নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সুখকে ঘৃনা করি। সুখ আমাকে অসুখী করেছে।

শরীফ হোসাইন মৌন

সূর্য আমি ঐ দিগন্তে হারাব তবু ধরণীর বুকে চিহ্ন রেখে যাব

শরীফ হোসাইন মৌন › বিস্তারিত পোস্টঃ

আওয়ামী লীগের নতুন আবিস্কার। শেখ হাসিনার রুচিবোধ

১৩ ই মার্চ, ২০১২ রাত ১২:৫২

আরেকবার কী হাম্বালীঘ প্রমান করল যা কিছু খারাপ তার আবিস্কারক আম্বালীঘ। হরতালে শান্তিমিছিল,তত্বাবধায়ক আনয়নের ল্যান্টাত্বক( সচিবকে ল্যাংটা করা) পদ্ধতি,তত্বাবধায়ক বাতিল, অবশেষে সরকারী হরতাল।চ্যানেল সাময়িক বন্ধ।।



সাবাশ আম্বালীঘ!! সাবাশ সাবাশ!! জয় বঙ্গবন্ধু!!!!



খালেদা জিয়া কী তার ভাষনে শেখ হাসিনাকে ( ব্যাক্তি হাছিনাকে) উদ্দেশ্যে করে কিছু বলেছেন? না। নিজের ( আমি আমি ) বলে কিছু বলেছেন ? না। বলেছেন সরকার,তারা ইত্যাদি ভাষায়। আর আমরা ,আমাদের দল ইত্যাদি।

শেখ হাসিনা এখনো আমি ,আমার বাবা ইত্যাদি,উনি( বিএনপি না খালেদা ) ,খালেদা প্রভৃতি ত্যাগ করতে পারেননি।

যেমন -শান্তিতে নোবেল পাবার লজ্জাস্কর হাস্যকর প্রচেষ্টার অংশ হিসেবে জাতিসংঘে শান্তির মডেল দিয়েছেন।যার সিংহভাগ জুড়েই আমি এটা করেছি আমি ওটা করেছি ইত্যাদি বাগাড়ম্বরে ভরা। একবারো বাংলাদেশ,বা আমরা বলেণি। সেই নৈতিক জ্ঞান,রাষ্ট্রজ্ঞান উনার নাই।

এই যে আমি আমি আমি দিস ইজ সৈরতন্ত্রের মানসিকতা।



উনার টিটকারী,চুলকানি,বেফাস কথাবার্তা সর্বজন ধিকৃত। উদাহরন দিয়ে কাব্য রচনা করা যাবে।সেই দিকে যাবনা।

উনার টিটকারী মন্তব্য বেশিরভাগ যৌন উদ্ধেম্য ও বহন করে। ব্যাপারটা বলতে গিয়ে উনি মুচকি হাসেন বটে। বড়ই অসভ্যতা।

যেমন নির্লজ্জভাবে বার বার বলেছেন, তত্বাবধায়ক কী খালেদাকে কোলে তুলে,চ্যাংদোলা করে ক্ষমতায় বসাবে? কোলে বা চ্যাংদোলা ,একজন পুরুষ আরেকজন নারী কে ......আমার কাছে সেক্সুয়াল মনে হয়।হাসিনা মজা পায়।

এবার দেখুন খালেদা আজ কী বলল,প্রধানমন্তী( নট হাসিনা বা উনি) বলেছেন তত্থাবধায়ক আমাকে কোলে ( হাসিনার বিবৃতি উনি উদ্ধৃতি দিয়েছেন নিজে বলেননি) করে ক্ষমতায় বসাবে কিনা? না আমরা জনগনের ভোটেই ক্ষমতায় আসি। উনার ভাষায় প্রধানমন্ত্রী কে কী ফখরুদ্দিন ঐ রকম( খুব বলতে পারতেন কোলে করে ,বলেননি) ভাবে ক্ষমতায় বসালো?



রুচিবোধ বলে কথা। অনেক বুদ্ধিজীবী চামচারাই শেখ হাসিনার শিক্ষাগত যোগ্যতা,খালেদা স্বল্প শিক্ষার ব্যাপারে কথা বলেন। কী লাভ হলো অতি শিক্ষা শেক হাসিনার । কথায় বলে বংশে পরিচয়।

মন্তব্য ১৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১২ রাত ১২:৫৮

নাঈম আহমেদ বলেছেন: অনেক বুদ্ধিজীবী চামচারাই শেখ হাসিনার শিক্ষাগত যোগ্যতা,খালেদা স্বল্প শিক্ষার ব্যাপারে কথা বলেন। কী লাভ হলো অতি শিক্ষা শেক হাসিনার । কথায় বলে বংশে পরিচয়। B-)) B-)) B-)) :P :P :P :P

২| ১৩ ই মার্চ, ২০১২ রাত ১২:৫৯

ত্রিভুজ বলেছেন: সরকারী হরতাল, সাময়িক চ্যানেল বন্ধ করে দেয়া.. এইসব নতুন নোংরামী এখন বিএনপিও রপ্ত না করে নিলেই হয়। আওয়ামীলীগের কথা বলে লাভ নাই, কয়েকদিন আগে আওয়ামীলীগ নিয়ে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম, দেখলাম আরো অনেকে একমত-

খুব শীঘ্রই মির্জাফরের চাইতেও ঘৃনিত শব্দ হবে "আওয়ামীলীগ" (বা হয়ে গিয়েছে ইতিমধ্যেই)। আগে মানুষ মজা করে বলতো "তুই মানুষ না আওয়ামীলীগ?" ভবিষ্যতে বলবে "তুই একটা "আওয়ামীলীগের বাচ্চা"।
- Click This Link

১৩ ই মার্চ, ২০১২ রাত ১:১৩

শরীফ হোসাইন মৌন বলেছেন: কত কথা জমা হয়ে আছে । লিখতে ইচ্ছে করেনা। ঘুনা ধরে গেছে।
যে যাই বলুক,শুধু একজনের বিষবাষ্পটাই বেশি।
সমালোচনা না করে দলীয় দৃষ্টিভংগির হাততালিতে উনি আরো উৎসাহিত হচ্ছেন।

৩| ১৩ ই মার্চ, ২০১২ রাত ১:০০

কলম.বিডি বলেছেন: সহমত

৪| ১৩ ই মার্চ, ২০১২ রাত ১:০১

চেয়ারম্যান বলেছেন: আজকে মিডিয়ার উপর আওয়ামি লীগ যে খবরদারি করলো তা কোনভাবেই মেনে নেওয়া যায়না।

১৩ ই মার্চ, ২০১২ রাত ১:১৪

শরীফ হোসাইন মৌন বলেছেন: কিন্তু আশেপাশের মানুষের সাথে কথা বলুন। কেউ কেউ সাপোর্ট করে। কারন আমাদের বিবেক বন্ধক।

৫| ১৩ ই মার্চ, ২০১২ রাত ১:০৬

প্রিয়স্রোত বলেছেন: @trivuz, great comment! Post is excellant.

৬| ১৩ ই মার্চ, ২০১২ রাত ১:১৪

ফিরোজরক্‌স বলেছেন: দেশের রাজনীতির এই সময় আরো গঠনমূলক বক্তব্য আশা করেছিলাম বিরোধী দলের নেত্রীর কাছ থেকে।

পরিস্থিতি যেভাবে এগুচ্ছে তাতে মনে হচ্ছে আওয়ামীলীগ তাদের সমাঝোতা রক্ষার্থে মানে বিএনপি কে আবার ক্ষমতা তে বসানোর জন্য ইচ্ছে করে ই সব কিছু করছে।

কারন সরকারের কর্মকান্ড বিরোধী দলের জন্য ই মঙ্গল বয়ে আনছে।

১৩ ই মার্চ, ২০১২ রাত ১:১৭

শরীফ হোসাইন মৌন বলেছেন: হ্যা খালেদার বক্তৃতা সুন্দর না।হাছিনার খিস্তি খেউর আর খালেদার অসুন্দর বক্তৃতা বাদ দিয়ে তথ্য সমৃদ্ধ, নতুনত্ব, সংকল্প সৃষ্টিকারী বক্তা নাই।

৭| ১৩ ই মার্চ, ২০১২ রাত ১:৫৩

স্বাধীকার বলেছেন:
অনেক বুদ্ধিজীবী চামচারাই শেখ হাসিনার শিক্ষাগত যোগ্যতা,খালেদা স্বল্প শিক্ষার ব্যাপারে কথা বলেন। কী লাভ হলো অতি শিক্ষা শেক হাসিনার । কথায় বলে বংশে পরিচয়।

-----------আপনার এই বাক্যের পর আর কিছু বলার থাকেনা। কুলাংগার আম্লীগ ও তাদের বশংবদরা আম্লীগকে আজ কুকুর প্রজনন কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। সারা দেশের মানুষ আজ আম্লীগকে গালাগালি করছে। অথচ এত অভিজ্ঞ আর পূরোনো একটি দলের যে দেউলিয়াপণা আমরা দেখলাম। বিকৃত যৌনসুড়সুরি বিষয়ক কথাবার্তায় হাসিনার সমকক্ষ সমকালীন রাজনীতিতে আর কেউ নেই। হাসিনাকে এত যৌনগন্ধসম্পন্ন কথাবার্তা না বলার মতো সুস্থ্য মাথারও কেউ নেই। তাই পাগল প্রজনন কেন্দ্রও আম্লীগ আজ স্থাপন করেছে বলে মনে হয়। কিন্তু ফেরাউনের শেষ রক্ষা হতে কি পারে?

৮| ১৩ ই মার্চ, ২০১২ রাত ২:০৮

নয়ামুখ বলেছেন: জয় বাংলা

৯| ১৩ ই মার্চ, ২০১২ রাত ৩:১৬

তীর্থযাত্রী বলেছেন: আপনার ফেসবুক এ গিয়ে দেখলাম আপনি শিবির করেন অথবা করতেন। তার মানে আপনি জামাত-শিবির এর একজন একনিষ্ঠ কর্মী অথবা সমর্থক।

আচ্ছা বলেন তো ইসলামে নারী নেতৃত্ব নিয়ে কি বলা হয়েছে? সত্য কথা বলবেন। যদি না বলেন তা হলে আপনি একটা .......

১৪ ই মার্চ, ২০১২ রাত ১:৩১

শরীফ হোসাইন মৌন বলেছেন: ধন্যবাদ,মাথা ঠান্ডা রেখে প্রশ্ন করার জন্য।গালি দেননি বটে ,এটাও ভালো লক্ষন,কিন্তু অপশন রেখেছেন।
আমার ফেসবুকে গিয়ে দেখলেন আমি শিবির করি।প্রথমত শিবির করা বলতে আপনি কী বুঝেন,সেটাই আমার প্রশ্ন?
আমি শিবির করিনা,করিনি।
আমার লেখা পড়ে আপনার মনে হয়েছে আমি ও দের সাপোর্ট করি এই তো?
তো আমাকে হিযবুত তাহরী ভাবেন।দেখবেন তাই মনে হবে।
তালেবান ভাবেন।দেখুন তাই মনে হবে।
আহমাদিনেজাদের অনুসারী ভাবেন। দেখবেন তাই মনে হবে।
ভেনিজুয়ালার হুগো শ্যাভেজ ভাবেন।তাই মনে হবে।
এটা ঠিক আম্লীগ মনে হবেনা। এখন আপনার ব্যাপার আপনি একজন আম্লীগবিমুখ লোককে কী ভাববেন।

আমি আলেম না। কাজেই আমার বক্তব্য ণিভুল হবেনা।সেটা ফতোয়াও হবেনা। আমার ব্যক্তিগত বিশ্বাস নারী নেতৃত্ব হারাম।
আপনি তো আম্লীগ। অথবা ভোট ব্যাংক আম্লীঘ। দেখেন তো ওদের কোন সমালোচনা খুজতে আপনার মন সায় দেয় কিনা?

১০| ১৩ ই মার্চ, ২০১২ সকাল ১০:০৪

কান্না হাসি বলেছেন: হাসি-না র কথা শুনলে মাঝে মাঝে মবে হয়, বস্তির কোন মহিলা জগড়া করতেছে।

১৪ ই মার্চ, ২০১২ রাত ১:৩৫

শরীফ হোসাইন মৌন বলেছেন: যদি আম্লীগ কে একটা শরীর ভাবেন তবে হাছিনা হলো টিউমার। সেটা ছড়িয়ে পড়েছে কোষে কোষে। কোষ গুলো হলো হানিফ,সুরন্জিত,কামরুল,সাহারা,মতিয়া,সাজেদা,আমু,ইত্যাদি ইত্যাদি। এই কোষগুলো তো আগে এমন রক্তশুন্যতায় ভুগতো না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.