![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দোহাই তোমার হে মহাকাল,আর একটু সময় দাও, বৈষ্যমের বেড়াজাল থাকবেনা, থাকবেনা বর্ণের বিভাজন; শুভ সত্তার কান্না বন্ধ হবে সেদিন, আর প্রতিশোধ প্রতি বিন্দু কান্নার, দেখো সেদিন বাতাসে থাকবে শুভ্রতা আর স্বর্ণালী নিমন্ত্রণ।
একটা যদি বৃত্ত আঁকি
বিন্দুটাকে কেন্দ্র করে;
ঘুরতে ঘুরতে শেষটুকু তার
শুরুর সাথে দিলাম জুড়ে।
ভাবতো এবার চুপটি করে,
ভ্রু দুটি ভ্রূকুটি করে,
কি দেব তার নাম?
বাঁধ ভেঙ্গে দাও কল্পনার,
দিবারাত্রি জল্পনার;
নানা জনের নানান কথা,
সে নিয়ে এক বিশাল গাঁথা।
হয়ত বলবে শূন্য ওটা, শুধুই বোঝায় শুন্যতা;
আমি বলি হাতটি বাড়াও, মুঠোয় তোমার পূর্ণতা।
©somewhere in net ltd.
১|
১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪২
সুপ্ত-আগ্নেয়গিরি বলেছেন: কবিতাটি আমার মৌলিক কবিতা নয়;
এর প্রথম চার লাইন আমি দেখেছিলাম একটা টি-শার্টে।