নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজপথ ঘুরে, নর্দমা খুড়ে, খুজি জীবনের মানে।

নব জাগরণ মন্ত্রণা শোন, ঋজু হও তাজা প্রান, নব মোড়কে বাসি জিনিসের হইয়াছে অবসান; একসাথে আজ গাইব মোরা শিকল ভাঙ্গার গান।

সুপ্ত-আগ্নেয়গিরি

দোহাই তোমার হে মহাকাল,আর একটু সময় দাও, বৈষ্যমের বেড়াজাল থাকবেনা, থাকবেনা বর্ণের বিভাজন; শুভ সত্তার কান্না বন্ধ হবে সেদিন, আর প্রতিশোধ প্রতি বিন্দু কান্নার, দেখো সেদিন বাতাসে থাকবে শুভ্রতা আর স্বর্ণালী নিমন্ত্রণ।

সুপ্ত-আগ্নেয়গিরি › বিস্তারিত পোস্টঃ

ক্ষুব্ধ ইরেজার

০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১৭

তোমাকে আর রাখবনা মনে;

অন্দর থেকে ছুঁড়ে দেব, নোংরা উঠোনে;

নিজেকে আর হেয় করতে, রাজি নই আমি;

নিমেষেই করে ফেলি, এই দৃঢ় প্রতিজ্ঞা ;

দাঁতে দাঁত চেপে, ভেতরের ঝড় বৃষ্টিকে উপেক্ষা করি;

উপেক্ষা করি আসন্ন জোয়ার;

নিজের মধ্যে তাই তন্নতন্ন করে খুজি, একটা ইরেজার।



ঠিক তখন, নিজেই নিজেকে চমকে দেই,

ছোট্ট একটা শব্দে;

আর তা হল-



ভালোবাসি ।



তুমি চলে গেছ;

তাতে কি!, ভালই হয়েছে, যা হওয়ার তাই হয়েছে;

তুমি তো আর অপরিহার্য নও!



যুক্তি দিয়ে, ভয় দেখিয়ে, নালায়েক হৃদয়ে,

সত্যটাকে প্রায় প্রতিষ্ঠিত করেই ফেললাম;

ঠিক তখন, বেঈমান, নির্লজ্জ চোখদুটো,

দু-ফোঁটা অশ্রু ঝরিয়ে,

বললো-



ভালোবাসি।



তোমার প্রতি রাগ , ক্ষোভ, অভিমান পুঞ্জীভূত হয়ে,

পৃথিবীটাকে ঝাপসা লাগে;

মনে হয় ক্লেদাক্ত খোঁয়াড়;

ভাবলাম-

তুমি তো আমার যোগ্যই নও;

ঠিক তখন,

দুহাতে মুখ ঢেকে, ফিসফিস করে বললাম-



ভালোবাসি।



ভাবলাম-আর না, অনেক হয়েছে,

নিজের ছিঁচকাঁদুনে স্বভাবে আমি আজ বিরক্ত;

তোমাকে আজ থেকে তোমার মত থাকতে দেব;

ঠিক তখন,

তোমার কাছে ব্যক্ত,অব্যক্ত কথাগুলি ভাবতে ভাবতে,

সাদাকাগজে আঁকিবুঁকি, কাটাকাটি করতে করতে,

চোখের জলের সাথে কাজল মিশিয়ে, যা লিখলাম,

তা হল-



ভালোবাসি।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩০

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: তোমার প্রতি রাগ , ক্ষোভ, অভিমান পুঞ্জীভূত হয়ে,
পৃথিবীটাকে ঝাপসা লাগে;
মনে হয় ক্লেদাক্ত খোঁয়াড়;


ভালবাসার কবিতায় ভাললাগা ও ভালবাসা .... :)

০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৫

সুপ্ত-আগ্নেয়গিরি বলেছেন: ধন্যবাদ।

২| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:০৫

রাবেয়া রব্বানি বলেছেন: কবিতার চরিত্রকে ভালো ব্র‍্যন্ডের ইরেজার দিন কবি। যারা ভালোবাসেনা তাদের জন্য কান্নাকাটি কাজের কথা না। মুছতে না পারলে মুচড়ে ওয়েস্ট বক্সে ফেলে দেন

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২২

সুপ্ত-আগ্নেয়গিরি বলেছেন: :P হুম, তাই করতে হবে দেখছি; তবে তাতে কাজ হবে কিনা বুঝতে পারছিনা; চোখের কাজল যে মিশেছে সাথে।

তাই মুচড়ে ডাস্টবিনে ফেলে দেওয়াই শ্রেয়; সেই সাজেশনই দিব।

শুভ কামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.