নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃসীম নীল আকাশে পাখী যেমন মনের আনন্দে উড়ে বেড়ায়, কল্পনার ডানায় চড়ে আমিও ভেসে চলেছি মনের আনন্দে--রূঢ় পৃথিবীটাকে পিছনে ফেলে।

খেয়ালের বশে কোন পথে চলেছো পথিক...

শামছুল ইসলাম

পাখী ডানায় ভর করে মুক্ত নীল আকাশে মনের আনন্দে উড়ে বেড়ায়, আমিও কল্পনার ডানায় চড়ে মনের গহীন আকাশে .......

শামছুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

কবিতা: আমি বাংলাদেশ বলছি

০৩ রা আগস্ট, ২০১৮ সকাল ৯:৫৭

আমি বাংলাদেশ বলছি,
শুনতে পাচ্ছো তোমরা-
বাংলার তরুণ-তরুণী, বাংলার বুড়ো-বুড়ি,
আমি আর নিতে পারছি না,
প্রতিদিন বিশের উপরে লাশ,
সড়ক জুড়ে ।
.
আমি আর নিতে পারছি না,
পায়েল-মিম-রাজিবের লাশ,
নিতে পারছি না,
কিশোর ছাত্রের গলা চেপে ধরা,
নিতে পারছি না,
বুটের তলায় পিষ্ট কিশোর ছাত্র ।
.
এমনি অনেক অনাচার-অত্যাচার,
ঘুষ-দুর্নীতি,
সাতচল্লিশ বছর ধরে চলছে,
আমি আর নিতে পারছি না,
এই বয়সেই আমার হয়েছে-
উচ্চরক্তচাপ, ডায়বেটিস ।
.
আমাকে তোমরা অকালেই মেরে ফেলনা,
আমি বাঁচতে চাই,
আমি বাঁচতে চাই,
.
.
সুস্থ দেহে অনেক কাল ।
.
বাংলার তরুণ-তরুণী, বাংলার বুড়ো-বুড়ি,
তোমরা শুনতে পাওনি আমার
আর্তনাদ,
শুনতে পেয়েছে-
বাংলার শিশু-কিশোর ।
.
ওরা স্কুল ছেড়ে নেমে এসেছে
রাজপথে,
মায়েরাও বলেছে,
ফিরবি না আর ঘরে,
সড়ক নিরাপদ না করে ।
.
সাতচল্লিশ বছর ধরে দেখিনি যা,
এখন দেখছি তা,
সড়কগুলো কেমন সুশৃঙ্খল,
ইমারজেন্সী লেইন দিয়ে যাচ্ছে
এ্যাম্বুলেন্স ।
.
ওরা শিশু-কিশোর ছাত্র,
কাল বাদ পরশু,
ফিরবে স্কুল চত্বরে,
ওহে আমার তরুণ-তরুণী,
ওহে আমার বুড়ো-বুড়ি,
পারবে কী রাখতে,
ওদের দুদিনের কীর্তিগাথা?
পারবে কী দূর করে দিতে,
আমার উচ্চরক্তচাপ, ডায়বেটিস?
নাকি অপেক্ষায় থাকবো,
কবে ওরা বড় হবে,
দেশের হাল ধরবে?
..
মো: শামছুল ইসলাম
৩ আগষ্ট ২০১৮


মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৬

শাহিন-৯৯ বলেছেন:



কবিতায় ভাল লাগা,
এখন আপনি বলুন এই যে ছাত্ররা আন্দোলন করছে তাদের বয়স কত? ১৫-১৬ বছর হবে। ঠিক এর যে কম বয়সী ছেলেরা আজ বাস চালাচ্ছে বা হেলপারী করছে। আপনি বলেন এদের কি ড্রাইভার বা হেলপার হওয়ার কথা এই বয়সে? তাদের ও স্কুলে থাকার কথা আন্দোলনরত কিশোরদের মত। কিন্তু বাস্তবতা উল্টো, আমার এখনো মেীলিক অধিকারগুলোর পূরণের ১০% এগোয়নি।

আমাদের মুলে যেতে হবে, তাহলে সমাধান খুব দ্রুত ও সুন্দরভাবে হবে।

এসব কিশোর-কিশোরীদের আন্দোলন আমি সমর্থন করি শুধু আমাদের চোখ খুলে দেওয়ার জন্য। দেখা যাক এখন আমাদের লজ্জা হয় কিনা।


০৩ রা আগস্ট, ২০১৮ সকাল ১১:০৯

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই ।
তাদের ও স্কুলে থাকার কথা আন্দোলনরত কিশোরদের মত। কিন্তু বাস্তবতা উল্টো, আমার এখনো মেীলিক অধিকারগুলোর পূরণের ১০% এগোয়নি।

আমাদের মুলে যেতে হবে, তাহলে সমাধান খুব দ্রুত ও সুন্দরভাবে হবে।
-- খুব সুন্দর করে সমস্যা ও তার সমাধানের কথা বলেছেন । দেশে মানুষের অর্থনৈতিক অবস্থার এতো বৈষম্য আমাদের অস্থির সমা্জ উপহার দিচ্ছে ।

২| ০৩ রা আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৯

লায়নহার্ট বলেছেন: {বাংলাদেশ শেষ পর্যন্ত টিকে থাকবে, তাঁকে অপেক্ষা করতে বলুন}

০৩ রা আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৪

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ সিংহ হৃদয় ।
আমিও আশাবাদী - বাংলাদেশ টিকে থাকবে ।

৩| ০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৬

রাকু হাসান বলেছেন:


চমৎকার শামছুল ইসলাম ভাই ! অপেক্ষা ,সেই সব সোনালী দিনের অপেক্ষায় আছি ।

০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১১:৪০

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ রাকু ভাই ।
অপেক্ষা ,সেই সব সোনালী দিনের অপেক্ষায় আছি । - আপনার মতো আমিও অপেক্ষায় আছি ।

৪| ০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১১:৪০

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.