নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃসীম নীল আকাশে পাখী যেমন মনের আনন্দে উড়ে বেড়ায়, কল্পনার ডানায় চড়ে আমিও ভেসে চলেছি মনের আনন্দে--রূঢ় পৃথিবীটাকে পিছনে ফেলে।

খেয়ালের বশে কোন পথে চলেছো পথিক...

শামছুল ইসলাম

পাখী ডানায় ভর করে মুক্ত নীল আকাশে মনের আনন্দে উড়ে বেড়ায়, আমিও কল্পনার ডানায় চড়ে মনের গহীন আকাশে .......

শামছুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

পাঠ প্রতিক্রিয়া; পারস্যের পাঁচ গোলাপ - মোস্তাক শরীফ; প্রকাশক - সরলরেখা

১২ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:৫৩

"ভাত সেদ্ধ হয়েছে কি-না, তা দু'একটা ভাত টিপলেই বুঝা যায়; সব ভাত টিপা লাগে না।" - কথাটা খুবই সত্য। আমি ভাত যাচাই করার এই পদ্ধতিটা ব্যবহার করছি গত ৮ ফেব্রুয়ারি ২০২০ তারিখে বইমেলা থেকে কেনা বইগুলোর উপর। এটা করার আর একটা কারণ হচ্ছে, আমি মেলা চলাকালীন সময়ে পাঠকদের বই কিনতে উৎসাহিত করতে চাই। অন্য সময়ও যে পাঠকরা বই কিনছে না তা নয়। বিষয়টা অনেকটা ঈদ বা পূজার মতো। এই সময় নতুন জামা কেনার একটা হিড়িক পড়ে যায়। তাই বইমেলার এই উৎসবে সবার হাত ভরে ওঠুক নতুন নতুন বইয়ে।
.
মোস্তাক শরীফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক । অধ্যাপনার পাশাপাশি লেখালেখির জগতের সাথেও ওতপ্রোত ভাবে জড়িত। তাঁর সতেরোটি বই বেরিয়েছে। শুধু গল্প-উপন্যাসই নয়, অনুবাদ ও ইতিহাস বিষয়েও তার বিশেষ আগ্রহ আছে। সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে তিনি একজন সব্যসাচী লেখক। তাঁর প্রতিটা লেখায় যত্নের ছাপ সুস্পষ্ট; যার জন্য প্রতি মেলায় আমি তাঁর বই নির্দ্বিধায় সংগ্রহ করি- বিশ্বাস করি উনি পাঠককে ঠকাবেন না।
.
চমৎকার রঙিন প্রচ্ছদে ‘পারস্যের পাঁচ গোলাপ’ ফুটে আছে আমার টেবিলে । তাঁর গন্ধ নেই, তবু হৃদয়কে মোহিত করেছে ফেরদৌসি, ওমর খৈয়াম, রুমি, শেখ সাদি ও হাফিজ । পারস্য সাহিত্যের পাঁচ যুগন্ধর প্রতিভাকে জানার বাসনায় পাতা উল্টাই।
.
প্রথমেই জালালুদ্দিন রুমির একটি কবিতায় চোখ আটকে যায়-
.
ঠিক-বেঠিকের গণ্ডি ছাড়িয়ে বহু দূরে
একটা মাঠ আছে, তোমার সঙ্গে দেখা হবে সে মাঠে।
আত্মা যখন সেই ঘাসে গিয়ে শোয়
পৃথিবী তখন এতই পরিপূর্ণ যে তাকে নিয়ে কথা বলা যায় না-
ধারণা, ভাষা, এমনকি ‘একে অন্যের’ কথাটিরও
মানে থাকে না কোনো।
ভোরের বাতাসে কিছু রহস্য আছে যা সে তোমাকে জানাতে চায়
ফের ঘুমিয়ে পড়ো না।
মন যা সত্যিই চায় তা-ই চাইতে হবে তোমার
ফের ঘুমিয়ে পড়ো না।
চৌকাঠ পেরিয়ে মানুষ কেবল আসছে আর যাচ্ছে-
দুটো পৃথিবী এসে মিশেছে যেখানে
দরজাটি গোল এবং উন্মুক্ত
ফের ঘুমিয়ে পড়ো না।
.
মুগ্ধ হয়ে সে কবিতার আস্বাদ গ্রহণ করি ।
চমৎকার করে সাজানো বিষয় সূচি এক পলক দেখে নেই-
.
পারস্য: কবির দেশ কবিতার দেশ
ফেরদৌসি: ফার্সি মহাকাব্যের জনক
ওমর খৈয়াম: রুবাইয়াতের অমর স্রষ্টা
রুমি: সুফিবাদের প্রবাদপুরুষ
শেখ সাদি: পুষ্প ও প্রজ্ঞার কবি
হাফিজ: কবিদের কবি
.
তারপর পড়তে থাকি-
.
পারস্য
কবির দেশ কবিতার দেশ

আজ থেকে ১৩৫ বছর আগে পারস্যদেশীয় পদ্যের গুণকীর্তন করতে গিয়ে আইন্সওয়ার্থ স্পফোর্ড নামে এক মার্কিন পণ্ডিত লিখেছিলেন, ‘এই কবিতার জন্ম হয়েছে এমন এক দেশে যেটি প্রকৃতির আশীর্বাদে ধন্য । এদেশের জলবায়ু মৃদু, স্বোতস্বিনীগুলো স্বচ্ছ, তৃণ প্রান্তর শ্যামলিমায় ভরা; আছে আকাশ ছোঁয়া পর্বত, উত্তাল সমুদ্র আর তরঙ্গিণী তটিনী । ...
.
প্রকৃতির আশীর্বাদে ধন্য সেই দেশে কবিতা ধরা দিয়েছে বার বার বহুরূপে- পারস্য কবিদের অসামান্য কাব্য প্রতিভায়। প্রতিভা দীপ্ত সেই সব কবিদের সৃষ্টি ও তাঁদের জীবনের নানা ঘটনার বর্ণনা পড়ছি-পারস্য দেশে ঘুরছি লেখকের সাথে। পাঠের আনন্দ টুকু সাথে নিয়ে শেষ করছি আজকের মত। আশা করি, আপনিও ‘পারস্যের পাঁচ গোলাপ’-এর গন্ধে মাতোয়ারা হবেন।
.
অন্যান্য যে বইগুলো সংগ্রহ করেছি, সেই সব বই নিয়েও সংক্ষিপ্ত পাঠপ্রতিক্রিয়া লিখতে চাই, যেন মেলা চলাকালীন বইয়ের বিক্রি আশানুরূপ হয়।
.
মো. শামছুল ইসলাম
১০ ফেব্রুয়ারি ২০২০

মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:০৫

রাজীব নুর বলেছেন: ব্লগারদের কাছ থেকেই ভালো ভালো বইয়ের সন্ধান পাওয়া যায়।
আপনাকে ধন্যবাদ।

১২ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৪৯

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ রাজিব ভাই ।

আপনাকে সাহায্য করতে পেরে ভালো লাগছে।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১২

ঢাবিয়ান বলেছেন: ড. ফয়জুর রহমান আল সিদ্দিক। জীবনের ছিয়াশিটি বসন্ত পার করেছেন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী লাভ করেছেন। তবুও এই বয়সে নিজের লেখা একটি বই বিক্রি করার জন্য মেলায় হেঁটে বেড়াচ্ছেন। দুর্বল পায়ে এক স্টল থেকে অন্য স্টলে হাঁটছেন আর বই কেনার অনুরোধ করছেন। এই রকমই একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যেমে। এরপরই অনেকেই বলছেন- আর কতোটা হাঁটলে পরে তার বই বিক্রি হবে? সুত্র ঃhttps://jamuna.tv/news/123667?fbclid=IwAR3GCtSV5CGdlx68vXTu1jLQ169nEWYztGiG8f8xmVftIob1c3AXGXCWsTo

তার ‘বাঙালির জয়, বাঙালির ব্যর্থতা’ বইটি বিক্রির জন্য মেলায় তাঁকে হাঁটতে দেখা যায়।বইটা সম্পর্কে আগ্রহ জেগেছে। কেউ বইটার রিভিউ লিখলে ভাল হত।

১২ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৫৩

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ঢাবিয়ান ভাই ।

ফেসবুকে উনার ছবিসহ খবরটা পেয়ে আমি আমার ওয়ালে শেয়ার দেই।
আরো অনেকেই শেয়ার করেছে।

শুনছি স্বপ্ন তার আউটলেটে বইটি বিক্রি করবে ।

ইনশাআল্লাহ আমি বইটা সংগ্রহ করবো এবং পাঠ প্রতিক্রিয়া লিখার ইচ্ছে আছে।

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৫৪

নেওয়াজ আলি বলেছেন: ভালো

১২ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৫৫

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ নেওয়াজ ভাই।

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:২৪

নীল আকাশ বলেছেন: সুন্দর প্রচেষ্টা। ধন্যবাদ।

১২ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:১৫

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ।

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:০০

মনিরা সুলতানা বলেছেন: শরীফ ভাই একজন সব্যসাচী লেখক।

১২ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:১৬

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ।

আপনি সব্যসাচী লেখকের লেখা পড়েছেন?

৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:১৯

মনিরা সুলতানা বলেছেন: উনি আমার বিভাগের সিনিয়র ছিলেন , এখন তো শিক্ষক।

১২ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৫১

শামছুল ইসলাম বলেছেন: তাই, তবে তো উনাকে বেশ ভালো ভাবেই চিনেন ।

অন্তর্জালেই উনার সাথে আমার পরিচয়। কখনো দেখা হয়নি। চাইলে বই মেলায় হয়তো দেখা করা যেতো । আমি ইচ্ছে করেই দেখা করিনি । নির্মোহ ভাবে লেখার চেষ্টা করছি । উনার প্রথম উপন্যাস, সেদিন অনন্ত মধ্যরাতে সংগ্রহ করেছি। এই উপন্যাসটা উনি একরাতে লিখে জমা দিয়েছিলেন অ্যাডর্নে । তরুণ লেখকদের খুঁজে বের করার একটা উদ্যোগ নিয়ে ছিল অ্যাডর্ন । উপন্যাসগুলো যাচাই-বাছাই করেছিলেন অধ্যাপক আনিসুজ্জামান। উপন্যাস প্রথম স্থান লাভ করে।

আরো দুটো বই সংগ্রহ করেছি-
১) তামসে - উপন্যাস (নতুন)
২) ইতিহাসের মোড় ফেরা - ইতিহাস নির্ভর

ইচ্ছে আছে পড়ে প্রতিক্রিয়া লিখবো।

৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:১১

মামুন৩৭৫১ বলেছেন: https://bdwap24.com/

৮| ১১ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৪৯

আশাবাদী মানব বলেছেন: পারস্যের এই মহারথীদের নিয়ে জানার আগ্রহ অনেকদিনের। আপনার এই লেখা সেই আগ্রহকে আরো বাড়িয়ে তুলল। ধন্যবাদ লেখককে.।

১৫ ই এপ্রিল, ২০২০ রাত ৯:০২

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই।

ইচ্ছে আছে লেখার পারস্যের মহারথীদের নিয়ে লেখার।
সময় করে উঠতে পারছি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.