![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দোহাই তোমার হে মহাকাল,আর একটু সময় দাও, বৈষ্যমের বেড়াজাল থাকবেনা, থাকবেনা বর্ণের বিভাজন; শুভ সত্তার কান্না বন্ধ হবে সেদিন, আর প্রতিশোধ প্রতি বিন্দু কান্নার, দেখো সেদিন বাতাসে থাকবে শুভ্রতা আর স্বর্ণালী নিমন্ত্রণ।
এই যে বেয়াড়া কাল প্রবাহ, একটু দাঁড়াও,
তোমার কোল থেকে একটুখানি সময় চেয়ে নিলাম;
জীবনের পাতাটি হয়ত পড়া হবে কোন অলস বিকেলে,
কি! ভাবতে দেবেনা? কোথায় আছি, কোথায় ছিলাম।
আমার যে দম বন্ধ হয়ে আসছে,
একটা খোলা মাঠ, খোলা আকাশ;
কি চাই আর? এইতো জীবন,
আকাশে রঙের ছটা, বাতাসে উচ্ছ্বাস।
নদীর স্রোতে বয়ে চলে জীবনের স্পন্দন,
এই যে জীবন, কী উদ্দেশ্য তার?;
কোথায় তার শ্বাশত পথ? খুজে মরি,
শুধুই কি আসা আর যাওয়া বারে বার।
ঐ যে দূরান্তে একটা জঙ্গল, দেখতে পাচ্ছ?
মিশে আছে আকাশের নীলিমায়;
ওখানে একটা কোকিল আছে,
কি তার সুর!সুরের কন্ঠ সুরহীন, সাথীহারা বেদনায়।
হয়ত কোন স্নিগ্ধ কোমল অথচ অকপট ভোরে বা কোন আলপনা চর্চিত বিকেলে,
এসেছিলাম এই অবনীর আলো আঁধারীতে;
কী হল এসে? কি কাজ আমার?
মানবতা যেখানে ভূলুন্ঠিত, সত্য যেখানে তলিয়ে নৈরাশ্যের স্রোতে।
নৈরাশ্যের গহবর থেকে কে তুলবে সত্যকে?
কে জ্বালাবে নীতির শ্বাশত মশাল?;
সত্যের শান্তি নিকেতণে আজ শুধুই আহাজারি,
দেখি বাতাসে উড়ে রক্তাক্ত শতছিন্ন পাল।
দোহাই তোমার হে মহাকাল,আর একটু সময় দাও,
বৈষ্যমের বেড়াজাল থাকবেনা, থাকবেনা বর্ণের বিভাজন;
শুভ সত্তার কান্না বন্ধ হবে সেদিন, আর প্রতিশোধ প্রতি বিন্দু কান্নার,
দেখো সেদিন বাতাসে থাকবে শুভ্রতা আর স্বর্ণালী নিমন্ত্রণ।
©somewhere in net ltd.