![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাখী ডানায় ভর করে মুক্ত নীল আকাশে মনের আনন্দে উড়ে বেড়ায়, আমিও কল্পনার ডানায় চড়ে মনের গহীন আকাশে .......
#পর্ব_১
#নাসির খান
#রোদেলা প্রকাশনী
.
‘একদিন সূর্যের দিন’ উপন্যাসটা পড়া শুরু করেছিলাম ৩ মার্চ, ২০১৮ শনিবার রাতে । শেষ করেছি চট্টগ্রাম থেকে ঢাকা আসার পথে ট্রেনে – ১০ মার্চ । মাঝে মাঝে ভাবি, যখন যা পড়ি, তার তরতাজা অনুভূতি গুলো সাথে সাথে লিখা হয়ে গেলে তার আবেদনটা অতুলনীয় হতো । আজ আবার উপন্যাসটা নিয়ে বসেছি, হাতে কলম । হারানো পড়ার স্মৃতি গুলোকে কালির আঁচড়ে মূর্ত করে তুলতে একান্ত দৃঢ় প্রতিজ্ঞ ।
.
উপন্যাসের প্রথম বাক্যেই লেখক নাসির খান আমাকে নাড়িয়ে দিয়েছেন—“অদ্ভুত এক উদ্দেশ্যে অপেক্ষা করছি আমরা । এমন অপেক্ষা যারা করেছে তারাই কেবল জানে এই অপেক্ষা আসলেই অদ্ভুত । অপেক্ষাটা মৃত্যুর ।“ উপন্যাসের মূল চরিত্র বাবু তার বন্ধু আসাদের সাথে অপেক্ষা করছে হাসপাতালে; আসাদের বাবার মৃত্যুর জন্য অপেক্ষা । আসাদের বোন রুনাও আছে । এমনি মৃত্যুর জন্য অপেক্ষার করুন অভিজ্ঞতা অনেকেরই আছে । তাই প্রথম দৃশ্যপটটা স্মৃতিতে থাকবে অনেকেরই ।
.
প্রতিটি মৃত্যুই করুণ । তবে মানবিকতার ছোঁয়ায় আমি নিজেকে ধরে রাখতে পারি না । গলার কাছে কী যেন একটা আটকে যায় । সেই মানবিকতার পরিচয় পাই যখন বাবু আসাদের মার মৃত্যুর পর নিজের বোনের থ্রিপিস কেনার টাকা আসাদের হাতে তুলে দেয় । এমনি অনেক মানবিকতার গল্প ছড়িয়ে আছে সমগ্র উপন্যাস জুড়ে । পড়তে পড়তে নিজেকে কখন যেন হারিয়ে ফেলি নিজেকে । বাবু হযে ঢুকে পড়ি মধ্যবিত্তের টানাপোড়নের এক সংসারে – যেখানে অসাধারণ মমতাময়ী একজন মা আছেন, সহজ-সরল আবেগী বাবা আছেন, মনিদার মতো অসম্ভব সুন্দর চোহারার মনিগন্ধময় একজন দাদা আছেন, পারুলে মতো লক্ষ্মী ছোট বোন আছে । আছেন রুবি আপার মতো বড় বোন; জটিল সংসারের আবর্তে হাবুডুবু খাওয়া বিবাহিত এক অসহায় নারীর গল্প । দাদী আছেন, মানসিক ভাবে অসুস্থ নূরী ফুফু আছেন । সবাইকে নিয়ে বাবুর কত ভাবনা । কিন্তু টিউশনির কটা টাকা দিয়ে কি-ই বা করতে পারে বাবু ।
.
এদিকে মনিদা বদলে যেতে থাকে । অন্ধকারের পথে পা বাড়ায় । বাবুর বড় কষ্ট হয় । একদিন লাশ হয়ে ফিরে মনিদা । সবাই বিকৃত, পঁচা লাশের গন্ধে নাক ধরে আছে । কিন্তু বাবু মনিদার লাশের মধ্যেও সেই মনিগন্ধটা খুঁজে পায় মনিদার সাথে রাতে ঘুমালে যে গন্ধটা পেতো । এযে ভালোবাসার গন্ধ । চির অবিনশ্বর ।
.
শীতের রাতে ফাঁকা রাস্তায় হাঁটতে থাকে ভাই হারা বাবু – তার সমস্ত অন্তর জুড়ে মনিদা । হতাশার অমানিশার শেষে নতুন আশায় ভরে উঠবে হয়তো জীবন । এমনি এক নতুন সূর্যের দিনের অপেক্ষায় বাবু হাঁটতে থাকে অনন্তের পথে ।
.
শুধু দু:খ গাঁথা নয়, মধ্যবিত্তের ছোট ছোট সুখ, খুশির কথাও আছে এই উপন্যাসে । আছে চমৎকার কিছু এপিগ্রাম । সেই নানা বর্ণে চিত্রিত নানা গল্প নিয়ে হাজির হতে চাই অন্য একদিন – আজ এখানেই শেষ করছি ।
(চলবে)
.
মো: শামছুল ইসলাম
রচনাকাল: ২৩ মার্চ ২০১৮
পরিমার্জন: ৩০ মার্চ ২০১৮
৩১ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৮
শামছুল ইসলাম বলেছেন: হ্যাঁ । সত্যিই তাই - লেখক সমাজকে ভিতর থেকে উপলব্ধি করেছেন ।
২| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল লাগল বই রিভিউটি।
৩১ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৯
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ মাহমুদ ভাই ।
৩| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ৯:০৭
শামচুল হক বলেছেন: ভাল লাগল রিভিউ
৩১ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৯
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ মিতা ।
৪| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ৯:১০
ব্লগার_প্রান্ত বলেছেন: পড়তে হবে।কিন্তু একটা spoiler দেন _ শেষে কি happy ending?
৩১ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫১
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ । শেষটা দু:খের, হৃদয় ছোঁয়া ।
৫| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ৯:২৯
Shaad বলেছেন: ভালই লাগল ভাই। বইটা সমন্ধে জানার ইচ্ছা ছিল @ https://jobsnews24.net
৩১ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫১
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ।
৬| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩১
রূপক বিধৌত সাধু বলেছেন: বিস্তারিত পাঠের ইচ্ছা পোষণ করি।
৩১ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫৩
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ রূপক দা ।
আমারও ইচ্ছে আছে বিস্তারিত লেখার ।
আগামীতে পাবেন আশা করি ।
৭| ২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:০৪
খায়রুল আহসান বলেছেন: অতি সংক্ষিপ্ত রিভিউ পড়েও বইটার সম্পর্কে মনে আগ্রহের সৃষ্টি হলো। পরের পর্বটাও পড়বো শীঘ্রই।
২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:০২
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ খায়রুল আহসান ভাই ।
আপনার আগ্রহ জন্মেছে জেনে ভালো লাগছে ।
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩৫
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: লেখক হয়ত সমাজ কে ভিতর থেকে উপলদ্ধি করেছেন।