![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাখী ডানায় ভর করে মুক্ত নীল আকাশে মনের আনন্দে উড়ে বেড়ায়, আমিও কল্পনার ডানায় চড়ে মনের গহীন আকাশে .......
কবিতা,
তুমি কেন এতো দুর্বোধ্য?
সহজ দু'চারটে শব্দে,
তোমাকে লিখতে চাই,
তাতে কী তোমার ভীষণ রাগ?
.
সবাই যদি আমায় বুঝে-ই ফেলে,
কী দাম থাকলো আমার?
এতো সস্তা হলে,
বিশেষজ্ঞরা কী নিয়ে লিখবে?
.
কবিতা,
তুমি কী শুধু বিশেষজ্ঞদের-ই হবে?
সাধারণ যে মানুষ-
হাটে-ঘাটে-মাঠে নিত্য আসে যায়,
সংসারের এটা-ওটা কিনে,
তাদের কী তোমার একটুও ভালো লাগে না?
.
হতে তো চাই সবার,
কবি যে মানে না।
সে চায়-
আমি হই একটি বিশেষ শ্রেণির,
থাকি ওই দূর আকাশের তারাটির মতো;
মাটির কাছাকাছি এলে,
ছুঁয়ে দেবে যে ওই ধূলিমাখা শিশুটা,
ছুঁয়ে দেবে খালি গায়ের ওই রিকশাওয়ালাটা,
আমার জাত কী তাতে থাকবে?
.
কবিতা,
এতো অহংকারী হয়ো না,
আসো মাটির কাছাকাছি,
আমার ছোট্ট ঘরে,
আমার বধূয়ার হাসি হয়ে,
আমার শিশুটার কান্না হয়ে, হাসি হয়ে;
লুটোপুটি খাও ওই রোদ ঝলমল বারান্দায়।
কিংবা ভরা পূর্ণিমায় জোছনা হয়ে,
লুটিয়ে পড়ে কারো আঙিনায়।
........
মো. শামছুল ইসলাম
২৩ অক্টোবর ২০১৮
২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪১
শামছুল ইসলাম বলেছেন: তাই কী?
কোন স্বনামধন্য আধুনিক কবির কবিতা পাঠ করলে শ্রমজীবী মানুষ কী কিছু বুঝবে?
শিক্ষিত লোকেরাই অনেক সময় কিছু বুঝে উঠতে পারে না।
২| ২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪০
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: কবিতা কঠিন না। আমরা কবিতা কম পড়ি। কম চর্চা করি। তাই মনে হয় এমন। কবিতা চর্চা করার বিষয়। ভালোবেসে পড়ার বিষয়। যার মনে এটা গেথে যায়।।তার কাছে কবিতা চর্চা করা ধ্যান জ্ঞান হয়ে যায়। প্রাচীন কবিতা গুলো তো আর কঠিন ছিল। এত
কঠিন যে ব্যাখ্যা পড়তে গেলেও কঠিন লাগতো।
২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৬
শামছুল ইসলাম বলেছেন: যা কঠিন না, তা তো এমনিই বোঝার কথা।
চর্চা করতে হবে কেন?
প্রাচীন কালে কবিতা ছিল মহাকঠিন। আর এখন হচ্ছে কঠিন।
আশা করি একসময় নরম হবে।
৩| ২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৩
বিজন রয় বলেছেন: শুধু যে কঠিন কঠিন শব্দ দিয়ে কবিতা লিখতে হবে এমন নয়। আমাদের চারপাশে খুব কাছে যে শব্দরা ঘোরাফেরা করছে তাদের দিয়েও ভাল কবিতা হতে পারে।
জাহিদ অনিক আর আব্দুল্লাহ্ আল মামুন সুন্দর করে বলে দিয়েছেন।
আগে কবিতা তো মনে ধারন করতে হবে।
যাই বলি না কেন, আপনার এই কবিতাটি কিন্ত সহজ-সরল আর ভাল হয়েছে।
২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩০
শামছুল ইসলাম বলেছেন: অশেষ কৃতজ্ঞতা।
সহজ কথাটা সহজ করে বলাটাই আমার কাছে আনন্দের।
তাই সেটাই করি।
৪| ২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫০
জাহিদ অনিক বলেছেন:
কোন স্বনামধন্য আধুনিক কবির কবিতা পাঠ করলে শ্রমজীবী মানুষ কী কিছু বুঝবে? আমি ধরে নিচ্ছি আপনি আধুনিক কবি বলতে বেশ শিক্ষিত কোন কবি, যিনি নানা উপমায় ছন্দে লিখে থাকেন যা বোঝা বেশ দুষ্কর সেরকম কবি'র কবিতার কথা বলছেন। আর শ্রমজীবী বলতে বুঝিয়েছেন- অশিক্ষিত কিংবা আধা শিক্ষিত কাউকে-
এখন এই ক্ষেত্রে তিনি উক্ত কবির কবিতা পড়বেন না। আমার তো মনে হয় না যে এমন কিছু জোর করে পড়তে হবে যা আমার জন্য নয়। আমি তো আর স্প্যানিশ সাহিত্য পড়তে যাব না। আমার জন্য বাংলা কবিতা আছে। শ্রমজীবী মানুষটির জন্যও কবিতা আছে।
কবিতা নেই তা নয়, হয়ত সেই বিশেষ এক শ্রেণির কবিতা তিনি বুঝবেন না। সব কবিতা সবার জন্য নয় নিশ্চয়ই।
তবে তাই বলে কবিতার স্বাদ সবার জন্য নয় তা তো নয়। কবিতার স্বাদ সবাই পাবে। নিজের মতন করে পাবে।
২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২২
শামছুল ইসলাম বলেছেন: শ্রমজীবী মানুষের জন্য লেখা হয় যে কবিতা, শ্রমজীবী মানুষ তা পড়ে বা শুনে অনেক সময়ই কিছু বুঝতে পারে না। আবার শ্রমজীবী মানুষকে নিয়ে লেখা গান কিন্তু শ্রমজীবী মানুষ বেশ বুঝতে পারে, উপভোগ করে। কবিতা না বুঝলে তার স্বাদ শ্রমজীবী মানুষ কেমন করে পাবে?
আমার কাছে গানকে অনেক বেশী সার্বজনীন মনে হয়। কবিতা তেমনটা নয়।
৫| ২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৯
সাগর শরীফ বলেছেন: সহজ কবিতাই ভাল। এমনিতেই কবিতা মাথায় ধরে না। আবার যদি কঠিন হয়!!
২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৫৬
শামছুল ইসলাম বলেছেন: হুম সাগর ভাই। কবিতা কঠিন দেখেই অধিকাংশ মানুষ এর থেকে দূরে থাকে।
৬| ২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩
নূর ইমাম শেখ বাবু বলেছেন: কবিতার কাছে একাধিক প্রশ্ন, আন্তরিক আবেদন মুগ্ধ করল আমাকে।
অনেক ধন্যবাদ জানবেন কবি। বিখ্যাত কবির নামের সাথে আপনার নামের মিল আছে তাই আপনার কবিতাও বিখ্যাত লাগছে।
২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৫৯
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ নূর ভাই।
না ভাই, নামে আংশিক মিল থাকলেও আমি তেমন কেউ নই।
আপনার মুগ্ধতার জন্য কৃতজ্ঞতা।
৭| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৩১
রাজীব নুর বলেছেন: "Life is like a box of chocolates. You never know what you're gonna get."
২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:০১
শামছুল ইসলাম বলেছেন: কৃতজ্ঞতা।
জীবন যদি চকলেটের বাক্স হয়, তবে যে কোন একটা চকলেট ভাগ্যে জুটবেই।
৮| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:০৮
আহমেদ জী এস বলেছেন: শামছুল ইসলাম ,
কবিতার কোনও জাত-পাত হয় কিনে জানিনে । পাঠকের পঠিত অনুভব, তার শিক্ষা ও রুচি , পঠন মূহুর্তের মানসিক অবস্থান , পরিবেশ ইত্যাদি মিলে মিশে হয়তো পাঠক জাত-পাতের কথা ভাবলেও ভাবতে পারেন ।
হ্যা... কবিতা দূর্বোধ্য হয় যখন কবিতার শব্দগুলো হয় অনাবশ্যক ভাবেই জটিল । ভাব বিন্যাসে থাকেনা কোনও ধারাবাহিকতা। কারিশমা দেখাতে গিয়ে অহেতুক অসম্পূর্ণ বাক্য গাঁথা হয় যা আদতে কোনও অর্থ কিম্বা ভাবই বহন করেনা ।
৪নং মন্তব্যে জাহিদ অনিক মনে হয় আপনার চাওয়াটাকে অনেকটা ব্যাখ্যা করেছেন । আমিও বলি - শ্রমজীবি মানুষেরা ছড়া কবিতা, পুঁথি , হামদ-নাত জাতীয় কবিতা শুনতেই চাইবে । উচ্চাঙ্গের মানুষেরা পড়তে চাইবেন আধুনিক বা মার্গীয় কবিতা । আবেগী মানুষ পড়তে চাইবেন রবীন্দ্রনাথ জাতীয় কিছু ।
আর আমাদের মতোন অতি সাধারণ মানুষেরা সহজীয়া ভাষায় লেখা জীবনের কবিতার দিকেই ঝুঁকবেন , এটাই স্বাভাবিক ।
২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:০৯
শামছুল ইসলাম বলেছেন: পাঠকের জাত-পাত আছে কি-না জানি না। তবে শ্রমজীবী মানুষের মাঝে কবিতার পঠন তেমন নেই বলেই মনে হয়।
আমিও বলি - শ্রমজীবি মানুষেরা ছড়া কবিতা, পুঁথি , হামদ-নাত জাতীয় কবিতা শুনতেই চাইবে । - আমি আসলে ছড়া কবিতা নয়, কবিতা নিয়েই কথা বলছিলাম।
কবিতা বোধ করি এখনো শ্রমজীবী এবং অনেক সাধারণ মানুষের কাছে এখনো অধরাই রয়ে গেছে।
৯| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৫০
সুমন কর বলেছেন: কবিতা, সে তো দুর্বোধ্য হবেই..........!!! ভালো লিখেছেন।
২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৬
শামছুল ইসলাম বলেছেন: কৃতজ্ঞতা।
হুম, গুটিকয় লোকের সম্পত্তি হয়েই কবিতার দিন কাটছে।
©somewhere in net ltd.
১|
২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৪
জাহিদ অনিক বলেছেন:
কবিতা সে তো সকলের---
কবিতা সকলের কথা বলে-- কবিতা সকলের তরে।
চাঁদনী রাতে কবিতা লুটায় সকলের বারান্দায়
গ্রীষ্মের দুপুরে কবিতা হাত ধরে সকল শ্রমজীবী মানুষের