নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজপথ ঘুরে, নর্দমা খুড়ে, খুজি জীবনের মানে।

নব জাগরণ মন্ত্রণা শোন, ঋজু হও তাজা প্রান, নব মোড়কে বাসি জিনিসের হইয়াছে অবসান; একসাথে আজ গাইব মোরা শিকল ভাঙ্গার গান।

সুপ্ত-আগ্নেয়গিরি

দোহাই তোমার হে মহাকাল,আর একটু সময় দাও, বৈষ্যমের বেড়াজাল থাকবেনা, থাকবেনা বর্ণের বিভাজন; শুভ সত্তার কান্না বন্ধ হবে সেদিন, আর প্রতিশোধ প্রতি বিন্দু কান্নার, দেখো সেদিন বাতাসে থাকবে শুভ্রতা আর স্বর্ণালী নিমন্ত্রণ।

সুপ্ত-আগ্নেয়গিরি › বিস্তারিত পোস্টঃ

পারাপার

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:২৪





এই যে পোকা, তুই তো বোকা;

বুকের মধ্যে জমাট রক্ত, থোকা থোকা।




তবুও কেন মরিস ঘুরে,

করোটীটা ছিদ্র করে?

হৃদয় আমার ভাঙল যবে,

মস্তিষ্কে কি আর হবে!

বাঁধভাঙা রক্তক্ষরণ।



যেদিন সে যে শান্ত পায়ে,

উঠলো গিয়ে মৃত্যু-নায়ে;

ধরা হলো সাদাকালো;

সব আলো নিভে গেলো;

সুনসান অন্তকরন।



খোলস ভেঙে কষ্ট বলে,

ভাসিস কেন আঁখির জলে?

হিয়া আমার নিথর তখন;

শব্দগুলো বোবার মতন;

প্রতি শ্বাসে তাকেই স্মরণ।



বিধির কাছে প্রশ্ন এটাই,

নিঠুর খেলা থামবে কোথায়?

বাবুই বলে- জীবন তটে,

মৃত্যু আসে দৃশ্যপটে;

স্পর্শ করে মানবচরণ।



দিনের পরে রাত্রি দেখা,

মৃত্যুপুরের গন্ধ শোঁকা,

বিধির খাতায় এইতো লেখা;

কাঁদিসনে তাই ওরে বোকা;

ফিরতি পথে পদচারণ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.