নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃসীম নীল আকাশে পাখী যেমন মনের আনন্দে উড়ে বেড়ায়, কল্পনার ডানায় চড়ে আমিও ভেসে চলেছি মনের আনন্দে--রূঢ় পৃথিবীটাকে পিছনে ফেলে।

খেয়ালের বশে কোন পথে চলেছো পথিক...

শামছুল ইসলাম

পাখী ডানায় ভর করে মুক্ত নীল আকাশে মনের আনন্দে উড়ে বেড়ায়, আমিও কল্পনার ডানায় চড়ে মনের গহীন আকাশে .......

শামছুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

গল্প: বেয়ারা (৫ম পর্ব)

০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:০৮


ফাহাদ অসুস্থ ।
তাকে দেখতে পাড়া-প্রতিবেশীরা প্রায়ই আসেন । কেউ কেউ ভরসা দেন । কারো কারো কথায় মনে আরো ভয় ঢ়ুকে যায় । দিন যায় । প্রতিবেশীদের যাতায়াত কমে আসে । তবে এখন সন্ধ্যা হলেই তোহা সাহেব বাসায় ফিরছেন । আতিয়া খুশি । দুজনে চা খেতে খেতে গল্প করে । ফাহাদের সমস্যা হবে, তাই তোহা সাহেব বাইরে গিয়ে সিগারেট খান । আতিয়ার কড়া হুকুম ।
ফাহাদের অপারেশন করতে অনেক খরচ হবে । সেই টাকা কীভাবে জোগাড় করা যায় তাই নিয়ে আতিয়া স্বামীর সাথে আলাপ করেন । কোনো ভাবেই হিসাব মিলে না । হঠাৎ আতিয়ার মনে পড়ে যায়, একসময় গেন্ডারিয়ায় একটা বাড়ি ও মিরপুরে কিছু জমি কিনেছিল হাদির বাবা । তখন তাদের সংসার ছোট ছিল আর তোহার হাউজির নেশাও ছিল না । আতিয়া সন্ধ্যায় চা খেতে খেতে কথাটা তোলে, বলে, এই, একটা কথা মনে পড়েছে ।
‘কী কথা ।’
‘গেন্ডারিয়ার বাড়িটার যে ভাড়া পাও তা এখন থেকে আমাকে দিবা ?’
তোহার কাপের গরম চা মুখে না যেয়ে জামায় পড়ে । উনি দাঁড়িয়ে জামার চা ঝাড়েন ।
আতিয়া বললো, জামাটা খুলে দাও । ভিজিয়ে দি । না হলে চায়ের রং ওঠবে না ।
আতিয়া একটা জামা নিয়ে এসে স্বামীকে পরতে দেন । তারপর আবার আগের কথায় ফিরে আসে, আগামী মাস থেকে ভাড়াটা আমি চাই ।
তোহা নিশ্চুপ ।
আতিয়া বলেই চলেছে, তোমার স্যুটকেসের ভিতর থেকে বাড়ি আর জমির দলিলটা বের কর । ফাহাদের চিকিৎসার জন্য দরকার হলে জমিটা বেচব । জমির দামটা তোমার মনে আছে ?
‘না, মনে নেই ।’
‘ঠিক আছে । চাবিটা দাও । খুলে দেখি ।’
তোহা সাহেব ওঠে যান । কিছুক্ষণ খুঁজে এসে বলেন, চাবিটা পাচ্ছি না । মনে হয়, অফিসে রেখে এসেছি ।
আতিয়া স্বামীর ওপর খুব বিরক্ত হন । কিন্তু নিজেকে শান্ত রেখে বলেন, কাল অফিস থেকে চাবি নিয়ে আসবে ।
এরপর থেকেই তোহা সাহেব অনেক রাত করে বাড়ি ফিরতে লাগলেন । আতিয়া ওর সাথে চাবির প্রসঙ্গ তুললেই কথা অন্যদিকে ঘুরিয়ে নেয় ।
ছুটির দিন । আতিয়া মনে মনে ঠিক করেছে, আজ স্যুটকেসটা খুলতেই হবে । সকালের নাস্তা করে স্বামীকে চা দিল । তারপর কোনোরকম ভূমিকা না করে সরাসরি তোহাকে বললো, চাবিটা পেয়েছো ?
তোহা জবাব দেয় না ।
‘ঠিক আছে, তাহলে আমি একটা চাবি বানিয়ে নেব তালাওয়ালা আসলে।’
চায়ের কাপটা টেবিলের ওপর ওল্টে দিয়ে তোহা সাহেব গট গট করে হেঁটে ঘরে গেলেন । আতিয়া হাঁ করে ওর দিকে তাকিয়ে থাকলো । ঘোর না কাটতেই আতিয়ার সামনের টেবিলে চাবিটা ছুঁড়ে ফেলে তোহা দরজা খুলে বাইরে চলে গেল ।
একটা অজানা আশঙ্কায় আতিয়ার হাত-পা অবশ হয়ে গেল । বড় ছেলেকে ডাকলেন । হাদি সামনে এসে দাঁড়ালো । চাবিটা হাতে নিয়ে অন্য হাতে ছেলের একটা হাত ধরে ঘরের দিকে গেলেন । খাটের নিচ থেকে স্যুটকেসটা হাদিকে বের করতে বললেন ।
স্যুটকেস খোলা হলো । তোহার বিভিন্ন রকম ফাইল-পত্রে ঠাঁসা । এক এক করে সব মেঝেতে নামানো হলো । সমস্ত ফাইল তন্ন তন্ন করে খোঁজা হলো । কোথাও নেই দলিল দুটো । আতিয়ার মাথাটা ফাঁকা ফাঁকা লাগছে । ফাইলগুলোকে এদিক-সেদিক ছুঁড়তে লাগলেন পাগলের মত । হাদি ভয় পেয়ে গেল ।
‘মা, তোমার কী হয়েছে ?’ বলে ও ভয়ে চেঁচাতে থাকে । টিপু, ফয়েজ, জামাল, মুন্নী সবাই ভয়ার্ত চোখে তাকিয়ে আছে ।
হাদির মা মেঝেতে বসে কপাল চাপড়াতে চাপড়াতে বিলাপের সুরে বলে, তোর বাবা তোদের সর্বনাশ করেছে । বাড়ি, জমি সব বিক্রি করে দিয়েছে । জুয়া খেলে সব উড়িয়ে দিয়েছে ।
মুন্নী মার গলা জড়িয়ে ধরে কাঁদতে থাকে । সবার চোখে পানি, হাদি ছাড়া । ওর বুকটা ফেটে যায়, কিন্তু চোখে পানি আসে না । আহ্, কী কষ্ট !!!
কান্নাকাটির শব্দে পাশের ঘরে ফাহাদের ঘুম ভেঙ্গে গেছে । সেও গলা ছেড়ে কাঁদছে ।
হাদি ওকে কোলে করে এ ঘরে নিয়ে আসে ।
ছেলেকে দেখে আতিয়ার শোক আরো বেড়ে যায় । ‘হায়, আমার ফাহাদের কী হবে ?’ বলে আতিয়া জ্ঞান হারিয়ে ফেলে ।
হাদি ছুটে পাশের বাসার খালাম্মা ডেকে আনে । উনি চোখে-মুখে পানি ছিটিয়ে আতিয়ার জ্ঞান ফেরান ।

আতিয়া ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে । আর কিছুক্ষণ পর পর বলে, আমার ফাহাদের কী হবে ।

চলবে....

০৬/০৪/২০১৭ ইং

আগের পর্ব গুলোর লিংকঃ

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:২৪

দ্যা ফয়েজ ভাই বলেছেন: ভালোই চলছে।পারিবারিক ব্যাপারটা বাস্তবতায় রুপান্তর করতে পারছেন।পরের পর্বের আশায়।

০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫৭

শামছুল ইসলাম বলেছেন: গল্প কী শুধুই গল্প? না তাতে বাস্তবতার ছোঁয়া লাগার প্রয়োজন আছে? আমি মনে করি, গল্পে বাস্তবতার ছোঁয়া থাকার প্রয়োজন আছে । তাই একটু চেষ্টা করি জীবন ঘনিষ্ট কোন গল্প বলতে । আপনি ধৈর্য ধরে পড়ছেন দেখে ভালোলাগছে । গল্প প্রায় শেষের দিকে । আশা করছি আগামীকাল শেষ পর্ব আসবে ।

২| ০৭ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

আহমেদ জী এস বলেছেন: শামছুল ইসলাম ,




বাস্তব । সবই বাস্তব । জুয়া খেলে বা নেশা করে সংসারকে ভাসিয়ে দেয়ার ঘটনা ভুরি ভুরি এ সমাজে ।

০৭ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

শামছুল ইসলাম বলেছেন: করুণ/নির্মম বাস্তবতা । যথার্থ বলেছেন, ভুরি ভুরি ঘটনা আছে সংসার ভাঙ্গনের জুয়ার কারণে। তারপরও আমাদের বোধোদয় হয় না ।

৩| ১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:৫২

জুন বলেছেন: ছোট খাটো চাকুরে তারপর ও ঢাকা শহরে ৫ কাঠার উপর নিজ বাড়িতে থাকা আমার প্রতিবেশী জুয়ার টেবিলে বাড়ির দলিল দিয়ে হেরে গিয়ে ছেলে মেয়েদের হাত ধরে বস্তিতে গিয়ে উঠেছিল। শামসুল ইসলাম বড় বাস্তব ঘটনা । ভদ্র মহিলা শেষ পর্যন্ত জামা কাপড় সেলাই করে ছোট ছোট ছেলেমেয়েগুলোকে পড়া লেখা করিয়েছিল । আজ তারা সমাজে সবাই প্রতিষ্ঠিত ।
আপনার লেখায় তোহা সাহেবের পরিবারের মাঝে তাদের দেখা পেলাম ।খুব ভালোলাগলো ।
+

১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪৪

শামছুল ইসলাম বলেছেন: আপনার পরিচিত ভদ্রমহিলা যথেষ্ট বিচক্ষণ ছিলেন । তাই প্রতিকূল পরিস্থিতি সামাল দিয়ে ছেলেমেয়েদের মানুষ করতে পেরে ছিলেন । কিন্তু অনেক সময় সহজ-সরল ভদ্রমহিলারা বিপদে দিশেহারা হয়ে নিজে অকূল পাথারে পড়ে এবং পরিবারেরও একই পরিণতি হয় । তোহা সাহেবের নেশার খেসারত দিয়ে পরিবারটি আরো ওঠো দাঁড়াতে পারেনি ।

আপনার সুন্দর বিশ্লেষণটা ভালোলেগেছে ।

৪| ১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪২

বিলিয়ার রহমান বলেছেন: ফরহাদের জন্য আরো আগেই মায়ের এরকম ভালোবাসা জাগ্রত হওয়া উচিৎ ছিল!

১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫২

শামছুল ইসলাম বলেছেন: অনুভূতিটা আমি গল্পের আকারে প্রকাশ করেছি, একটু সাজিয়ে লিখেছি আগে-পরে করে। হয়তো বাস্তবে অনুভূতিটার প্রকাশ আগেই ঘটেছিল ।

ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.