নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জয় শর্মা\'র ব্লগে সবাইকে আমন্ত্রন। আপনাদের দোয়া/আশির্বাদে আমার একান্ত প্রচেষ্টা। এখানে রয়েছে আমার একগুচ্ছ গল্প/কবিতা।\nআপনাদের মতামত আমার প্রাপ্য, তাই নিঃসংকোচে যে যার মত মন্তব্য করবেন।\nধন্যবাদ।।

জয় শর্মা

আমার পরিচয় আমি একজন মানুষ, আমার গর্বের বিষয় আমি একজন বাঙ্গালি।

জয় শর্মা › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ অলিক

২১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:২২

অলিক --

হয়ত ক্ষণিক হইয়াছিল দেরি,
আমি আসিতে।
ভাবিছি বাড়াইয়া দিব,
প্রেম আমার ফূসরতে।

তুমি পারোনি প্রেম আমার-
উপলব্ধি করিতে,
কি করার আছে আর?
অমরেশ্বর যা দিয়াছে অলিকে।

ভাবিছি এবার ভুলিব সব
ছলনাময়ী অঙ্গনারে,
নিপাত করিবো বিসর্জন-
সুধু একলা তোমারে।

একেঁছ তুমি নূতন দাগ
আমারো অলিকে,
সদৃশ হোক অলিক তোমার
পরক্ষণে পারিবে বুঝিতে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৬ রাত ১১:০১

আরজু পনি বলেছেন:
বাহবা !
শব্দচয়নতো বেশ!

সাধুবাদ রইল।
আর সেই সাথে শুভব্লগিং ।

২৩ শে মার্চ, ২০১৬ রাত ১:৫২

জয় শর্মা বলেছেন: অশেষ ধন্যবাদ!

২| ২৩ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৪০

বিজন রয় বলেছেন: কখনো সাধুভাষা, কখনো চলিতভাষা, কবিতায় এমন করেছেন যে!
এটি একটু খেয়াল রাখবেন কি?

ব্লগে স্বাগতম।
ভাল থাকুন, শুভব্লগিং।

২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:০৭

জয় শর্মা বলেছেন: অবশ্যই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.