নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃসীম নীল আকাশে পাখী যেমন মনের আনন্দে উড়ে বেড়ায়, কল্পনার ডানায় চড়ে আমিও ভেসে চলেছি মনের আনন্দে--রূঢ় পৃথিবীটাকে পিছনে ফেলে।

খেয়ালের বশে কোন পথে চলেছো পথিক...

শামছুল ইসলাম

পাখী ডানায় ভর করে মুক্ত নীল আকাশে মনের আনন্দে উড়ে বেড়ায়, আমিও কল্পনার ডানায় চড়ে মনের গহীন আকাশে .......

শামছুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

#পাঠ_প্রতিক্রিয়া: একদিন_সূর্যের_দিন

৩০ শে মার্চ, ২০১৮ রাত ৮:১১



#পর্ব_১
#নাসির খান
#রোদেলা প্রকাশনী
.
‘একদিন সূর্যের দিন’ উপন্যাসটা পড়া শুরু করেছিলাম ৩ মার্চ, ২০১৮ শনিবার রাতে । শেষ করেছি চট্টগ্রাম থেকে ঢাকা আসার পথে ট্রেনে – ১০ মার্চ । মাঝে মাঝে ভাবি, যখন যা পড়ি, তার তরতাজা অনুভূতি গুলো সাথে সাথে লিখা হয়ে গেলে তার আবেদনটা অতুলনীয় হতো । আজ আবার উপন্যাসটা নিয়ে বসেছি, হাতে কলম । হারানো পড়ার স্মৃতি গুলোকে কালির আঁচড়ে মূর্ত করে তুলতে একান্ত দৃঢ় প্রতিজ্ঞ ।
.
উপন্যাসের প্রথম বাক্যেই লেখক নাসির খান আমাকে নাড়িয়ে দিয়েছেন—“অদ্ভুত এক উদ্দেশ্যে অপেক্ষা করছি আমরা । এমন অপেক্ষা যারা করেছে তারাই কেবল জানে এই অপেক্ষা আসলেই অদ্ভুত । অপেক্ষাটা মৃত্যুর ।“ উপন্যাসের মূল চরিত্র বাবু তার বন্ধু আসাদের সাথে অপেক্ষা করছে হাসপাতালে; আসাদের বাবার মৃত্যুর জন্য অপেক্ষা । আসাদের বোন রুনাও আছে । এমনি মৃত্যুর জন্য অপেক্ষার করুন অভিজ্ঞতা অনেকেরই আছে । তাই প্রথম দৃশ্যপটটা স্মৃতিতে থাকবে অনেকেরই ।
.
প্রতিটি মৃত্যুই করুণ । তবে মানবিকতার ছোঁয়ায় আমি নিজেকে ধরে রাখতে পারি না । গলার কাছে কী যেন একটা আটকে যায় । সেই মানবিকতার পরিচয় পাই যখন বাবু আসাদের মার মৃত্যুর পর নিজের বোনের থ্রিপিস কেনার টাকা আসাদের হাতে তুলে দেয় । এমনি অনেক মানবিকতার গল্প ছড়িয়ে আছে সমগ্র উপন্যাস জুড়ে । পড়তে পড়তে নিজেকে কখন যেন হারিয়ে ফেলি নিজেকে । বাবু হযে ঢুকে পড়ি মধ্যবিত্তের টানাপোড়নের এক সংসারে – যেখানে অসাধারণ মমতাময়ী একজন মা আছেন, সহজ-সরল আবেগী বাবা আছেন, মনিদার মতো অসম্ভব সুন্দর চোহারার মনিগন্ধময় একজন দাদা আছেন, পারুলে মতো লক্ষ্মী ছোট বোন আছে । আছেন রুবি আপার মতো বড় বোন; জটিল সংসারের আবর্তে হাবুডুবু খাওয়া বিবাহিত এক অসহায় নারীর গল্প । দাদী আছেন, মানসিক ভাবে অসুস্থ নূরী ফুফু আছেন । সবাইকে নিয়ে বাবুর কত ভাবনা । কিন্তু টিউশনির কটা টাকা দিয়ে কি-ই বা করতে পারে বাবু ।
.
এদিকে মনিদা বদলে যেতে থাকে । অন্ধকারের পথে পা বাড়ায় । বাবুর বড় কষ্ট হয় । একদিন লাশ হয়ে ফিরে মনিদা । সবাই বিকৃত, পঁচা লাশের গন্ধে নাক ধরে আছে । কিন্তু বাবু মনিদার লাশের মধ্যেও সেই মনিগন্ধটা খুঁজে পায় মনিদার সাথে রাতে ঘুমালে যে গন্ধটা পেতো । এযে ভালোবাসার গন্ধ । চির অবিনশ্বর ।
.
শীতের রাতে ফাঁকা রাস্তায় হাঁটতে থাকে ভাই হারা বাবু – তার সমস্ত অন্তর জুড়ে মনিদা । হতাশার অমানিশার শেষে নতুন আশায় ভরে উঠবে হয়তো জীবন । এমনি এক নতুন সূর্যের দিনের অপেক্ষায় বাবু হাঁটতে থাকে অনন্তের পথে ।
.
শুধু দু:খ গাঁথা নয়, মধ্যবিত্তের ছোট ছোট সুখ, খুশির কথাও আছে এই উপন্যাসে । আছে চমৎকার কিছু এপিগ্রাম । সেই নানা বর্ণে চিত্রিত নানা গল্প নিয়ে হাজির হতে চাই অন্য একদিন – আজ এখানেই শেষ করছি ।
(চলবে)
.
মো: শামছুল ইসলাম
রচনাকাল: ২৩ মার্চ ২০১৮
পরিমার্জন: ৩০ মার্চ ২০১৮

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: লেখক হয়ত সমাজ কে ভিতর থেকে উপলদ্ধি করেছেন।

৩১ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৮

শামছুল ইসলাম বলেছেন: হ্যাঁ । সত্যিই তাই - লেখক সমাজকে ভিতর থেকে উপলব্ধি করেছেন ।

২| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল লাগল বই রিভিউটি।

৩১ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৯

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ মাহমুদ ভাই ।

৩| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ৯:০৭

শামচুল হক বলেছেন: ভাল লাগল রিভিউ

৩১ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৯

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ মিতা ।

৪| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ৯:১০

ব্লগার_প্রান্ত বলেছেন: পড়তে হবে।কিন্তু একটা spoiler দেন _ শেষে কি happy ending?

৩১ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫১

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ । শেষটা দু:খের, হৃদয় ছোঁয়া ।

৫| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ৯:২৯

Shaad বলেছেন: ভালই লাগল ভাই। বইটা সমন্ধে জানার ইচ্ছা ছিল @ https://jobsnews24.net

৩১ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫১

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ।

৬| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩১

রূপক বিধৌত সাধু বলেছেন: বিস্তারিত পাঠের ইচ্ছা পোষণ করি।

৩১ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫৩

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ রূপক দা ।

আমারও ইচ্ছে আছে বিস্তারিত লেখার ।
আগামীতে পাবেন আশা করি ।

৭| ২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:০৪

খায়রুল আহসান বলেছেন: অতি সংক্ষিপ্ত রিভিউ পড়েও বইটার সম্পর্কে মনে আগ্রহের সৃষ্টি হলো। পরের পর্বটাও পড়বো শীঘ্রই।

২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:০২

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ খায়রুল আহসান ভাই ।
আপনার আগ্রহ জন্মেছে জেনে ভালো লাগছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.