নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃসীম নীল আকাশে পাখী যেমন মনের আনন্দে উড়ে বেড়ায়, কল্পনার ডানায় চড়ে আমিও ভেসে চলেছি মনের আনন্দে--রূঢ় পৃথিবীটাকে পিছনে ফেলে।

খেয়ালের বশে কোন পথে চলেছো পথিক...

শামছুল ইসলাম

পাখী ডানায় ভর করে মুক্ত নীল আকাশে মনের আনন্দে উড়ে বেড়ায়, আমিও কল্পনার ডানায় চড়ে মনের গহীন আকাশে .......

শামছুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

কবিতা: হলুদ বিল্ডিং

১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:০৯

হলুদ রঙ আমার পছন্দ নয়, কিন্তু-
সবুজ ঘাসে ছাওয়া, মাঠের সামনের ওই হলুদ রঙের বিল্ডিংটা,
আমার খুব, খুব প্রিয় ।
.
আজিমপুর থেকে বাসে মিরপুর রোড ধরে এগুলে,
হাতের ডানে, পুবে – চোখটা আমার যাবেই,
মনটা আমার ঘুরে আসবেই-
শৈশব, কৈশোর, যৌবন পেরিয়ে আসা,
বারোটা হলুদ বিল্ডিং নিয়ে একসময়ে গড়ে ওঠা,
গ্রীণরোড স্টাফ কোয়ার্টারের চারপাশটা ।
.
সবুজ খেলার মাঠ, রাস্তা পেরিয়ে,
খোকা ভাইদের আম গাছ ওয়ালা একতলা বাড়িটা পেরিয়ে,
কলোনীর শেষ মাথায়, বারো নম্বরে শামীমদের বরই গাছটা পেরিয়ে,
গ্রীণরোডের রাস্তার ধারের ভোজন বিলাস হোটেলে এসে,
কোণার চেয়ারটায় গা এলিয়ে বসে,
ডালপুরি আর চায়ের অর্ডার দেবোই – কল্পনায় ।
আড্ডায় মেতে ওঠি বন্ধুদের সাথে,
কথার ফুলঝুরি ছোটায় শাকিল, পুরনো দিনের মতো,
লুৎফর-বকর-রাজিব-আমি, তাল দিয়ে যাই ওর সাথে;
প্রবাসী বন্ধুরা, মহসীন-হিল্টন-সদন-শামীম-বাবু, ঢুকে যায়
অজান্তে সেই আড্ডায় ।
.
কখনো আসে ১৯৯৯ সালের ভয়াল সেই রাতের কথা, যেদিন
কলোনীর মিলন কেন্দ্র কমিউনিটি সেন্টারে,
ঘাতকের বুলেটের আঘাতে, রক্তের সাগরে গড়াগড়ি
দিয়েছিল হিরু-বাচ্চু, তলপেটে বুলেট লেগেছিল লিটনের,
প্রাণ ভয়ে, আতঙ্কে ভাষা হারিয়ে ফেলেছিল,
দোতলায় কোণার রুমটায় আড্ডায় উপস্থিত দশ-বারোজন যুবক ।
.
বাচ্চুর ছোট্ট ছেলেটা কেঁদেই চলেছে, ওর জন্মদিনের কেকটা কিনে
রেখে বাচ্চু সেই যে গেল, এখনো এলো না;
ভাবী ছেলেকে শান্ত করতে ব্যতিব্যস্ত,
খালাম্মা-খালু রাগ করেন বাচ্চুর আড্ডাবাজিতে,
এই আড্ডাবাজিই যে শান্ত-ভদ্র ছেলেটার কাল হবে,
কে জানতো? কে জানতো ছোট্ট ছেলেটার জন্মদিনটা
প্রতি বছর আসবে একরাশ কান্না নিয়ে!!!
.
সাহসী, প্রতিবাদী, নির্ভীক হিরু আর ফেরেনি,
বাচ্চু ফিরেছে মৃত্যুর নিষ্ঠুর থাবা থেকে, কিন্তু হারিয়েছে
চলার শক্তি স্পাইনালে বুলেটের আঘাতে,
হুইল চেয়ার এখন ওর নিত্য সঙ্গী,
অমায়িক হাসিতে ভরা আজও পাই ওকে ফেসবুকে,
ওর বেদনার কথা কতটুকুই বা জানি ।
.
আলরাজী হাসপাতালে অস্ত্রোপচার শেষে, বড্ড অসময়ে,
অদ্ভুত ভাবে না ফেরার দেশে চলে গেল লিটন-
রিকশাওয়ালাকে ও কখনো টাকা গুনে দিতো না,
হোটেলের মামুরা ও আসলে খুব খুশি হতো,
কারো বিপদে ও আর হিরু, এগিয়ে যাবেই,
শুধু বন্ধু-বান্ধব, পাড়া-পড়শী নয়, চোখের জলে
ভেসে ছিল খেটে খাওয়া মানুষগুলো ও ।
.
লিটনের আম্মার ইলিশ পোলাওয়ের কথা,
কোন দিন ভুলার নয়, ভুলার নয় ওর মায়ের
আদরের কথা, ওর সদাহাস্য ছোট ভাই বাবুর কথা ।
.
এতো মায়া, এতো ভালোবাসা, সব ছেড়ে
কেমন অবলীলায় হিরু-লিটন মানিক জোড়,
চলে গেল সবাইকে কাঁদিয়ে,
না ফেরার দেশে,
বলবে না দরাজ গলায় হেসে,
-ওই মামু, চা লাগাও, সাথে গরম গরম পুরি!!!
.
মো: শামছুল ইসলাম
ঢাকা
তাং-১২/১২/২০১৭

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২৩

ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো লাগল কবিতা।

১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০০

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই ।

২| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২৫

রাজীব নুর বলেছেন: আপনার কবিতাটা পড়েই আজ দিন শুরু করলাম।
বেশ ভালো লাগলো।

১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০২

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই ।
দিনের প্রথম কবিতা পাঠের সঙ্গী হতে পেরে ভালো লাগছে । আরো ভালো লাগছে আপনার ভালো লাগায় ।

৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২৫

শাহানাজ সুলতানা অধরা বলেছেন: সবুজ খেলার মাঠ, রাস্তা পেরিয়ে,
খোকা ভাইদের আমগাছ বারো নম্বর বাড়িটা পেরিয়ে
কলোনীর শেষ মাথায়, বারো নম্বরে শামীমদের বরি গাছটা পেরিয়ে
গ্রীণরোডের রাস্তার ধারে ভোজন বিলাশ হোটেলে এসে,
কোণার চেয়ারটায় গা এলিয়ে বসে,....................................।
....................................
কথার ফুলঝুরি ছোটায় শালিক।........অসাধারণ মন ছোঁয়া কথা। আমার পাতায় আমন্ত্রণ রইলো বন্ধু

১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০৫

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ।
বেশ বলেছেন, "কথার ফুলঝুরি ছোটায় শালিক" ।
আমন্ত্রণ সাদরে গ্রহণ করলাম ।

আমিও শালিক পাখির মতোই - মাঝে মাঝে দেখা দেই ।
আপনার দেখা পেলে ভালোই লাগবে ।

৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫০

আহমেদ জী এস বলেছেন: শামছুল ইসলাম ,





কফিহাউসের সেই আড্ডাটা ........................ গানটির কথা মনে পড়ে গেলো ।
সময় গড়িয়ে যায় নতুন নতুন পথে অথচ পুরোনো সময়ের সোঁদা গন্ধ বুকের কোথাও যেন ঘাপটি মেরে বসে থাকে ।

সুন্দর অনুভবের কবিতা ।

১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০৯

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ আহমেদ জী এস ভাই ।

"কফিহাউসের সেই আড্ডাটা ........................ গানটির কথা মনে পড়ে গেলো । " - আপনার সুন্দর মন্তব্যে গানটা আমার মনে পড়ে গেল ।

আপনার "মাঝে মাঝে" কবিতায়ও পেলাম পুরনো দিনের কথা । এই বয়স, এই সময় - স্মৃতিরা বড় জ্বালায় ।

৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩৬

আহমেদ জী এস বলেছেন: শামছুল ইসলাম ,





প্রতিমন্তব্যের জন্যে ধন্যবাদ ।
আমার "মাঝে মাঝে" কবিতাতে আপনার মন্তব্য পেয়েছি । আসলে স্মৃতির মাছেরা এমনি করেই বুকের মাঝ পুকুরে ঘাঁই মেরে যায় মাঝে মাঝে !

১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৯

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ আহমেদ জী এস ভাই ।

আপনার লেখা পড়ে অনুভূতিগুলো স্বত: স্ফূর্তভাবে বেরিয়ে আসে । অকৃত্রিম সেই অনুভূতির প্রকাশে মনটা ভালো হয়ে যায় ।

৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৮

নতুন নকিব বলেছেন:



কিছু লেখা অনেক স্মৃতির দ্বার খুলে দেয়। এই কবিতাটিও।

অনেক অনেক অভিনন্দন।

১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২২

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ নকিব ভাই ।

স্মৃতিরা ঘুমিয়ে থাকে । কোন একটা উপলক্ষ্যে ওরা জেগে ওঠে ।

৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৩২

অলিউর রহমান খান বলেছেন: মন ছোঁয়ে গেলো।
অপূর্ব কথামালা দিয়ে সাজানো কবিতাটি।

বেষ্ট হয়েছে।
ধন্যবাদ।

১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১০

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ রহমান ভাই ।

আপনার মন ছুঁয়ে গেছে জেনে খুশি হলাম ।
আপনার বিবেচনায় 'বেষ্ট হয়েছে' জেনে খুব উৎসাহিত বোধ করছি ।

৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

ওমেরা বলেছেন: স্মৃতির মালায় গাঁথা কবিতা বেশ ভাল লাগল !! আসলে এটা বলা কি ঠিক হবে !! না আমরা এভাবে বলতে পারি, কবিতাটা দুঃখের স্মৃতি গাঁথা হলে ও কবিতায় আবেগ আছে তাই কবিতা সুন্দর হয়েছে । ধন্যবাদ

১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:১৯

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ওমেরা ভাই ।
আপনার কথাটা খুব ভালো লাগলো, "কবিতাটা দুঃখের স্মৃতি গাঁথা হলে ও কবিতায় আবেগ আছে তাই কবিতা সুন্দর হয়েছে ।"
যথার্থ বলেছেন ।

৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০০

রূপক বিধৌত সাধু বলেছেন: বেদনার ইতিহাস! মন ছুঁয়ে গেলো!

১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২০

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ।

আপনার ভালো মনে রেখাপাত করতে পেরে ভালো লাগছে ।

১০| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৫

সুমন কর বলেছেন: পুরো একটা ইতিহাস কবিতায় ফুঁটিয়ে তুলেছেন। ভালো লাগা রইলো।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২৩

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ সুমন দা ।

চেষ্টা করেছি ফুঁটিয়ে তুলতে । আপনার ভালো লাগা টুকু হোক আগামী প্রেরণা ।

১১| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: নস্টালজিক এক কবিতা'য় বেদনা মিশ্রিত স্মৃতিচারণ। পাঠকের বুকে খুব হালকা হলেও ব্যাথা মোচড় দিয়ে ওঠে, চোখের কোণে নোনাজলের উদ্রেগ ঘটায়। +++

১৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:০০

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই ।
চমৎকার মন্তব্যে সকালটা সুন্দর হয়ে ওঠলো -
"পাঠকের বুকে খুব হালকা হলেও ব্যাথা মোচড় দিয়ে ওঠে, চোখের কোণে নোনাজলের উদ্রেগ ঘটায়।"

১২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:০২

খায়রুল আহসান বলেছেন: একটা সময় আসে, মানুষ যখন স্মৃতি হাতড়ে বেড়ায়। শৈশবের স্মৃতি, যৌবনের স্মৃতি, এলাকার স্মৃতি, কল্পনার স্মৃতি।
আপনার এ লেখাটার মত আমার ইদানীংকালের লেখাগুলোও বেশ স্মৃতিনির্ভর হয়ে উঠছে।
কবিতায় ভাল লাগা + +

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৭

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ খায়রুল ভাই । আসলেই স্মৃতি আজকাল খুব বিরক্ত করছে ।
প্লাসে অনুপ্রাণিত ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.