নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃসীম নীল আকাশে পাখী যেমন মনের আনন্দে উড়ে বেড়ায়, কল্পনার ডানায় চড়ে আমিও ভেসে চলেছি মনের আনন্দে--রূঢ় পৃথিবীটাকে পিছনে ফেলে।

খেয়ালের বশে কোন পথে চলেছো পথিক...

শামছুল ইসলাম

পাখী ডানায় ভর করে মুক্ত নীল আকাশে মনের আনন্দে উড়ে বেড়ায়, আমিও কল্পনার ডানায় চড়ে মনের গহীন আকাশে .......

শামছুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

পাঠ প্রতিক্রিয়া; পার্পল জলফড়িং – স্মৃতি ভদ্র; প্রকাশক - পেন্সিল

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:০৫

"ভাত সেদ্ধ হয়েছে কি-না, তা দু'একটা ভাত টিপলেই বুঝা যায়; সব ভাত টিপা লাগে না।" - কথাটা খুবই সত্য। আমি ভাত যাচাই করার এই পদ্ধতিটা ব্যবহার করছি গত ০৮ ফেব্রয়ারি ২০২০ তারিখে বইমেলা থেকে সংগৃহীত বইগুলোর উপর। এটা করার আর একটা কারণ হচ্ছে, আমি মেলা চলাকালীন সময়ে পাঠকদের বই কিনতে উৎসাহিত করতে চাই। অন্য সময়ও যে পাঠকরা বই কিনছে না তা নয়। বিষয়টা অনেকটা ঈদ বা পূজার মতো। এই সময় নতুন জামা কেনার একটা হিড়িক পড়ে যায়। তাই বইমেলার এই উৎসবে সবার হাত ভরে ওঠুক নতুন নতুন বইয়ে।
.
স্মৃতি ভদ্র নিউ ইয়র্ক প্রবাসী । কিন্তু প্রবাসী হয়েও তিনি লিখেছেন বাংলাদেশের গল্প । বইয়ের ফ্ল্যাপের বামে গল্পকার কুলদা রায় তেমনটাই বলছেন । তিনি আরো বলছেন-
‘তার গল্প স্নিগ্ধ ও মানবিক । তিনি লেখায় গড়ে তুলতে চেষ্টা করছেন আখ্যানের সঙ্গে সংগতিপূর্ণ একটি সহজ, স্নিগ্ধ, নিটোল গল্পভাষা ।‘...
‘অনায়াসে খেলছেন পাঠকের সঙ্গে চোর-পুলিশ । বাস্তবতার সঙ্গে কল্পনার যথার্থ মিশেলে আখ্যানের গায়ে লাগছে নতুনত্বের ছোঁয়া । কখনো কখনো উঁকি দিচ্ছে জাদুবাস্তবতা ।‘
.
স্মৃতি ভদ্র বইটা উৎসর্গ করেছেন ‘সময়’-কে । তাঁর উৎসর্গের তিন লাইনের ভাষায় পুরো বইটাকে ধারণ করেছেন অসামান্য দক্ষতায়-

‘ইতিহাসে ঠাঁই করে নেওয়া সময় বা অনাগত
অপার সম্ভাবনাময় সময়- যার পরতে পরতে
জমে থাকা মুহূর্তগুলোই গল্প হয়ে উঠেছে।‘
.
আমি সেই সময়ের গল্প শোনার অধীর আগ্রহে পাতা উল্টাই । স্মৃতি ভদ্রের লেখা চমৎকার ভূমিকা আমাকে আটকে দেয় । আমি তন্ময় হয়ে পড়ি-

‘অনেক রকমের দিন ভিড় করে এখানে । ধুলো ওড়ানো শূন্য দিন, গতি হারানো মন্থর দিন, আকাশ ফুরানো মিথ্যে দিন কিংবা ছায়া হারানো নির্লিপ্ত দিন । সেসব দিন বুকের ভিতর অবিরত পুড়িয়ে চলে সুগন্ধি ধূপ । খাগের কলম দোয়াতে ডুবিয়ে সময় বসে রচনায়, মহাকাল রচনায় । তানপুরার তারে ওঠে আশাবরির সুর । সে সুর ওক, বার্চের শুকনো ডালে জীবনের চরকি কাটে । সে সুর থেকেই আমি বুনে চলি জীবনের গল্প । জীবন আর সময়ের সেরকমই নয়টি গল্পের সংকলন এই বই ।‘
.
গল্পকারের সুরের মায়ায় জড়িয়ে শুরু করি প্রথম গল্প, ‘পরি ও একজন মালতি-দি’ । ‘নারিকেল গাছের চিরল পাতায় দ্বাদশীর চাঁদ...’ প্রকৃতির ছবিটা উনি এমন ভাবে আঁকেন, যেন আমিও সেই চিরল পাতায় দ্বাদশীর চাঁদের আলোয় মমিন সাহেবের মত নবগঙ্গায় পরির পিছনে ছুটে চলেছি ; নদীর তলে ডুবে যেতে যেতে মমিন সাহেবের শ্বাস বন্ধ হয়ে আসে ।
কিছুক্ষণ পর স্ত্রী কল্পনা স্বামীর গোঁ গোঁ আওয়াজে ঘুম থেকে জেগে উঠেন ।
এই যে স্বপ্ন ও বাস্তবতার মাঝে গল্পকারের অনায়াস, সহজ আনাগোনা – গল্পের পুরো অবয়ব জুড়ে তাকে উপলব্ধি করেছি গভীর ভাবে। পরির মালতি-দি হয়ে উঠার গল্পটাও কেমন অনায়াসে বলে গেলেন । সেখানে কামিনী ফুলের গাছের কথা আছে, মুক্তিযুদ্ধের কথা আছে, সেই সময়ের নির্মম কিছু বাস্তবতার কথা আছে । আবার গল্পের শেষে এসে ধরা দিয়েছে জাদুবাস্তবতা । কল্পনা মমিন সাহেবের বিছানার চাদর তুলে ঝাড়তে গিয়ে দুইটা কামিনী ফুল দেখতে পান ।
.
পরের গল্প ‘গোঁসাবাড়ির বীথিলতা” । একটি বাড়ির বর্ণনা দিয়ে গল্পের গুরু । তালেব আলীর খোঁজে পরাগ এসেছে এই বাড়িতে । শেষ না করে উঠা যায় না-এমনিই একটা গল্প এটা । সাতচল্লিশের দেশভাগের নির্মমতাকে পাশ কাটিয়ৈ গল্পকার বলেছেন মানবিক এক গল্প; এখানেই গল্পকারের স্বার্থকতা । আরো কিছু বলার ইচ্ছে ছিল গল্পটা নিয়ে । কিন্তু বইয়ের ফ্ল্যাপের পিছনে কথাসাহিত্যিক অমর মিত্রের কথাগুলোর পর আর কোন কথা চলে না-
‘অপূর্ব গল্প । বুকটা ভার হয়ে গেল । স্মৃতি গল্প লেখার কৌশল জানেন বুনতে জানেন গল্প । সুতরাং তিনি লিখবেন । আমিও পড়ব।‘
.
অমর মিত্রের সাথে গলা মিলিয়ে আমিও বলতে চাই, ‘সুতরাং তিনি লিখবেন । আমিও পড়ব।‘
পাঠক, আপনার কী পড়তে ইচ্ছে করছে না গল্প বুনার সেই গল্পকারকে?
.
অন্যান্য যে বইগুলো সংগ্রহ করেছি, সেই সব বই নিয়েও সংক্ষিপ্ত পাঠ প্রতিক্রিয়া লিখতে চাই, যেন মেলা চলাকালীন বইয়ের বিক্রি আশানুরূপ হয়।.

এটা স্মৃতি ভদ্রের তৃতীয় গল্পগ্রন্থ ।
আগের দুইটি - 'অলোকপুরীর ডাক' ও 'অন্তর্গত নিষাদ ও পায়রা রঙের মেঘ' ।

মো. শামছুল ইসলাম
১৩ ফেব্রুয়ারি ২০২০

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:২৮

নীল আকাশ বলেছেন: লেখক /লেখিকা স্মৃতি ভদ্র এর এটাই কী প্রথম বই?
আগের কোন বই থাকলে সেটা উল্লেখ করলে পাঠকের সুবিধা হতো।
দারূন কাজে হাত দিয়েছেন আপনি। অভিনন্দন রইলো।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৫০

শামছুল ইসলাম বলেছেন: এটা উনার তৃতীয় গল্পগ্রন্থ ।
আগের দুইটি - 'অলোকপুরীর ডাক' ও 'অন্তর্গত নিষাদ ও পায়রা রঙের মেঘ'

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৫১

আহমেদ জী এস বলেছেন: শামছুল ইসলাম,




দেখছি, বেশ কিছুদিন থেকে আপনি বইমেলার বই নিয়ে পাঠ প্রতিক্রিয়া অন্য অর্থে রিভিউ লিখছেন।
রিভিউ পড়তে আমার ইচ্ছে করেনা কারন তাতে মূল বইয়ের কাহিনী বই পড়ার আগেই জানা হয়ে যাবে আর তখন বইটিকে পানসে পানসে মনে হবে ।
এটাও পড়িনি, কেবল আপনার সাথে আছি জানাতেই এই মন্তব্য।
শুভেচ্ছা বসন্তের।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৫৯

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ আহমেদ জী এস ভাই ।

তা জানা হয়তো হয়ে যায়; কিন্তু ভালো গল্প তো একাধিকবার পড়লেও পুরনো হয় না । গল্পের রসাস্বাদন করতে হলে তো বইটা না পড়ে উপায় নেই ।

অসংখ্য বইয়ের ভিড়ে ভালো বইয়ের সন্ধান দেওয়াও এই লেখার একটা উদ্দেশ্য ।

যাই হোক, ভিন্নমত থাকতেই পারে ।

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:১৫

আহমেদ জী এস বলেছেন: শামছুল ইসলাম,




প্রতিমন্তব্যের জন্যে ধন্যবাদ।
"অসংখ্য বইয়ের ভিড়ে ভালো বইয়ের সন্ধান দেওয়াও এই লেখার একটা উদ্দেশ্য ।" এটা অবশ্যই বুঝতে পারি!

কিন্তু আপনি লিখে যাচ্ছেন, সেখানে আমি আপনাকে কোনও মন্তব্য করছিনে, এটা ভাবতে কেমন কেমন যেন লাগছিলো তাই মন্তব্যটি করেছি এটা জানাতে যে, আপনি আমার নজরের বাইরে নেই।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৪৭

শামছুল ইসলাম বলেছেন: অশেষ ধন্যবা আহমেদ জী এস ভাই ।

কিন্তু আপনি লিখে যাচ্ছেন, সেখানে আমি আপনাকে কোনও মন্তব্য করছিনে, এটা ভাবতে কেমন কেমন যেন লাগছিলো তাই মন্তব্যটি করেছি এটা জানাতে যে, আপনি আমার নজরের বাইরে নেই। - লেখালেখি করে কিছু হয় কি-না জানি না; এমন অকৃত্রিম ভালোবাসায় মনটা ভরে গেল, চোখটাও দেখি ঝাপসা হয়ে আসছে ।

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার রিভিউ টাইপ পোস্ট গুলি পাঠককে বই কিনতে উৎসাহিত করবে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৫৩

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ গিয়াস ভাই ।

আমার মনে হয়, আপনাকে এতোদিনে যতটুকু বুঝেছি, আপনি কমকথার লোক । কিন্তু সঠিক কথাটা বলতে পারেন অনায়াসে ।

আপনার রিভিউ টাইপ পোস্ট গুলি পাঠককে বই কিনতে উৎসাহিত করবে। - যদি তাই হয়, আমি খুশি হবো ।

ফেসবুকের কারণে সবার মধ্যে বই পড়ার একটা অনীহা চলে এসেছে । আমার একান্ত ইচ্ছে, আমরা সেই অনীহার বৃত্ত থেকে বেরিয়ে আসি । বই হোক অবসরের সঙ্গী ।

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৫১

রাজীব নুর বলেছেন: আগে রিভিউ পড়ে, তারপর বই পড়তে বেশি মজা।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৫৫

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ রাজিব ভাই ।

আগে রিভিউ পড়ে, তারপর বই পড়তে বেশি মজা। - আপনার সুচিন্তিত মতামত আমাকে আরো উৎসাহিত করেছে ।

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৩৫

নেওয়াজ আলি বলেছেন: ভালো বই। ভালো সাথী । রিভিউ পড়ে ভালো বই কিনা যাবে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৩০

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ নেওয়াজ ভাই ।

ভালো বই। ভালো সাথী । রিভিউ পড়ে ভালো বই কিনা যাবে। - কথাগুলো খুব ভালো লেগেছে । ভালো সাথীর খুঁজে পাওয়ার জন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.