![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাখী ডানায় ভর করে মুক্ত নীল আকাশে মনের আনন্দে উড়ে বেড়ায়, আমিও কল্পনার ডানায় চড়ে মনের গহীন আকাশে .......
আমি বাংলাদেশ বলছি,
শুনতে পাচ্ছো তোমরা-
বাংলার তরুণ-তরুণী, বাংলার বুড়ো-বুড়ি,
আমি আর নিতে পারছি না,
প্রতিদিন বিশের উপরে লাশ,
সড়ক জুড়ে ।
.
আমি আর নিতে পারছি না,
পায়েল-মিম-রাজিবের লাশ,
নিতে পারছি না,
কিশোর ছাত্রের গলা চেপে ধরা,
নিতে পারছি না,
বুটের তলায় পিষ্ট কিশোর ছাত্র ।
.
এমনি অনেক অনাচার-অত্যাচার,
ঘুষ-দুর্নীতি,
সাতচল্লিশ বছর ধরে চলছে,
আমি আর নিতে পারছি না,
এই বয়সেই আমার হয়েছে-
উচ্চরক্তচাপ, ডায়বেটিস ।
.
আমাকে তোমরা অকালেই মেরে ফেলনা,
আমি বাঁচতে চাই,
আমি বাঁচতে চাই,
.
.
সুস্থ দেহে অনেক কাল ।
.
বাংলার তরুণ-তরুণী, বাংলার বুড়ো-বুড়ি,
তোমরা শুনতে পাওনি আমার
আর্তনাদ,
শুনতে পেয়েছে-
বাংলার শিশু-কিশোর ।
.
ওরা স্কুল ছেড়ে নেমে এসেছে
রাজপথে,
মায়েরাও বলেছে,
ফিরবি না আর ঘরে,
সড়ক নিরাপদ না করে ।
.
সাতচল্লিশ বছর ধরে দেখিনি যা,
এখন দেখছি তা,
সড়কগুলো কেমন সুশৃঙ্খল,
ইমারজেন্সী লেইন দিয়ে যাচ্ছে
এ্যাম্বুলেন্স ।
.
ওরা শিশু-কিশোর ছাত্র,
কাল বাদ পরশু,
ফিরবে স্কুল চত্বরে,
ওহে আমার তরুণ-তরুণী,
ওহে আমার বুড়ো-বুড়ি,
পারবে কী রাখতে,
ওদের দুদিনের কীর্তিগাথা?
পারবে কী দূর করে দিতে,
আমার উচ্চরক্তচাপ, ডায়বেটিস?
নাকি অপেক্ষায় থাকবো,
কবে ওরা বড় হবে,
দেশের হাল ধরবে?
..
মো: শামছুল ইসলাম
৩ আগষ্ট ২০১৮
০৩ রা আগস্ট, ২০১৮ সকাল ১১:০৯
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই ।
তাদের ও স্কুলে থাকার কথা আন্দোলনরত কিশোরদের মত। কিন্তু বাস্তবতা উল্টো, আমার এখনো মেীলিক অধিকারগুলোর পূরণের ১০% এগোয়নি।
আমাদের মুলে যেতে হবে, তাহলে সমাধান খুব দ্রুত ও সুন্দরভাবে হবে। -- খুব সুন্দর করে সমস্যা ও তার সমাধানের কথা বলেছেন । দেশে মানুষের অর্থনৈতিক অবস্থার এতো বৈষম্য আমাদের অস্থির সমা্জ উপহার দিচ্ছে ।
২| ০৩ রা আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৯
লায়নহার্ট বলেছেন: {বাংলাদেশ শেষ পর্যন্ত টিকে থাকবে, তাঁকে অপেক্ষা করতে বলুন}
০৩ রা আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৪
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ সিংহ হৃদয় ।
আমিও আশাবাদী - বাংলাদেশ টিকে থাকবে ।
৩| ০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৬
রাকু হাসান বলেছেন:
চমৎকার শামছুল ইসলাম ভাই ! অপেক্ষা ,সেই সব সোনালী দিনের অপেক্ষায় আছি ।
০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১১:৪০
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ রাকু ভাই ।
অপেক্ষা ,সেই সব সোনালী দিনের অপেক্ষায় আছি । - আপনার মতো আমিও অপেক্ষায় আছি ।
৪| ০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৮
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১১:৪০
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই ।
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৬
শাহিন-৯৯ বলেছেন:
কবিতায় ভাল লাগা,
এখন আপনি বলুন এই যে ছাত্ররা আন্দোলন করছে তাদের বয়স কত? ১৫-১৬ বছর হবে। ঠিক এর যে কম বয়সী ছেলেরা আজ বাস চালাচ্ছে বা হেলপারী করছে। আপনি বলেন এদের কি ড্রাইভার বা হেলপার হওয়ার কথা এই বয়সে? তাদের ও স্কুলে থাকার কথা আন্দোলনরত কিশোরদের মত। কিন্তু বাস্তবতা উল্টো, আমার এখনো মেীলিক অধিকারগুলোর পূরণের ১০% এগোয়নি।
আমাদের মুলে যেতে হবে, তাহলে সমাধান খুব দ্রুত ও সুন্দরভাবে হবে।
এসব কিশোর-কিশোরীদের আন্দোলন আমি সমর্থন করি শুধু আমাদের চোখ খুলে দেওয়ার জন্য। দেখা যাক এখন আমাদের লজ্জা হয় কিনা।