| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আর কিছু না বলে থাকতে পারলাম না.................
গত ৫তারিখ দেশে ১টা আন্দোলন শুরু হয় কাদের মোল্লা সহ সকল রাজাকারের ফাসির দাবিতে..................
১৪ তারিখ সাইদি সাহেবের রায় দেবার কথা ছিল.............................
ঘটনা ১: আন্দোলনের ১০ দিনের মাথায় ১৫কোটি জনতা,মিডিয়া সবাই মিলে রাজাকারের ফাসির দাবি ভুলে গিয়ে জামাতের পিছনে লেগে পরলাম।কারন টা এরকম মনে হল যে ৪২ বছর রাজাকারের বিচার না হবার জন্য জামাত দায়ি। বিচারের দায়িত্ব যে সরকারের উপরে ছিল আমরা তাও ভুলে গেলাম.................
ফলাফল: ২০দিন চলছে,কাদের মোল্লার রায় যা ছিল তাই আছে,সাইদির রায় এর কোন খবর নাই। সরকার খুশি জনতা জামাতের পিছনে লাগছে...আর জামাত খুশি তাদের নেতাদের বিচার কার্জ বন্ধ।
ঘটনা ২: এবার আন্দোলনের ১৫ দিনের মাথায় ১৫কোটি জনতা,মিডিয়া সবাই মিলে রাজাকারের ফাসির দাবি ভুলে গিয়ে আস্তিক নাস্তিক ধর্ম নিয়া মহা তর্ক বিতর্ক আন্দোলনে নেমে গেলাম। কেন জানাজা হল, হবেই যখন ইসলামি রীতিতে হলনা কেন, মসজিদ এ ককটেল হাতে কেন, নামাজের গালিচা কেন আগুনে পুরলো। বাঙ্গালীরা তর্ক করতে খুবই ভালবাসে...........
ফলাফলঃ তর্ক বিতর্কের এক মুহুর্তে...............
ইবনুলঃ তুই ত বেটা নাস্তিক........
সুমেলঃ তুই ত বেটা রাজাকার.....
নতুন ২টা গালির আবির্ভাব আর আন্দোলনকারীরা ২ভাগে বিভক্ত।
জামাত খুশি জনতা বিভক্ত সরকার খুশি জনতা রাজাকেরর ফাসির কথা ভুলে গেছে।
আমার অনুধাবনঃ
১। কিছু দিন আগে ফেবু তে দেখলাম "আমরা বাংলা পরীক্ষার আগে বাংলা পড়ি, ইংরেজি পড়িনা" মহান বানী..........কিন্তু বাস্তব কথা হল গিয়া আমরা আসলে বাংলা পরীক্ষার আগে বাংলাও পড়িনা...............পরীক্ষার কথা ভাবতে ভাবতে ঘুমায় পরি,ঘুমের মাঝে সপ্ন দেখি। তা না হলে রাজাকারের ফাসি চাইতে চাইতে ধর্মভিত্তিক রাজনীতি বন্ধের কথা আসে কি করে!!!!!!!!!!!!!
২। আমাদের কে যেভাবে নাচানো হয় আমরা সেভাবেই নাচি,তর্ক করতে করতে শহীদ হয়ে যাই, মাঝখান দিয়া রাজনীতিবীদরা মজা নেয়।
ইতিহাসের শিক্ষাঃ ১৯৫২,১৯৭১,১৯৮৯ সালে বাঙ্গালীরা দাবি আদায় পর্যন্ত আমরন আন্দোলন করে যায়। দাবি আদায় সম্ভব হয়েছিল আন্দোলনের ঐক্য ও লক্ষ ঠিক থাকবার কারনে।
এই মুহুর্তে তাই দাবি হয়া উচিত ১টাই আর তা
"রাজাকারের ফাসি চাই এবং রাজাকারের ফাসি চাই"
courtesy: A B Siddique
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৩
মরা পাতা বলেছেন: ধর্ম মানুষের সরল বিশ্বাস হলে তার মধ্যে কোন মনুষ্যত্ব থাকবে না। অপরের ধর্ম কে সেই শ্রদ্ধা করতে পারে যার নিজের ধর্মের প্রতি বিশ্বাস প্রবল থাকে।
২|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৩
মিশনারী বলেছেন: রাম বামদের মেইন উদ্দেশ্য জনগনের নিকট প্রকাশ হয়ে পড়েছে । আওয়ামীলীগের সেই মাথা নিয়া কাজ করতে পারে নাই । রাম বামেরা তাদের উদ্দেশ্যের দিকে আগাইতেছে ।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৬
মরা পাতা বলেছেন: আপাত দৃষ্টিতে ত তাই মনে হচ্ছে
৩|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০২
বাতাসের রূপকথা বলেছেন: দেশের মানুষ স্বাধীনতা চেয়েছিল, বাকশাল চায় নাই। তেমনি যদি যুদ্ধাপরাধীদের শাস্তি দাবী করা হয় তবে ট্রাইবুনাল এবং সরকার কি করতে পারে সেটা নিয়ে আন্দোলন করা উচিৎ। তা না করে সারাদিন তুই রাজাকার, তুই রাজাকার করলে কোন কাজ হবে না। এরা কার বিরুদ্ধে আন্দোলন করছে এটাইতো জানতে পারল না মানুষ। আর সমস্ত আওয়ামীলীগারগুলোও এই ফাঁকে প্রজন্ম চত্বরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল।
আগামী নির্বাচন পর্যন্ত টাইম পাস করা হলো এই সরকারে একমাত্র মূলনীতি।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৭
মরা পাতা বলেছেন: ভাল বলেছেন.....কিন্তু এরা কার বিরুদ্ধে আন্দোলন করছে এবং কাদেরকে ফায়দা দিতে চাচ্ছে সেটা এখন জাতির কাছে ক্লিয়ার।
৪|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০৬
বাতাসের রূপকথা বলেছেন: @লুকার: বাংলাদেশে কোন দল মানুষের সরল বিশ্বাসের উপর শ্রদ্ধা রেখে রাজনীতি করে উদাহরন দিন?
৫|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১০
জহিরুলহকবাপি বলেছেন: আপনি েমনে হয় ভুল তথ্য জানেন । শাহবাগ থেকে ধর্ম ভিত্তিক রাজনিতী নিষিদ্ধের দাবী উঠনে নি । বরং খেলাফত মজলিস ও চরমোনাইর পীর সাহেব শাহবাগে আন্দোলনকারীদের সাথে একাত্ন হয়েছেন । এসে দোয়া করে গেছেন শোলাকীয় ঈদগাহের খতিব । কাল র াতে এসেছেন ওলামা-মাশায়েখ পরিষদের সভাপতি ।
শাহবাগ থেকে জামাত-শিবিরকে নিষিদ্ধ করার দাবী উঠেছে । কোন ধর্মীয় রাজনৈতিক দল না । বরং উপরে যাদের কথা বললাম তারা প্রত্যেকে ধর্ম নষ্ট করার জন্য জামাতকে দোষী সাবস্ত্য করে তাদের নিষিদ্ধ করার দাবী জানিয়েছেন ।
৬|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫২
htusar বলেছেন: শিবিরের সন্ত্রাসবাদিতার জন্যই এটাকে নিষিদ্ধ করার দাবি তোলা হয়েছে।
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২২
লুকার বলেছেন:
ধর্ম মানুষের সরল বিশ্বাস। এই বিশ্বাসকে পূঁজি করে রাজনীতি করা অনৈতিক। ধর্ম নিয়ে রাজনীতি হলো বিনা পূঁজির প্রতারণামূলক ব্যবসা। এটা অবিলম্বে বন্ধ করতে হবে।