![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাখী ডানায় ভর করে মুক্ত নীল আকাশে মনের আনন্দে উড়ে বেড়ায়, আমিও কল্পনার ডানায় চড়ে মনের গহীন আকাশে .......
গতকাল রাত থেকে নিজেকে রাহাত হিসেবে কল্পনা করছি । আজ সকালে ওঠেও সেই ভাবনা তাড়া করে ফিরছে । আমার ওপর জ্বীনের আছর পড়েনি, মোস্তফা শরীফের ‘তামস’ উপন্যাসের আছর পড়েছে । প্রথমে ভেবে ছিলাম পোলাপান মানুষ ( মজা করে লিখছি, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক) রহস্য উপন্যাস কী আর লিখবে? নীহারঞ্জনের কীরিটি রায়ের কথা মনে পড়েছে । একসময় দিনরাত এক করে পড়েছি । নিজে নিজেই চিন্তা করতাম খুনি বা অপরাধী কে? একবারও আমার ধারণার সাথে মিলতো না । মিলবেই বা কী করে? যাকে সবচেয়ে বেশী সন্দেহ করতাম, সে-ই দেখা যেতো নির্দোষ । আর যাকে ভেবেছি, ভাজা মাছটি উল্টে খেতে জানে না, সে-ই নাটের গুরু । সে রকম জমানো রহস্য উপন্যাস কী শরীফ লিখতে পারবে? পড়তে শুরু করার পর দেখছি ছোকড়া তো তুখোড় লেখে।
.
শরীফ আমাকে দিয়ে থুক্কু রাহাত আজিমকে দিয়ে শেষ পর্যন্ত কী ভাবে উদার-হৃদয়, সজ্জন, সংস্কৃতিবান আলী আশফাকের মৃত্যু রহস্য ভেদ করে, তা না জেনে আমি আজ ওঠছি না । ( অবশ্য বউয়ের অনুরোধ বা আদেশ নাজিল হলে আমার সাধ্য নেই ‘তামস’ নিয়ে বসে থাকি; অনেকটা সামরিক আইনের মতো।)
.
ইতিমধ্যেই আমি (রাহাত) দুইজনের সাথে কথা বলেছি । একজন বদরুল সাহেব । নেভীতে ছিলেন । আলী আশফাক সাহেবের প্রতিবেশি ও দাবা খেলার সঙ্গী । বেশ কিছু তথ্য তার কাছ থেকে সংগ্রহ করলাম । এরপর চলে গেলাম আশফাক সাহেব যেখানে খুন হয়েছেন, মির্জাপুরের সেই নির্জন স্থানে । সেখানে দেখা পেলাম ওসি রকিব হোসেনের সাথে । কথা হলো । তবে তেমন কিছু জানা হলো না ।
.
তাই বিস্তারিত জানতে ফিরছি ‘তামস’-এ ।
আপনিও কী জানতে চান কে আশফাকের খুনী?
তা হলে আর দেরী কোন; চলে যান ‘আলোর ভুবন’ – এর স্টলে, ৬১৮।
আর ঘরে বসে বইটা পেতে চাইলে রকমারি.কম তো আছে-ই।
.
মো. শামছুল ইসলাম
১৫ ফেব্রুয়ারি ২০২০
১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৫৫
শামছুল ইসলাম বলেছেন: হ্যাঁ রাজীব ভাই ।
রহস্ + গোয়েন্দা কাহিনি ।
গতকাল সন্ধ্যায় শেষ করলাম ।
উত্তেজনায় টান টান লেখা ।
সাথে বাড়তি পাওনা চমৎকার ভাষা ও বর্ণনাশৈলী।
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৫২
নেওয়াজ আলি বলেছেন: মোহিত হলাম l
১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৫৬
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ নেওয়াজ ভাই ।
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:১৯
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: গোয়েন্দা পড়তে বেশ ভালো লাগে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৩২
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই ।
গোয়েন্দা পড়তে বেশ ভালো লাগে। - আপনার মতো আমারও ভালো লাগে । তবে বাংলাদেশের প্রকৃতি ও পরিবেশের মধ্যে ভালো গোয়েন্দা উপন্যাস পাওয়া দুষ্কর । এই গোয়ান্দা কাহিনিটা পুরোপুরি বাংলাদেশের প্রেক্ষাপটে রচিত । টানটান উত্তেজনায় ভরা ।
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:১৮
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: হ্যাঁ রাজীব ভাই ।
রহস্ + গোয়েন্দা কাহিনি ।
গতকাল সন্ধ্যায় শেষ করলাম ।
উত্তেজনায় টান টান লেখা ।
সাথে বাড়তি পাওনা চমৎকার ভাষা ও বর্ণনাশৈলী।
গ্রেট। অবশ্যই সংগ্রহ করবো।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:০৪
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই ।
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৪৮
রাজীব নুর বলেছেন: রসহ্য + গোয়েন্দা নাকি??