নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃসীম নীল আকাশে পাখী যেমন মনের আনন্দে উড়ে বেড়ায়, কল্পনার ডানায় চড়ে আমিও ভেসে চলেছি মনের আনন্দে--রূঢ় পৃথিবীটাকে পিছনে ফেলে।

খেয়ালের বশে কোন পথে চলেছো পথিক...

শামছুল ইসলাম

পাখী ডানায় ভর করে মুক্ত নীল আকাশে মনের আনন্দে উড়ে বেড়ায়, আমিও কল্পনার ডানায় চড়ে মনের গহীন আকাশে .......

শামছুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

#কবিতা_আমাদের_ফিরিয়ে_নাও

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১২

আমি নির্যাতিত মানবতা বলছি,
“গণহত্যা বন্ধ কর, অং সান সু চি”
আমি নাফ নদীতে ভেসে আসা,
নিষ্পাপ রোহিঙ্গা শিশুটির মা বলছি,
এক মায়ের কান্না কি,
আরেক মা শুনতে পায় না?
সু চি,
নোবেল প্রাইজের মেডেলের দিকে তাকিয়ে দ্যাখো,
খোদাই করা আলফ্রেড নোবেলের ছবির বদলে,
ফুটে ওঠেছে ভাসমান মৃত শিশু ।

আমি নির্যাতিত মানবতা বলছি,
“গণহত্যা বন্ধ কর, অং সান সু চি”
আমি বছর ছয়েকের শিশু বলছি,
দুবছর বয়সী ছোট ভাইকে পিঠে নিয়ে,
হেঁটেছি মাইলের পর মাইল,
বর্মী আর্মির গুলিতে,
চোখের সামনে প্রাণ দিয়েছে মা-বাবা,
এতিম শিশুর কান্না কি,
আরেক মা শুনতে পায় না?
সু চি,
নোবেল প্রাইজের মেডেলের দিকে তাকিয়ে দ্যাখো,
খোদাই করা আলফ্রেড নোবেলের ছবির বদলে,
ফুটে ওঠেছে ছোটভাইকে পিঠে নেওয়া দুই অসহায় শিশু ।


আমি নির্যাতিত মানবতা বলছি,
“গণহত্যা বন্ধ কর, অং সান সু চি”
আমি এক যুবক বলছি,
আশি বছর বয়সী বৃদ্ধ মাকে,
পিঠে নিয়ে আমিও হেঁটেছি মাইলের পর মাইল,
বৃদ্ধা মায়ের কান্না কি,
আরেক মা শুনতে পায় না?
সু চি,
নোবেল প্রাইজের মেডেলের দিকে তাকিয়ে দ্যাখো,
খোদাই করা আলফ্রেড নোবেলের ছবির বদলে,
ফুটে ওঠেছে বৃদ্ধ মাকে পিঠে নেওয়া এক যুবক ।

আমি নির্যাতিত মানবতা বলছি,
“গণহত্যা বন্ধ কর, অং সান সু চি”
আমি স্বামী হারা এক স্ত্রী বলছি,
যাকে গুলি করে মারে বর্মী আর্মি,
দুই ছেলেকে নিয়ে,
নাফ নদী পাড়ি দিয়েছি নৌকায়,
ছোট ছেলে ভেসে গেছে স্রোতের তোড়ে,
আমি সন্তান জন্ম দিয়েছি,
শরণার্থী শিবিরের উন্মুক্ত মাঠে,
নব জাতক কাঁদছে দুধের জন্য,
কিন্তু আমি তো দিতে পারছি না,
অনেক দিন কিছু খাই নি,
স্বামী-সন্তানহারা এক মায়ের কান্না কি,
আরেক মা শুনতে পায় না?
সু চি,
নোবেল প্রাইজের মেডেলের দিকে তাকিয়ে দ্যাখো,
খোদাই করা আলফ্রেড নোবেলের ছবির বদলে,
ফুটে ওঠেছে প্রসব কাতর স্বামী-সন্তানহারা এক স্ত্রী ।

আমি নির্যাতিত মানবতা বলছি,
“গণহত্যা বন্ধ কর, অং সান সু চি”
আরো শুনতে চাও?
চার লাখ উদ্বাস্তুর লক্ষাধিক করুণ শোকগাথা,
তোমার নোবেল বিজয়ী সত্বায় কোন আলোড়ন কি নেই?
সু চি,
নোবেল প্রাইজের মেডেলের দিকে তাকিয়ে দ্যাখো,
খোদাই করা আলফ্রেড নোবেলের ছবির বদলে,
ফুটে ওঠেছে কি শরণার্থী শিবিরে অসহায় রোহিঙ্গাদের ছবি?
যদি দেখে থাকে,
ফিরিয়ে নাও আমাদের হাজার বছরের প্রিয় আবাসভূম – আরাকানে,
পরদেশে বিপন্ন, করুণাময় জীবন যে আর চলে না ।

মো: শামছুল ইসলাম

তাং - ১৫/০৯/২০১৭

মন্তব্য ২৪ টি রেটিং +১১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৮

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪০

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ সুমন দা !!

প্রশংসায় প্রীত হলাম !!!

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: এই সময়ের উপযুক্ত কবিতা । দারুন লিখেছেন ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪১

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ কবি ।

কবির কাছে থেকে এত সুন্দর মন্তব্য পেলে মনটা এমনিই ভালো হয়ে যায় ।

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৪

এম আর তালুকদার বলেছেন: উফ! কবিতার প৾তিটা শব্দ আমাকে প৾চন্ড আঘাত করেছে। আর কত ...

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৪

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই ।

আমাকেও খুব কষ্ট দিচ্ছিল নির্যাতিত রোহিঙ্গাদের কাহিনী গুলো । তাই একটু চেষ্টা করলাম অত্যাচারের স্বরূপটা তুলে ধরার জন্য !

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২১

শাহরিয়ার কবীর বলেছেন: মানবতার জয় হোক !





ভাল লিখেছেন।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৩

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই ।

মানবতার জয় না হলে আমরা বাংলাদেশীরাও সমস্যায় পড়ে যাবো !!!

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৯

কথাকথিকেথিকথন বলেছেন:




হৃদয় বিদারক কবিতা । মানবতার জয় হোক, অনেক তো উৎসর্গ হয়েছে তার তরে ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:১৫

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ।

আপনার সাথে সুর মিলিয়ে বলতে চাই, "মানবতার জয় হোক "।

৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৭

ধ্রুবক আলো বলেছেন: ভালো লিখেছেন। +

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:০৯

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ।

মন্তব্য ও প্লাসে অনুপ্রাণিত হলাম ।

৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৯

কানিজ রিনা বলেছেন: প্রতিবাদ এভাবেই কলমের ক্ষয় হোক
বেদনার ভাষা ঝড়ের মত বয়ে যাক
সারা দুনিয়ার মানবতা। বেদনায় সহমত।
অনেক ধন্যবাদ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:১১

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ।

"সারা দুনিয়ার মানবতা। বেদনায় সহমত।" - যথার্থ বলেছেন ।

৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৮

খায়রুল আহসান বলেছেন: চমৎকার লিখেছেন, একটি জ্বলন্ত বিষয় নিয়ে। শান্তির পদকধারী সুচী শান্তি বিপন্ন করেছেন। তার চেহারা দেখলে এখন শুধু শকুনির কথাই মনে হয়।
কবিতায় ভাল লাগা + +

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:১৪

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ খায়রুল আহসান ভাই ।

"তার চেহারা দেখলে এখন শুধু শকুনির কথাই মনে হয়।" - দারুণ বলেছেন ।

ভালো লাগা ও প্লাসে অনুপ্রাণিত হলাম ।

৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৫২

বিলিয়ার রহমান বলেছেন: মানবতা মার খাচ্ছে!
বিবেক সে তো কোমায় আছে ৫০০ বছর ধরে!
প্রতিবাদ প্রতিনিয়তই হারাচ্ছে তার স্বর
স্বার্থটাই এখন সব কিছুর নিয়ন্ত্রক!



কবিতায় ++

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫৩

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই ।

"প্রতিবাদ প্রতিনিয়তই হারাচ্ছে তার স্বর
স্বার্থটাই এখন সব কিছুর নিয়ন্ত্রক!" - ঠিক বলেছেন, স্বার্থের বলয়ে সবকিছু ঘুরপাক খাচ্ছে ।

কবিতা ভালো লেগেছে জেনে খুশি হলাম ।

১০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০২

বিলিয়ার রহমান বলেছেন: আপনাকেও ফিরতি ধন্যবাদ ভাই!:)


ধন্যবাদর সাথে অবশ্য একডালি শুভেচ্ছা ও তিন ড্রাম ভালোবাসাও আছে!! :):):)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২২

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ !!!

আমার এক হাতে শুভেচ্ছা ডালি,
অন্য হাতে ভালোবাসার ড্রাম,
বিলিয়ার ভাই,
ভালো আছো কি?

খুব ভালো লাগলো আপনার আন্তরিকতার ছোঁয়া ।

১১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০৩

জুন বলেছেন: ক্ষমতার মোহে উনি আজ অন্ধ বধির শামসুল ইসলাম । কারো ক্রন্দনই তার মর্মে পৌছে না । সারা বিশ্বের শান্তিকামী মানুষের কাছে ঘৃনিত এই মহিলা মিয়ানমারে তথাকথিত গনতন্ত্র প্রতিষ্ঠার জন্য স্বামী পুত্র পরিত্যাগ করলো , মুসলমানদের অবদান অস্বীকার করলো বর্মী রাজনীতিতে । কিন্ত সেই গনতন্ত্র আনতে কি সফল হয়েছে ? যদি তা নাই পারে তবে ক্ষমতা আকড়ে থাকার প্রয়োজন কি তার আমি বুঝি না ।
কবিতায় মর্মস্পর্শী কথাগুলো গভীর দাগ কেটে গেলো ।
+

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৬

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ।

আপনার কথাই ঠিক, "ক্ষমতার মোহ"-তে পড়ে উনি সব কিছু ত্যাগ করছেন এবং অন্ধ হয়ে গেছেন । এই ক্ষমতার মোহ শেষ পর্যন্ত উনাকে কোথায় নিয়ে যায়, সেটাই দেখার বিষয় !

প্লাসে অনুপ্রাণিত !!

১২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৮

আহমেদ জী এস বলেছেন: শামছুল ইসলাম ,




কে বললে আপনি কবিতা লিখতে পারেন না ? ( আমার পোস্টে কোনও এক মন্তব্যে আপনার উক্তি স্মরণে )

"আমি বছর ছয়েকের শিশু বলছি,
দুবছর বয়সী ছোট ভাইকে পিঠে নিয়ে,
হেঁটেছি মাইলের পর মাইল.........."

এই লাইনগুলোর মতো নিদারুন বিভীষিকাময় আর কি আছে !!!!!!!!!
এক নির্মম নির্যাতনের ইতিহাস লিখে রেখে গেলেন কবিতায় ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩৬

শামছুল ইসলাম বলেছেন: হৃদয়ের অন্ত:স্থল থেকে একরাশ ভালোবাসা ।

আর আমি কবে কী বলেছি আপনার পোস্টে তাই আপনি মনে রেখেছেন, এর আনন্দের ব্যাপার আর কি হতে পারে?

আমি আমার কথাটা অকপটেই বলেছি । সুন্দর ছন্দে আমার লেখা হয়ে ওঠো না ।
নিজের মনের কথা ব্যক্ত করতে কিছু লাইন যোগ করে যাই - হয়ে যায় একটা অকবিতা । কিন্তু তা যে আপনার কাছে কবিতা হয়ে ধরা দিয়েছে, তা তে আমার বিশ্বাসটা বেড়ে গেল । আশা করি, মাঝে মাঝে চেষ্টা করবো ।

ধন্যবাদ আহমেদ জী এস ভাই !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.