নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃসীম নীল আকাশে পাখী যেমন মনের আনন্দে উড়ে বেড়ায়, কল্পনার ডানায় চড়ে আমিও ভেসে চলেছি মনের আনন্দে--রূঢ় পৃথিবীটাকে পিছনে ফেলে।

খেয়ালের বশে কোন পথে চলেছো পথিক...

শামছুল ইসলাম

পাখী ডানায় ভর করে মুক্ত নীল আকাশে মনের আনন্দে উড়ে বেড়ায়, আমিও কল্পনার ডানায় চড়ে মনের গহীন আকাশে .......

শামছুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ আজ শনিবার

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:১১



ভোর হয়েছে সেই কখন,
তবুও তাড়া নেই,
আজ যে শনিবার,
অফিস নেই,
নাস্তা খাওয়ার তাড়া নেই,
গাড়ি মিস করার ভয় নেই,
জ্যামে বসে মেজাজ চড়ে
যাবার কারণ নেই,
এত এত ভালোলাগা,
এত এত স্বাধীনতা,
তবুও যায় না সময়,
মন আরো কী যেন চায়,
জানি না আমিও,
এ মন কী চায়?

জানে কী কেউ?

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩২

শাহরিয়ার কবীর বলেছেন:
শনিবারে শনির দশা কম !


খুব সুন্দর লিখেছেন +

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:২৪

শামছুল ইসলাম বলেছেন: আজ সকালটা স্থবির হয়েছিল ।
সেই ভাবনা থেকেই লেখা ।

আপনার ভালোলেগেছে জেনে খুশি হলাম ।

২| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৯

কথাকথিকেথিকথন বলেছেন: আপনার শনিবার বন্ধ হলেও আরো অনেকের শনিবার খোলা । তাই আপনার শনি মঙ্গল হলেও অনেকের শনি কিন্তু শনিই হয়ে গেছে !!

তবে শনির ভালবাসাময় কবিতা ভাল লেগেছে ।

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:২১

শামছুল ইসলাম বলেছেন: ঠিক বলেছেন, সবার ছুটি শনিবার নয়, তবে কোন একদিন তো ছুটি । মনে মনে শনির পরিবর্তে সেটাকে ধরে নিলেও হয়ে যায় ।
শনির কবিতায় রবির ছোঁয়া লাগুক, যেমনটা আপনি বলেছেন ।

৩| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:২৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভাবির বাপের বাড়ি ঘুরে আসেন ভালো লাগবো, সময়ের দিশা পাবেন না। (পকেট একটু ফাঁকা হওয়ার চান্স আছে ভাই)

আমি আর কিছু জানিনা।

৩০ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:৩৯

শামছুল ইসলাম বলেছেন: পকেট নিয়ে আমি বিশেষ ভাবি না । তার মানে এই না যে আমার অনেক টাকা । এটা আমার স্বভাব । কবিতা নিয়ে কিছু বললে আরো ভালো লাগতে ।

৪| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:১৮

সুমন কর বলেছেন: ছোট কিন্তু ভালো লিখেছেন।

৩০ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:৩৬

শামছুল ইসলাম বলেছেন: ছোট কিন্তু অনুপ্রেরণাদায়ক মন্তব্য করেছেন ।

তাৎক্ষণিক ভাবনা থেকে লেখা । হয়তো বড় করা যেতো, কিন্তু ভাবলাম মনের থেকে যা আসে তাই বলি । অনেকে ভেবে চিন্তে লিখে মনের আসল ভাবটাই না হারিয়ে যায় ।

৫| ৩০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৯

ধ্রুবক আলো বলেছেন: মন কি চায়, মন কে প্রশ্রয় দিবেন না!

৩০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৬

শামছুল ইসলাম বলেছেন: জ্যামের ঝামেলা নেই, নাস্তার তাড়া নেই - বেশ একটা আয়েশী ব্যাপার । তারপরও অলস সময়টা কাটতে চায় না ।
এখানে মনে খারাপ কোন চিন্তা নেই ।

৬| ০২ রা মে, ২০১৭ রাত ১১:৫২

খায়রুল আহসান বলেছেন: মন আরো কী যেন চায়,
জানি না আমিও,
এ মন কী চায়?
- খেয়ালী মন, অনেক সময় প্রচলিত ধারনার বাইরে আচরণ করে থাকে। আবার সময়েই ঠিক হয়ে যায়।
মনটা হয়তো ভালবাসার কথা শুনতে চেয়েছিল! :)
কবিতায় ভাল লাগা + +

০৩ রা মে, ২০১৭ সকাল ৯:৩১

শামছুল ইসলাম বলেছেন: আপনার বিশ্লেষণী মন্তব্যে অভিভূত ।

বয়স বোধ হয় একটা ফ্যাক্টর, যখন ভালোবাসা ছাড়া আরো অনেক বিষয় মনকে বিচলিত করে, অস্থির করে ।
আপনার ভালোলাগায় সিক্ত হয়ে ভালোলাগছে ।

৭| ০২ রা মে, ২০১৭ রাত ১১:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: মনে হ য় কেউ জানে না ।

০৩ রা মে, ২০১৭ সকাল ৯:৩৩

শামছুল ইসলাম বলেছেন: কেউ জানে না, মন কখন কী চায় ।

কবির মন্তব্যে অনুপ্রাণিত এই আমি ।

৮| ০৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:০১

হাসান মাহবুব বলেছেন: সুমনের গান মনে পড়ে গেলো।
"ধরা যাক আজ রোববার
কোনো কাজ নেই
ধরা যাক আজ রোববার
কোনো তাড়া নেই!"

ভালো লেগেছে।

০৮ ই মে, ২০১৭ সকাল ১০:১৮

শামছুল ইসলাম বলেছেন: বেশ তো গানটা । আমার শোনা হয়নি । আসলে আমার ভান্ডার অতি সীমিত ।

মনের কথা গুলোর কী অসম্ভব মিল ।
শুধু প্রকাশের ভিন্নতা ।

আপনার ভালো লাগায় মনটা ফুরফুরে হয়ে গেল ।
বেশী বলে ফেললাম কী? নাহ্, কারো কারো ভালো লাগায় মনটায় আত্মবিশ্বাসটা দৃঢ় হয়।

অনেক ধন্যবাদ ।

৯| ০৮ ই মে, ২০১৭ সকাল ১১:৪৩

জুন বলেছেন: আপনার ছোট্ট কবিতাটি পড়ে মনে পড়লো শুধু শুক্র শনি নয় বছর জুড়েই একাকী এক অলস অজর সময় পার করার উদ্দেশ্য নিয়েই ব্লগে এসেছিলাম শামসুল ইসলাম। আর এখনও টিকে আছি। ভালো মন্দ মিশিয়ে অভিজ্ঞতার ঝুলি পরিপুর্নই বলতে পারেন ।
খুব ভালোলাগলো
+

০৮ ই মে, ২০১৭ দুপুর ১২:৩২

শামছুল ইসলাম বলেছেন: প্রতিটি মানুষই ভিন্ন, ভিন্ন তাদের কর্মপরিসর । সব চেয়ে বড় কথা বোধ হয় সময়টাকে পরিপূর্ণভাবে নিজের মত করে উপভোগ করা । আপনি এই ব্লগে যুক্ত থেকে সেটা পরিপূর্ণভাবে উপভোগ করছেন এবং যখনই যেখানে অবস্থান করেন, সেটা উপভোগ্য হোক - এই কামনা করি ।

সামান্য প্রয়াস - আপনার ভালোলেগেছে জেনে উৎসাহিত বোধ করছি ।

১০| ০৮ ই মে, ২০১৭ রাত ৯:৪৩

আহমেদ জী এস বলেছেন: শামছুল ইসলাম,




মন বড় ছলনাময়ী । কোলাহল কিম্বা না-কোলাহল ভরা জীবনে একেকটা লগ্ন আসে যখন সময়গুলো নিজেই নিরব, নিথর হয়ে ওঠে শতেক ভীড়ের মাঝেও । মনখানা সেই সময়ের সুতো ধরে ঘুড়ির মতো উড়ে যায় আকাশে , একাকী । কখনও বামে, কখনও ডানে গোত্তা খেয়ে মরে । আবার কখনও তুমুল বাতাসে উর্দ্ধ পানে ছোটে সাঁই সাঁই ।
বারে বারে কি যেন অলীক সব ছলনার খেলা খেলে যায়, কেউ জানেনা ।

০৯ ই মে, ২০১৭ সকাল ৯:২০

শামছুল ইসলাম বলেছেন: মনকে ঘুড়ির সাথে তুলনা করে চমৎকার এগিয়েছে আপনার বর্ণনা - এমন গদ্যকাব্য পড়েও সুখ ।

এত সুন্দর মন্তব্যে খুবই ভালোলাগছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.