নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃসীম নীল আকাশে পাখী যেমন মনের আনন্দে উড়ে বেড়ায়, কল্পনার ডানায় চড়ে আমিও ভেসে চলেছি মনের আনন্দে--রূঢ় পৃথিবীটাকে পিছনে ফেলে।

খেয়ালের বশে কোন পথে চলেছো পথিক...

শামছুল ইসলাম

পাখী ডানায় ভর করে মুক্ত নীল আকাশে মনের আনন্দে উড়ে বেড়ায়, আমিও কল্পনার ডানায় চড়ে মনের গহীন আকাশে .......

শামছুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

শিক্ষক দিবস ও আমার প্রিয় শিক্ষকেরা

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১০:২৩

আগামীকাল ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস ।
আজকের এই আমি যখন পিছন ফিরে তাকাই, তাঁদের মুখ গুলো অজান্তেই ভেসে ওঠে মনের আকাশে । সেই আকাশে তাঁরা সবাই আমার কাছে তারার মতো । প্রত্যেকেই স্ব স্ব মহিমায় উজ্জ্বল । আজ শিক্ষক দিবসে একজন ছাত্র হয়ে তাঁদের স্মৃতিচারণ করছি ।
.
এই আমি আজ কত কিছু লিখছি । কত সুললিত ভাষা ব্যবহার করছি । কিন্তু একদিন এই আমি ‘অ’,’আ’,... লিখতে পারতাম না । আমার প্রাইমারি ইস্কুলের স্যার আমাকে হাতে ধরে শিখিয়ে ছিলেন আমার অতি প্রিয় বাংলা বর্ণমালা । প্রাইমারি ইস্কুলে প্রথম শ্রেণিতে তখন ইংরেজী পড়ানো হতো না । ওই একজন শিক্ষকই আমাদের অংকও করাতেন । উনার কাছেই আমি ১,২,৩... লিখতে শিখেছি । সাদা শ্বশ্রু মন্ডিত, সাদা পায়জামা-পাঞ্জাবি পরিহিত, প্রচন্ড রাগী সেই স্যারের কাছে তাই আমি চির কৃতজ্ঞ । কিন্তু হায়! তাঁর নাম আমি স্মরণ করতে পারছি না । তবে তাঁর শক্ত হাতের চড়ের কথা এখনো ভুলিনি । উনার চড় খেলে মাথা ঘুরে যেতো । ইস্কুলের সেই প্রথম বছরটা আমি সব সময় জানালার পাশে বসতাম । কারণ আমার পিঠাপিঠি দু’বোন পাশেই দাঁড়িয়ে থাকতো একটা গাছের নীচে । ওদের না দেখলে আমি কেঁদে দিতাম । এই কারণে স্যার আমার প্রতি চরম বিরক্ত ছিলেন । পরীক্ষা কী, সেটা আমার বোধগম্য ছিল না । প্রশ্ন হাতে নিয়ে বাবা যখন জিজ্ঞেস করলেন কী উত্তর দিয়েছি । আমি বললাম, প্রশ্নে যা আছে তাই লিখে এসেছি । উনি মৃদু হেসে তার বোকা ছেলেটাকে কিছুই বললেন না । মা হারা ছেলেটার পিঠে দু’ঘা দিতে তাঁর হয়তো মায়া হয়েছিল ।
.
প্রথম শ্রেণীর ফলাফল দিচ্ছেন আমার অতি রাগী স্যার । আমার পালা এলো । উনি বিরস মুখে আমার ফলাফল কার্ডটা আমার হাতে দিলেন । আমি ছো মেরে সেটা নিয়ে দৌঁড় । এক দৌঁড়ে কলাবাগান প্রাইমারি ইস্কুলের সীমানা পেরিয়ে আমাদের কলোনির বাসায় । হাঁপাতে হাঁপাতে বাবার হাতে কার্ডটা দিয়ে পরম আগ্রহ নিয়ে তাকিয়ে আছি । বাবা কিছুই বলছেন না । কিছুক্ষণ পর শুধু বললেন, তোমাকে আবার ওই ক্লাসেই গিয়ে বসতে হবে । আমার কোন ভাবান্তর হলো না । তবে বাবার মন খারাপ, তাই আমারও মন খারাপ হলো । আমার কার্ডে আমার শ্রেণি শিক্ষক একটা মন্তব্য লিখে ছিলেন, “আনমনা” । আমি বাবাকে কথাটার অর্থ জিজ্ঞেস করলাম । উনি শুধু বললেন, তুমি কি ক্লাসে অমনোযোগী?
.
সেই “আনমনা” আমি আজও “আনমনা”-ই রয়ে গেছি । এক ছোট্ট শিশুকে একজন শিক্ষক শুধু শাসনই করেন নি, তার মনের খবরও তিনি রেখে ছিলেন । পরের বছর দ্বিতীয় হয়ে দ্বিতীয় শ্রেণিতে উত্তীর্ণ হলাম । আর কখনো পা পিছলাইনি ।
.
একটার পর একটা ধাপ পেরিয়েছি । প্রতি ধাপেই কিছু স্মরণীয় শিক্ষকের সান্নিধ্যে এসেছি । তাঁদের সবার কথা বলতে গেলে অনেকেই বিরক্ত হবেন । অন্য কোন দিন, অন্য কোন শিক্ষক দিবসে, অন্য কারো কথা বলবো ।
.
শিক্ষক দিবসে সকল শিক্ষককে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আজকের মত এখানেই ইতি টানছি ।
.
মো: শামছুল ইসলাম
৪ অক্টোবর ২০১৮

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১০:৩১

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৮

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই ।

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: শিক্ষক দিবসে শিক্ষকদের জন্য শ্রদ্ধা ও ভালোবাসা। :)

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৯

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই ।

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৯

ঢাকার লোক বলেছেন: সুন্দর লিখেছেন, আপনার আমার সবার শিক্ষকই আমাদের আজকের আমি হয়ে উঠতে অসীম অবদান রেখেছেন, আল্লাহ তাদের সবার মঙ্গল করুন !

০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৮

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই।

যথার্থ বলেছেন আপনি, "আপনার আমার সবার শিক্ষকই আমাদের আজকের আমি হয়ে উঠতে অসীম অবদান রেখেছেন"। তাই সব শিক্ষকের জন্য শ্রদ্ধা ও ভালোবাসা।

৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৬

রাকু হাসান বলেছেন:

শুভেচ্ছা ও শ্রদ্ধা থাকলো সকল শিক্ষক-শিক্ষিকাদের প্রতি ,

আপনার শেষ দুটি গল্প মিস করে ফেলেছি |-) । আজ একটি পড়ে নিব :)

০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২৮

শামছুল ইসলাম বলেছেন: আপনি যেমন সুন্দর করে শিক্ষকদের সম্মান জানালেন, তাতে আমি অভিভূত।

আপনি আমার গল্প পড়ছেন, এটা যে আমার জন্য কত খুশির ব্যাপার তা বলে বোঝাতে পারবো না।

অনেক অনেক ধন্যবাদ রাকু হাসান ভাই।

৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১১:২০

সুমন কর বলেছেন: আপনার বাবা'র মন অনেক বড়। শ্রদ্ধা রইলো।
+।

০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৫

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ সুমন দা।

বাবার প্রতি আপনার শ্রদ্ধাবোধটা আজ তাঁর স্মৃতিগুলোকে আবার সামনে নিয়ে আসলো ।
মনে আছে, তাঁর হাত ধরে আঁকাবাঁকা পথ ধরে একদিন এই ইস্কুলেই ভর্তি হতে গিয়েছিলাম। আরও কত কত টুকরো স্মৃতি। কেমন অদ্ভুত জীবন্ত তারা আজ এত বছরের ব্যবধানেও।

৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১১:৫১

পদাতিক চৌধুরি বলেছেন: মাহারা দুটো সন্তানের জন্য বাবাযে নিজেকে মায়ের আসনেও তৈরী করেছিলেন তাই প্রশ্ন লিখে আসার কথা,বা রিপোর্ট কার্ড নিয়ে বাড়ি এসে ওনার মুখের ভাবান্তরে সেদিন উনি আপনাকে বুঝতে না দিয়ে যথার্থ বাবা- মায়ের ভূমিকা পালন করেছিলেন। শিক্ষক দিবসে তাই আমার দৃষ্টিতে অন্য কোনও শিক্ষক নয়, বাবার উদ্দেশ্য রইল বিনম্র শ্রদ্ধা ।

আপনি প্রায়ই ডুব মারছেন, আমরা যে আপনাকে বড্ড মিস করছি।

শুভকামনা ও ভালোবাসা রইল।




০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৬

শামছুল ইসলাম বলেছেন: আমার বড় আপার কাছে শুনেছি, বাবা খুব রাগী ছিলেন। আমার বড় তিন ভাই বোন বাবার সেই শাসন তটস্থ ছিল। কিন্তু কী আশ্চর্য। মা মারা যাবার পর উনি সম্পূর্ণ বদলে গেলেন। মার স্নেহ-ভালোবাসার ক্ষতি পুষিয়ে দেবার জন্য তাঁর স্বভাবের আমূল পরিবর্তন পূর্বপরিচিতদের অবাক করেছিল। বাবাকে নিয়ে আপনার মূল্যায়নটা খুশি মনে গ্রহণ করলাম।

আমি খুব দু:খিত এই হঠাৎ ডুব দেওয়ার অভ্যাসটার জন্য। আশা করি, আগামীতে নিয়মিত হবো।

৭| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:১২

মেহেদী হাসান হাসিব বলেছেন: ধন্যবাদ আপনার পোস্টেই জানতে পারলাম আজ শিক্ষক দিবস

০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫০

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই।

দিবসটা বড় কথা নয়, আমরা শিক্ষকদের প্রাপ্য সম্মান দিলে তাঁরা খুশি হবেন।

৮| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৫৮

আখেনাটেন বলেছেন: ভালো লাগল আপনার স্মৃতিকথা শামছুল ভাই। শৈশব কৈশরের শিক্ষকদের কথা কখনও ভোলা যায় না। নানা রং এর স্মৃতি বারবার ফিরে ফিরে অাসে।

০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৩

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই।

চমৎকার বলেছে শিক্ষকদের নিয়ে, "শৈশব কৈশরের শিক্ষকদের কথা কখনও ভোলা যায় না। নানা রং এর স্মৃতি বারবার ফিরে ফিরে অাসে।"

স্মৃতিরা বারবার ফিরে আসে বিশেষ বিশেষ দিনে, ক্ষণে।

৯| ০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৭

রাজীব নুর বলেছেন: সব শিক্ষক ভালো না।
ভালো শিক্ষকদের জন্য শ্রদ্ধা।

০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৪

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।

ভালো-মন্দ মিলিয়েই জীবন ও জগত।

নাই খুঁজলাম তাঁদের, যাদের পছন্দ করতাম না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.