|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 শামছুল ইসলাম
শামছুল ইসলাম
	পাখী ডানায় ভর করে মুক্ত নীল আকাশে মনের আনন্দে উড়ে বেড়ায়, আমিও কল্পনার ডানায় চড়ে মনের গহীন আকাশে .......
গতকাল রাত থেকে নিজেকে রাহাত হিসেবে কল্পনা করছি । আজ সকালে ওঠেও সেই ভাবনা তাড়া করে ফিরছে । আমার ওপর জ্বীনের আছর পড়েনি, মোস্তফা শরীফের ‘তামস’ উপন্যাসের আছর পড়েছে । প্রথমে ভেবে ছিলাম পোলাপান মানুষ ( মজা করে লিখছি, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক) রহস্য উপন্যাস কী আর লিখবে? নীহারঞ্জনের কীরিটি রায়ের কথা মনে পড়েছে । একসময় দিনরাত এক করে পড়েছি । নিজে নিজেই চিন্তা করতাম খুনি বা অপরাধী কে? একবারও আমার ধারণার সাথে মিলতো না । মিলবেই বা কী করে? যাকে সবচেয়ে বেশী সন্দেহ করতাম, সে-ই দেখা যেতো নির্দোষ । আর যাকে ভেবেছি, ভাজা মাছটি উল্টে খেতে জানে না, সে-ই নাটের গুরু । সে রকম জমানো রহস্য উপন্যাস কী শরীফ লিখতে পারবে? পড়তে শুরু করার পর দেখছি ছোকড়া তো তুখোড় লেখে।
.
 শরীফ আমাকে দিয়ে থুক্কু রাহাত আজিমকে দিয়ে শেষ পর্যন্ত কী ভাবে উদার-হৃদয়, সজ্জন, সংস্কৃতিবান আলী আশফাকের মৃত্যু রহস্য ভেদ করে, তা না জেনে আমি আজ ওঠছি না । ( অবশ্য বউয়ের অনুরোধ বা আদেশ নাজিল হলে আমার সাধ্য নেই ‘তামস’ নিয়ে বসে থাকি; অনেকটা সামরিক আইনের মতো।)
.
ইতিমধ্যেই আমি (রাহাত) দুইজনের সাথে কথা বলেছি । একজন বদরুল সাহেব । নেভীতে ছিলেন । আলী আশফাক সাহেবের প্রতিবেশি ও দাবা খেলার সঙ্গী । বেশ কিছু তথ্য তার কাছ থেকে সংগ্রহ করলাম । এরপর চলে গেলাম আশফাক সাহেব যেখানে খুন হয়েছেন, মির্জাপুরের সেই নির্জন স্থানে । সেখানে দেখা পেলাম ওসি রকিব হোসেনের সাথে । কথা হলো । তবে তেমন কিছু জানা হলো না । 
.
তাই বিস্তারিত জানতে ফিরছি ‘তামস’-এ ।
আপনিও কী জানতে চান কে আশফাকের খুনী?
তা হলে আর দেরী কোন; চলে যান ‘আলোর ভুবন’ – এর স্টলে, ৬১৮।
আর ঘরে বসে বইটা পেতে চাইলে রকমারি.কম তো আছে-ই।
.
মো. শামছুল ইসলাম
১৫ ফেব্রুয়ারি ২০২০ 
 ৮ টি
    	৮ টি    	 +০/-০
    	+০/-০  ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৯:৫৫
১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৯:৫৫
শামছুল ইসলাম বলেছেন: হ্যাঁ রাজীব ভাই ।
রহস্ + গোয়েন্দা কাহিনি ।
গতকাল সন্ধ্যায় শেষ করলাম ।
উত্তেজনায় টান টান লেখা ।
সাথে বাড়তি পাওনা চমৎকার ভাষা ও বর্ণনাশৈলী।
২|  ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৯:৫২
১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৯:৫২
নেওয়াজ আলি বলেছেন: মোহিত হলাম l
  ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৯:৫৬
১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৯:৫৬
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ নেওয়াজ ভাই ।
৩|  ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ১০:১৯
১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ১০:১৯
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: গোয়েন্দা পড়তে বেশ ভালো লাগে।
  ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ১০:৩২
১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ১০:৩২
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই ।
গোয়েন্দা পড়তে বেশ ভালো লাগে। - আপনার মতো আমারও ভালো লাগে । তবে বাংলাদেশের প্রকৃতি ও পরিবেশের মধ্যে ভালো গোয়েন্দা উপন্যাস পাওয়া দুষ্কর । এই গোয়ান্দা কাহিনিটা পুরোপুরি বাংলাদেশের প্রেক্ষাপটে রচিত । টানটান উত্তেজনায় ভরা ।
৪|  ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  দুপুর ২:১৮
১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  দুপুর ২:১৮
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: হ্যাঁ রাজীব ভাই ।
রহস্ + গোয়েন্দা কাহিনি ।
গতকাল সন্ধ্যায় শেষ করলাম ।
উত্তেজনায় টান টান লেখা ।
সাথে বাড়তি পাওনা চমৎকার ভাষা ও বর্ণনাশৈলী। 
গ্রেট। অবশ্যই সংগ্রহ করবো।
  ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  বিকাল ৩:০৪
১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  বিকাল ৩:০৪
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই ।
©somewhere in net ltd.
১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৯:৪৮
১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৯:৪৮
রাজীব নুর বলেছেন: রসহ্য + গোয়েন্দা নাকি??