নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃসীম নীল আকাশে পাখী যেমন মনের আনন্দে উড়ে বেড়ায়, কল্পনার ডানায় চড়ে আমিও ভেসে চলেছি মনের আনন্দে--রূঢ় পৃথিবীটাকে পিছনে ফেলে।

খেয়ালের বশে কোন পথে চলেছো পথিক...

শামছুল ইসলাম

পাখী ডানায় ভর করে মুক্ত নীল আকাশে মনের আনন্দে উড়ে বেড়ায়, আমিও কল্পনার ডানায় চড়ে মনের গহীন আকাশে .......

শামছুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

#কোন_এক_রাতে_কক্সবাজার_সৈকতে

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৩



সন্ধ্যা নেমেছে অনেকক্ষণ । আমার রুমমেট ডালিম ভাই সকালে চলে গেছেন । আমার সাথে দেখা হয়নি । আমি সকালের নাস্তা করতে নীচে গিয়ে ছিলাম । দেখা করার মত মানসিকতাও উনার তখন ছিল না । চট্টগ্রামের গ্রামের বাড়ি থেকে ফোন আসে । উনার চাচী মারা গেছেন । পরে উনার কাছেই শুনেছি – উনার মা উনাদের ভাই-বোনদের ছোট রেখেই মারা যান । মার আদরেই চাচীর কাছে বড় হয়েছেন । সহজ-সরল ডালিম ভাই চাচীকে শেষবারের মত দেখার জন্য পাগলের মত ছুটে গেছেন – কক্সবাজারের আনন্দ উনার কাছে ফিকে হয়ে গেছে ।
.
জানালার ধারে গিয়ে বসি । দূর থেকে সাদা রেখা গুলো ছুটে আসছে । তারপর তীরে এসে হারিয়ে যাচ্ছে । এখন জোয়ার । শো-শো-শো-..শব্দটা আরো জোরালো হচ্ছে । সব শব্দ ছাপিয়ে একজন অনাত্মীয় মানুষের চলে যাওয়াটা আমাকে ব্যথিত করে । এই তো জীবন – সমুদ্রের ওই সাদা ফেনার মতই । একসময় হারিয়ে যায় । তাঁর একান্ত আপন লোকদের কাছে শুধু স্মৃতি হয়েই থাকে ।
.
না, এভাবে মন খারাপ করে বসে থাকবো না । রুম থেকে বেরিয়ে পড়ি । সৈকতের কাছে অনেকে সাথে দেখা হয় । গল্পে মেতে ওঠি । চারিদিকে বেশ অন্ধকার । কারো মুখ পরিষ্কার দেখা যায় না । এই সুযোগে আমি মাঝে মাঝে পুরোপুরি শ্রোতা হয়ে যাই । এমদাদ ভাই উনার ব্রুনাইয়ের বিচিত্র অভিজ্ঞতার কথা বলে চলেছেন । আমি ও সাদিক সারোয়ার ভাই শ্রোতা । আমি অন্যমনস্ক হয়ে তাকিয়ে দেখি পুরো আকাশ জুড়ে তারার মেলা । চাঁদ নেই । কালো নিকষ আকাশের বুকে সাদা-সাদা তারার বুটি । সমুদ্রও তার কালো জলের বিশাল ভান্ডার নিয়ে ছুটে চলেছে – মাঝে সাদা-সাদা ফেনার ভেলা । আমার মনে হলো, একটা বিশাল কালো বোতলের মধ্যে আমরা । কোন এক দৈত্য এই কালো বোতলে আমাদের ভরে রেখেছে ।
.
রাতের খাবারের সময় ঘনিয়ে আসে । আমরা দৈত্যের কালো বোতল থেকে বেরিয়ে মেরিন ড্রাইভের রাস্তা পার হয়ে হোটেলে ফিরি । পিছনে ফেলে আসি শো-শো আওয়াজ, তারায় তারায় খচিত নীলিমা ।
.
.
মো: শামছুল ইসলাম
তারিখ: ২২/০২/২০১৮ ইং

মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৭

চাঁদগাজী বলেছেন:


সমস্যা কোথায়, বোতলের ভেতরে থাকার অনুভুতি কেন?

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪০

শামছুল ইসলাম বলেছেন: সমস্যা কথা আপনি কোথায় পেলেন সেটা আগে বলেন, তারপর আপনার বাকী কথার আসছি?

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৮

শাহিন-৯৯ বলেছেন: আপনজন চলে যাওয়া আসলে খুব কষ্ঠের, গত সপ্তাহে আমার শশুর মারা গেছে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪২

শামছুল ইসলাম বলেছেন: প্রিয়জন হারানোর ব্যথা বুঝানো কঠিন । যার যায়, সেই বোঝে ।

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৮

আহমেদ জী এস বলেছেন: শামছুল ইসলাম ,





আপনার লেখা তো দিন দিন খোলতাই হচ্ছে !
শেষের দু'টো লাইন অসম্ভব ভালো হয়েছে , কবিতার মতো বলে গেছে অনেক কথা ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২৩

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ আহমেদ জী এস ভাই । আর লজ্জা দিয়েন না । বিভিন্ন ব্যস্ততার কারণে লেখায় মনোনিবেশ করতে পারি না । তাই ঠিক করেছি, সিরিয়াস কিছু লেখার মহাপরিকল্পনা করে একদম কিছু না লেখার চাইতে ছোট ছোট বিষয় নিয়ে লেখবো । তাতে লেখার বন্ধ্যাত্ব ঘুচবে । আপনার এতো সুন্দর মন্তব্যে মনটা ভালো হয়ে গেল ।

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৪

সৈয়দ ইসলাম বলেছেন:
এই ব্লগের জন্মকালীন সময়ে কক্সবাজার গিয়েছিলাম, তখন এই ব্লগের সাথে সম্পর্ক ছিল না ঠিক =p~

ভালো লাগলো লিখার ভঙ্গি।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:১৭

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই । ব্যক্তিগত ভাবে আমার কক্সবাজার যাওয়া হয়নি কখনো । অফিসিয়াল প্রোগামেই বার চারেক গিয়েছি ।
লেখাটা ভালো লেগেছে জেনে খুশি হলাম।

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সমুদ্র শৈকত এক আজব জিনিশ। সেখানে কেউ হাল্কা হয় অথবা কেউ ভারী।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২৫

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ শাহাদৎ ভাই । খুব খাঁটি কথা বলেছে, সেখানে কেউ হাল্কা হয় অথবা কেউ ভারী ।

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:০০

সুমন কর বলেছেন: মৃত্যু কখন যে কাকে স্পর্শ করে যায়, বলা যায় না !! লেখা ভালো লেগেছে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২৯

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ সুমন দা । জানি মৃত্যু আসে, আসবে । তবুও মৃত্যুর খবর মনটাকে ব্যথিত করে তোলো, হোক না সে দূরের কেউ । লেখাটা ভালো লেগেছে জেনে খুশি হলাম ।

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:৩৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: জীবনটা এক অদ্ভূত। একই সময় কারো কাছে আনন্দের কারো কাছে বেদনার...

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩২

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ । আসলেই জীবনটা অদ্ভুত । আপনার কথাটা মনে দাগ কেটেছে, একই সময় কারো কাছে আনন্দের কারো কাছে বেদনার ।

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩০

রাজীব নুর বলেছেন: সমুদ্র মানূষকে পাগল করে দেয়।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৩

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই ।

৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৭

তারেক_মাহমুদ বলেছেন: কক্সবাজার আমারো ভিষন প্রিয় জায়গা, আগামী মাসে একবার ঘুরে আসবো ভাবছি। আপনার অভিজ্ঞতা ভাল লাগলো। শুভেচ্ছা নিবেন।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১২

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ তারেক ভাই ।
ঘুরে আসুন । অবারিত তটরেখা আর নীলজল - ভালো লাগারই কথা ।

১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৯

বিলিয়ার রহমান বলেছেন: সন্ধ্যা নেমেছে অনেকক্ষণ আর আপিন কিনা কেবল নামলেন সকালের নাস্তা সারতে!!!

আইলসামিতো ইহাকেই কয় মেয়াবাই!!

;)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০১

শামছুল ইসলাম বলেছেন: হা..হা.. । সন্ধ্যায় সকালের কিছু কাহিনীর বয়ান করছিলাম । এমনি তো বাসায় ছুটির দিনে বেলা করে উঠি । কিন্তু কোথাও বেড়াতে গেলে সকালে উঠে চারিদিকটা একটা চক্কর দিয়ে আসি নাস্তা সারার আগেই। সকালের কথাও লেখার ইচ্ছে আছে ।

মেয়াবাই, আলসেমি স্বাস্থ্যের জন্য অতি উপকারী । সুতরাং আলসেমিকে অবহেলা করবেন না ।

১১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৪

কালীদাস বলেছেন: লেখাটা অনেক ভারি, শিরোনাম থেকে এতটা আশা করিনি। শেষের লাইন কয়টা খুবই টাচি :(

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০৬

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই । আমি লেখায় হালকা ভাষা ব্যবহার করি । তবে ভাবনাটাকে গভীর রূপ দিতে চাই ।

১২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৮

জুন বলেছেন: আমিও একই প্রশ্ন করতে গিয়ে দেখি আহমেদ জি এস তা বলে ফেলেছেন । সমুদ্রের রুপ বর্ননা অসম্ভব ভালোলাগায় ভরে দিল মন ।
লিখতে থাকুন এমনি ছোট করেই ।
ভালো থাকুন শুভেচ্ছা নিরন্তর ।
+

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৪

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ জুন আপা ।

অনেক সময় এমন হয়, আমি যা বলতে চাই আরোকজন আগেই তা বলে ফেলেছে । দুজনের মনের কথা এক হওয়া কিন্তু চাট্টিখানি কথা নয় । সমমনা না হলে এটা সম্ভব না ।

আপনিও ভালো থাকুন, সুস্থ থাকুন । আমীন ।

প্লাসে ভীষণভাবে অনুপ্রাণিত ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.