![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাখী ডানায় ভর করে মুক্ত নীল আকাশে মনের আনন্দে উড়ে বেড়ায়, আমিও কল্পনার ডানায় চড়ে মনের গহীন আকাশে .......
সে দিন কত তারিখ ছিল,
মনে নেই,
বছর সাতেকের এক বালকের,
স্মৃতির নিউরনে তবুও বেঁচে আছে,
সেই স্মৃতিটুকু;
কেন?
সেও জানে না ।
.
কখন, কে, তাকে ঘুম থেকে জাগিয়েছিল,
কিছুই মনে নেই,
শুধু মনে আছে,
একটানা ঠা-ঠা-ঠা শব্দ চারিদিকে,
রাতের নিস্তব্ধতা ভেঙ্গে খান খান ।
.
বাসার বাইরে দোতলার সিঁড়ি ঘরে,
আতঙ্কিত-উদ্ভ্রান্ত বাবা-আমরা,
দোতলার প্রতিবেশী অলিভ-অংশুরাও এসেছে,
সেদিন নিরাপদ ছিল না কোনো বাসা,
নিরাপদ ছিল না কোনো মায়ের কোল।
.
ক্ষণে ক্ষণে কিসের আলোয় রাতের আকাশ ছিল রক্তিম,
পরিবারের মঙ্গল চিন্তায় বাবা অস্থির,
অলিভের বাবাকে বলেন,
চলেন বাইরে বেরিয়ে পড়ি ।
স্থিত-ধী অলিভের বাবা বলেন,
বাইরে গোলাগুলি চলছে,
যে কোন সময় গায়ে লাগতে পারে,
চলুন আমরা নীচতলায় থাকি ।
.
সারারাত নীচতলায় বুদু মামার বাসায়,
মেঝেতে, খাটের তলায়,
প্রাণভয়ে ভীত কতগুলো মানুষ,
কলেমা পড়েছে কত শত বার;
কেউ সেদিন খাটে শোয়নি,
দু’চোখের পাতা এক হয়নি,
আতঙ্কে ।
.
ভোরে তিনতলার বাসায় ফিরি,
দখিনের সব জানালা বন্ধ,
চৌকির উপর দাঁড়িয়ে,
জানালার কাঁচ ভেদ করে দেখি,
সবুজ মাঠ পেরিয়ে দেওয়ালের ওপাশে,
সারি সারি টিনের ঘরের বস্তি,
ঘর গুলোর মাথা ছাড়িয়ে,
বাঁশের মাথায় উড়ছে পতাকা,
সগৌরবে ।
.
কিছু খাকি পোশাকের লোক,
অস্ত্র উঁচিয়ে চিৎকার করে কী যেন বলছে বস্তিবাসীদের,
বস্তির কিছু যুবক দেওয়াল টপকে ঢুকে পড়েছে কলোনীতে,
আমাদের দরজায় কড়া নাড়ছে,
ভয়ে কেউ দরজা খুলছে না ।
.
যুবকদের অপরাধ,
ওরা পতাকা উড়িয়েছে,
বড় বড় শিমুল, আম গাছ কেঁটে
মিরপুর রোডে ব্যারিকেড দিয়েছে,
বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়েছে ।
.
অস্ত্রের মুখে বস্তিবাসীরা পতাকা নামায়,
কিন্তু ওরা নামাতে পারেনি,
মুছে ফেলতে পারেনি,
সাড়ে সাত কোটি বাঙালির
হৃদয়ে অঙ্কিত লাল-সবুজ পতাকা ।
.
পত পত করে নয় মাস পর,
উড়েছিল সেই পতাকা,
তিরিশ লক্ষ শহীদ,
চার লাখ নির্যাতিত নারীর বিনিময়ে ।
.
আজও উড়ছে,
উড়ে যেন অনন্তকাল,
হৃদয়ে অঙ্কিত লাল-সবুজ পতাকা ।
.
.
# মো: শামছুল ইসলাম
২৬ মার্চ ২০১৮
২৭ শে মার্চ, ২০১৮ রাত ১২:০৫
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ বিলিয়ার ভাই ।
২| ২৬ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৪০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
২৭ শে মার্চ, ২০১৮ রাত ১২:০৬
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ কবি ।
সুন্দর তার সাথে প্লাসও আছে - খুব ভালো লাগছে ।
৩| ২৬ শে মার্চ, ২০১৮ দুপুর ২:০৪
আহমেদ জী এস বলেছেন: শামছুল ইসলাম ,
মুক্তিযুদ্ধের স্বরূপ সন্ধানে --
" যুবকদের অপরাধ,
ওরা পতাকা উড়িয়েছে,
বড় বড় শিমুল, আম গাছ কেঁটে
মিরপুর রোডে ব্যারিকেড দিয়েছে,
বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়েছে ।"
এই লাইনগুলোর সত্যই অনন্তকাল ধরে জ্বলজ্বল করবে ।
স্মৃতিগাঁথা । ভালো লাগলো ।
২৭ শে মার্চ, ২০১৮ রাত ১২:০৮
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ আহমেদ জী এস ভাই ।
আপনার সুন্দর বিশ্লেষণ সব সময়ই প্রেরণার উৎস ।
৪| ২৬ শে মার্চ, ২০১৮ দুপুর ২:২৮
সুমন কর বলেছেন: পুরোটা সুন্দর করে ফুঁটিয়ে তুলেছেন। ভালো লাগা রইলো।
২৭ শে মার্চ, ২০১৮ রাত ১২:১০
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ সুমন দা ।
ফুঁটিয়ে তুলতে পেরেছি জেনে ভালো লাগছে ।
৫| ২৬ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৩৬
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কবিতায় প্লাস। সুন্দর লিখেছেন।
২৭ শে মার্চ, ২০১৮ রাত ১২:১১
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই ।
প্লাস পেয়ে ভালো লাগছে ।
৬| ২৬ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:১৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।এবং মুক্তি যোদ্ধাদের শুভেচ্ছা।
২৭ শে মার্চ, ২০১৮ রাত ১২:১৩
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ।
শ্রদ্ধা ও ভালোবাসা সকল শহীদদের ।
৭| ২৭ শে মার্চ, ২০১৮ সকাল ৯:০৭
শায়মা বলেছেন: যেন সব চোখের সামনেই ভেসে উঠলো কবিতায়...
২৭ শে মার্চ, ২০১৮ সকাল ৯:২৬
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ।
স্মৃতিটাকে অক্ষরে রূপ দিতে চেয়েছি । আপনার মন্তব্যে মনে হচ্ছে, কিছুটা হলে পেরেছি ।
৮| ২৭ শে মার্চ, ২০১৮ সকাল ৯:২৪
তারেক_মাহমুদ বলেছেন: মুক্তিযুদ্ধের সময়কার অদ্ভুত সুন্দর একটি চিত্র কবিতায় ফুটে উঠেছে। অনেক ভালবাসা কবির জন্য।
২৭ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৩০
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ তারেক ভাই ।
মুক্তিযুদ্ধ বাঙালির জীবনের শ্রেষ্ঠ ঘটনা । তাকে হৃদয়ে ধারণ করে তাই কিছু লিখতে বড় ইচ্ছে করে । তেমন করে তো পারি না । এ যে কত বড় সীমাবদ্ধতা, ব্যর্থতা ।
৯| ২৭ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন: কবিতায় একাত্তর, স্বাধীনতা আর সময় যেন থির দিয়ে আছে !
ভাল লাগলো
+++
২৭ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৫০
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী ভৃগু ভাই ।
একাত্তরকে যেমনটা দেখেছি, তাই বলতে চেয়েছি ।
বড় কষ্ট হয় একাত্তরকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হলে ।
প্লাসে অনুপ্রাণিত ।
১০| ২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:২৬
খায়রুল আহসান বলেছেন: এসব স্মৃতি অক্ষয়। হৃদয়ে অঙ্কিত, খোদাইকৃত। কবিতায় সেভাবেই প্রস্ফূটিত।
৩১ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫১
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৫৮
বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর কবিতা!
তবে ওরা যা চেয়েও পারেনি আমরা কিন্তু না চেয়েও প্রায় তাই করে যাচ্ছি!!!!