![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাখী ডানায় ভর করে মুক্ত নীল আকাশে মনের আনন্দে উড়ে বেড়ায়, আমিও কল্পনার ডানায় চড়ে মনের গহীন আকাশে .......
গল্প ও কবিতা সংকলনটা পড়তে গিয়ে আমার দাঁত ভেঙে যাচ্ছে। বার বার উচ্চারণ করেও নাম দু'টোকে বাগে আনতে পারছি না- কমান্ডার কৃকটক ও তাঁর সহকারী প্রিকপট। মহাকাশযান গ্যালাকটিক নিয়ে তাঁরা নেমে পড়েছে ধানক্ষেতে। জায়গাটা সাভার উপজেলার বিরুলিয়া গ্রাম। দাঁত ভেঙে গেলে তার মেরামতের বিলটা লেখক তানকিউল হাসানের কাছে নিউ ইয়র্কে পাঠিয়ে দেব। উনি অতি সজ্জন ব্যক্তি। আশা করি বিলটা পেমেন্ট করবেন। গল্পের নাম কুতুবউদ্দিনের মহাকাশ যাত্রা।
.
(সংকলনে আমার লেখা একটা গল্প আছে - মোরা একটি ফুলকে বাঁচাবো বলে..)
.
আসরের নামাযের বিরতি (২০ মিনিট) -
.
এত্তো কঠিন কঠিন নাম জপতে জপতে যে গল্পটা পড়তেছি তার কারণ ভিনগ্রহের বেটা দুইটা কী করে, তা না যাইনা মনটা স্বস্তি পায় ক্যামনে?
.
কুতুবউদ্দিনের দেখা পাইলাম কিছুক্ষণ পরেই। হের কাহিনি শুইন্যা তো আমার পেটে খিল ধরার অবস্থা। টাকি মাছওলা তাঁরে কয়-
' মেম্বার সাব, মাছে টেস্ না পাইলে আমার গালে জুতা দিয়া দুইটা বাড়ি দিয়েন।'
সেই টাকি মাছের ভর্তা দিয়ে এক গামলা ভাত খাওয়ার পর কুতুবউদ্দিনের পেট খারাপ করল। পেটের পীড়ায় অস্থির তাঁর মুখের ভাষাও অতি চমৎকার। কম বয়সী চতুর্থ বউ ময়নাকে উদ্দেশ্য করে সে বলে-
'চুপ কর হারামজাদী। বালের ভর্তা বানাইছস, হাগতে হাগতে আমার জীবন শেষ।' ( এখানে বলা প্রয়োজন, কুতুবউদ্দিন ময়নার বাপের বয়সী।)
টাট্টি ঘরে (পায়খানা) কুতুবউদ্দিনের ভো দৌড়। সেখানে সে কি দেখল, তাঁর কি হলো, জানতে ইচ্ছে করে?
তবে এসে পড়েন আনন্দমে, স্টল ৬৯৭। আর যদি জামের ভয়ে আসতে না চান, অনলাইনে রকমারি ডট কমে ঢু মারেন।
.
আজকের মত বিদায়। ও বলতে ভুলে গেছি, ২০ টা গল্প ও ৮ টা কবিতা আছে সংকলনে।
.
১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:৫৮
শামছুল ইসলাম বলেছেন: হুম, বেচারা কুতুবউদ্দিন ।
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:২৬
নেওয়াজ আলি বলেছেন: দারুণ , ভালো লাগলো ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:০১
শামছুল ইসলাম বলেছেন: লেখার মধ্যে হাস্যরস সৃষ্টি করা কঠিন । যারা পারে, তাদের লেখা পড়তে ভালো লাগে ।
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৪৩
রাজীব নুর বলেছেন: কুতুব উদ্দিনের জন্য মায়া লাগছে।