![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন মানুষের চিন্তাধারার প্রতিবিম্ব বা আয়না. একজন মানুষের চিন্তাধারার মাপকাঠি হচ্ছে তার স্বপ্ন. আমার মনে হয় স্বল্প সময়ের মধ্যে যদি কারো সর্ম্পকে জানার প্রয়োজন হয়, তবে তার স্বপ্ন ও আশা সম্পর্কে প্রশ্ন করলেই বোঝা সম্ভব সে কোন প্রকৃতির।
মানুষ একমাত্র প্রাণী যে শুধুমাত্র জেগে থেকেই স্বপ্ন দেখে না ঘুমিয়েও স্বপ্ন দেখে. কারন আমাদের স্পৃহা বা ইচ্ছা গুলি এতটায় প্রবল যে, মস্তিস্ক ঘুমের মাঝেও সক্রিয় হয়ে উঠে. আমরা হয়ত ভাবি, যে ঘুমের মাঝে যা দেখি তা নীতি সঙ্গত নয় উদ্ভট কিছু, অবশ্যই আমাদের ধারনার মাঝে যথেষ্ট ভুল রয়েছে. কারন ঘুমের মাঝে আমরা কিছু ক্ষন পর পর জেগে উঠি, ঠিক তখনি আমাদের মস্তিস্ক সক্রিয় হয়ে উঠে আর আমরা যা ভাবি তাই ঘুমের মাঝে ফুটে উঠে. পরক্ষনে শরীর নিষ্ক্রিয় হয়ে গেলও ভাবনা বা ধারনা টা সক্রিয় থেকে যায়. আর এভাবে চলতে থাকে আমাদের স্বপ্ন দেখা........
©somewhere in net ltd.