ পাঠ ও সুন্দর মন্তব্যে ।

ভাল থাকুন। সবসময়।

৯| ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৪

আহমেদ জী এস বলেছেন: শামছুল ইসলাম ,



দু'টো পথ দু'দিকে বেঁকে গেছে..... শুরুর এ্ই কথাটি জানিনে কি ভেবে লিখেছেন ! কিছু দর্শন লুকিয়ে আছে কিনা এর ভেতরে ! তবে একদম শেষের লাইটির সাথে এটা এতো চমৎকার ভাবে মিলে গেছে যে, মনে হলো আসলেই ছবিতে আর লেখায়
মানুষের ভেতর আর বাইরের পথের কথাই বলেছেন । এর ছাপটিও আছে কিন্তু ছবির প্রতিটি ক্যাপশানে । ++

২০ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৫

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ আহমেদ জী এস ভাই অত্যন্ত মনোযোগী পাঠ ও তারই প্রতিফলন মন্তব্যে !!!

দু'টো পথ দু'দিকে বেঁকে গেছে..... কথাটা আমি তেমন বিশেষ কিছু ভেবে লিখিনি, তবে আপনার অনুমান সঠিক - মানুষের দ্বৈত সত্ত্বাকে নিয়েই আমি পোস্টটা সাজাতে চেয়েছি। আপনি পোস্টের অন্তর্নিহিত ভাবটা সুন্দর ভাবে তুলে ধরেছেন।

কখনো কখনো মনে হয় কি ছাইপাশ সব লিখছি, আবার মনটা আনন্দে ভরে উঠে যখন এমন দু'একটা বিদগ্ধ জনের বিদগ্ধ মন্তব্য পাই !!!!

ভাল থাকুন। সবসময়।


১০| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১:১৮

প্রামানিক বলেছেন: বাস্তবে যা দেখেছি তার চেয়ে বর্ননা ভাল লাগল। ধন্যবাদ আত্মকথনের কথন শৈলীর জন্য।

২০ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩০

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই পাঠ ও মন্তব্যে।

//বাস্তবে যা দেখেছি তার চেয়ে বর্ননা ভাল লাগল।// -- হয়তো তাই। সেদিন হয়ত আমার মনটা ভাল ছিল, তাই সবকিছুই ভাললেগেছে। অন্য কোন দিন, মনটা ভাল না থাকলে, হয়তো বর্ণনাটাও তেমন হবে না - অনেক কিছুই মন নিয়ন্ত্রিত।

আপনার ধন্যবাদ সাদরে গ্রহণ করলাম।

ভাল থাকুন। সবসময়।

১১| ২০ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:১৬

সাথিয়া বলেছেন: জায়গাটি খুব সুন্দর সবুজ লাগছে। লেখাটিও ভাল লেগেছে।

২০ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৪

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ সাথিয়া পাঠ ও মন্তব্যে।

আসলেই জায়গাটা খুব সুন্দর, সবুজে ছাওয়া।
এমন সবুজের কাছাকাছি থাকলে লেখাতেও তার প্রভাব পড়ে বৈকি !!!

ভাল থাকুন। সবসময়।

১২| ২০ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৯

ইমরাজ কবির মুন বলেছেন:
vaLLagLo post ta :)

২০ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৬

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ইমরাজ কবির মুন পাঠ ও মন্তব্যে।

আপনার ভাললেগেছে জেনে খুশি হলাম।

ভাল থাকুন। সবসময়।

১৩| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:২১

খায়রুল আহসান বলেছেন: ছোট্ট পরিসরে, ছোট্ট প্রয়াস
ইট-পাথরের মাঝে বনায়ন অভিলাষ।
-- খুব ভাল লাগলো এ কথাগুলো এবং প্রয়াসটুকুও।
সমাপ্তিটা দারুণ হয়েছে। সুন্দর ছবি, সুন্দর লেখা।

২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:১২

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ খায়রুল আহসান ভাই পাঠ ও মন্তব্যে।

কথাগুলো আমারও খুব ভাল লেগে ছিল।

আপনার প্রশংসায় খুশী হলাম।

ভাল থাকুন। সবসময়।

১৪| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:১৪

কল্লোল পথিক বলেছেন: চমৎকার ছবি ও বর্ণনা।

২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৩

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ কল্লোল পথিক ভাই পাঠ ও মন্তব্যে ।

ভাল থাকুন। সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.