নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জয় শর্মা\'র ব্লগে সবাইকে আমন্ত্রন। আপনাদের দোয়া/আশির্বাদে আমার একান্ত প্রচেষ্টা। এখানে রয়েছে আমার একগুচ্ছ গল্প/কবিতা।\nআপনাদের মতামত আমার প্রাপ্য, তাই নিঃসংকোচে যে যার মত মন্তব্য করবেন।\nধন্যবাদ।।

জয় শর্মা

আমার পরিচয় আমি একজন মানুষ, আমার গর্বের বিষয় আমি একজন বাঙ্গালি।

সকল পোস্টঃ

কবিতাঃ নিশ্চুপ প্রতিশোধ

০২ রা মে, ২০১৬ রাত ১২:৪৮



সড়ক এ পড়ে থাকতে দেখেছি তোমারে
গাঁ ছিমছিম করছিল আমার,
লোহিত বর্ণে টলমল-
কেশর যেন ছড়িয়ে আছে তোমার।
বুঝেছি সে দিন...!
ভালোবাসা কারে কয়,
ভালোবাসা রাঙ্গিয়ে তোলা কিছু মুহূর্ত
ক্ষণিক এর জেগে উঠা কিছু অভিনয়।
লেগেছে মিছেকান্নাই...

মন্তব্য৪ টি রেটিং+১

কবিতাঃ একটি পাখি কাঠ ঠোকরা

২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ২:২৬



মেঠো বর্ণ গায়ের বরণ, \'লম্বা
সেই পাখির ঠোট\'।
চঞ্চলিয়া! \'সেই পাখির চলন\'।
এই বৃক্ষ হতে ওই বৃক্ষ \'তার ছুটে চলা-
সব বৃক্ষে যেন টুকটাক শব্দে কথা বলা\'।
নিজের অজানা জীবিকা\'ই,
পরোপকার করে বেড়াই,
সব পাখিথে\' আলাদা...

মন্তব্য৬ টি রেটিং+২

কবিতাঃ তুমি কাছের মানুষ

২২ শে এপ্রিল, ২০১৬ রাত ২:২২



তুমি কাছের মানুষ
দূরে গেলে এই পরাণ হয় চুরমার,
তুমি ঝর্ণাধারা
আলাদাভাবে তুলনা হয় না তোমার।

অজস্র তারার মাঝে
নিশিরাতে তুমি আমার একলা শুখ তারা,
যার খোঁজে ক্লান্ত আমি
তবু লুকিয়ে দেখ; আমারে তুমি দাওনা সাড়া।

বড্ড...

মন্তব্য৪ টি রেটিং+০

কবিতাঃ ব্যর্থ প্রেম

২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১:২৩




আকাশের কালো মেঘ টুকু
আজ আমি তোমাকে দিতে চাই,
সর্বহারা হয়ে \'তিমির গড়িয়ে\'
প্রেম ত্যাজ্য করে যাই।

ভেবেছি আমার এই প্রেম
চিরকাল অটুট থাকবে,
ব্যর্থ প্রেম না গড়িয়ে, তুমি-
আগলে ধরে রাখবে।

এক চিমটি আলোর খোঁজে
কত আশাতে...

মন্তব্য১ টি রেটিং+০

কবিতাঃ বর্ণনা

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৩৮


গোলাপ-পাপড়ি ঠোট তোমার
লাজুক-হরিণী চোখ,
শ্যামল বরণ গায়ের রঙ-
আমার; কাপিয়ে তোলে বুক।

চাঁদ সদৃশ ঐ মুখের হাসি
জটিল চিকুরজাল,
তিমিরে অজস্র তারার রাশি-
রুপের অঙ্গে মাতাল।

অবনী\'রে তুমি হার মানিয়ে
ফোটাও লোহিত রঙ্গন,
সর্ব যোষা\'র সেরা হয়ে-
কিবা রইল আর...

মন্তব্য০ টি রেটিং+০

কবিতাঃ মোর স্বপ্নের আবাসস্থল

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১৩



মোর স্বপ্নের আবাসস্থল...!
এখানে নেই এতটুকু সুখ,
নেই কোন নূতনত্ব-
পুরাতন যত; সবই হয়তো চেনা মুখ।

প্রতিনিয়ত খুঁজি আমি; খুঁজি একাকি-
যেথা\'ই লহরী উঠবে মোর কুন্তল,
বিশুদ্ধতা খুঁজি গন্ধবহে-
এইতো আমার মনে আঁকা আবাসস্থল।

ছাড়তে পারি না পুরাতনী,
আবাসস্থল...

মন্তব্য০ টি রেটিং+০

কবিতাঃ অবহেলার পরিণতি

০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ২:১৭


ছোট্ট ফড়িং তিড়িং-বিড়িং
উড়ে চলে বাতাসে,
একটি গাছের পানে চেয়ে
মৃধু করে হাসে।

গাছটি ছিল নারিকেলের
অনেক লম্বা ডগা,
উচ্ছ খাদে বসে আছে
লম্বা গলার বগা।

আবার একটু নিচু চেয়ে
মাথাই পড়ল ঝাঁকি,
কত কষ্টে বুনছে বাসা
ছোট্ট বাবুই পাখী।

রসে ভরা...

মন্তব্য৪ টি রেটিং+১

তনু বোনটির সুদিন

০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:২০



বোনটি আমার চুপটি করে
নিরবে সয়েছে ব্যথা,
নিদারুণ যেন চলছে-চলবে
মানুষ রুপী; পিশাচের প্রথা।

যন্ত্রণা যত সয়ে নিয়ে
দিয়েছে অকূল পাড়ি,
যেন বৃথা চেষ্টা করছি আমরা-
তাইতো তনু বোনটি
ধরণীরে দিল আড়ি।

অকূল দেখ নিস্তব্ধ!
জান্নাতে বোনের সুখ,
একূলে আবার...

মন্তব্য৬ টি রেটিং+০

ছড়া (শৈশব)

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:১২

মন আমার উড়তে চাই
দূরন্ত ঐ মেঘের ভেলাই,
খুশিতে মন ধুলছে দোলাই
উঠবো মেতে দুঃখ ভোলাই।

মাতবো মোরা বৈশাখের-
প্রমোদ স্পৃহাই,
নভোমন্ডুলে উড়বো মোরা,
মহাপ্রয়াণ কেও দিবো হারাই।

বারিধরেও ভাসবো মোরা,
প্রাসাদকুক্কুট যেমন -
অন্তরীক্ষে জোড়া জোড়া।

বায়ুভুকেও ভয় করি না
ইচ্ছে...

মন্তব্য৬ টি রেটিং+২

কবিতাঃ বৈদেশ ক্লেশ

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১:৩২

জীবন যুদ্ধে এই বৈদেশে
পেলো না কেও ঠাই,
দেশের মানুষ মা-বাবারে
স্বপ্নে দেখে যাই।

নানান দেশের মানুষ এতা
শ্রমের খোজে লিপ্ত,
একাকিত্ত কাটে না যার-
জীবিকা মিলিলে তিপ্ত।

রঙিন স্বপ্নের আহ্বানে সবাই
আহমরি হয়ে ছোটে,
বৈদেশ ক্লেশের ফল স্বরূপ-
যদি দেশে...

মন্তব্য৪ টি রেটিং+১

কবিতাঃ অপূর্ণতা

৩১ শে মার্চ, ২০১৬ রাত ২:০২

চঞ্চল প্রভাত আমি তখন
অঘর নিদ্রারত,
বঞ্চিত প্রেম আমার এখন-
আয়াস অবিরত।

স্নিগ্ধ হাওয়া আলতো বয়ে চলে,
জানালার ফাকে-
অরুণ-কিরণ-লহরী
আজোও পূব-প্রেমের কথা বলে।

গন্ধবহের ঝড়ে অনল নিভায়ে
গিয়েছি তোমারে ভুলে,
তবু কেন জানি প্রেম অপূর্ণতা-
আলতো নাড়া দিয়ে তোলে।

ওগো! মানবী...

মন্তব্য৬ টি রেটিং+০

কবিতাঃ খুকি

২৯ শে মার্চ, ২০১৬ রাত ১:৫০

দিবা-রাত্রি প্রতিনিয়ত ভাবনায় আমার; খুকি
শেষ বেলায় ছেড়ে গেল আমায় একা রাখি।
তখন শুধু একটি প্রশ্ন মনে জায়গা করে নিতো,
খুকি তোরে ছাড়া এই প্রাণ আমার রবে তো?

না জানি কেমনে বাচব তোরে ছাড়া।
মৃধু...

মন্তব্য২ টি রেটিং+১

কবিতাঃ ছলনাময়ী

২৬ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৯

পাকা রাস্তাটি হেঠে চলি আমি
ভাবনা অতি চুপিসারে,
রাস্তার পাশে দালানবাড়ি থেকে
কেও বুঝি আমায় উকি মারে।

পরক্ষণে একটু হেসে ফেলি
ভুল ভাবনা জন্ম নিয়েছে আমার তরে,
কারে বুঝাবো আমি কত বেসেছি ভালো-
সেদিনের সেই ছলনাময়ী অঙ্গনারে।

এইতো...

মন্তব্য০ টি রেটিং+০

খোকনের স্নেহের "মা"

২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৯

"১ম পরিচ্ছেদ"
শিরোনাম---
শীতের মৃধু আবাস তখন সঞ্চলিত
বয়স তখন হইয়াছে তার ১১ ছুঁই ছুঁই।
ছেলেটির সবে বুদ্ধিমত্তা বিকাশ ঘটিতেছে।
আম্র মৃধু সুবাস লবিয়া চক্ষুচড়ক হইতাছে।
মায়ের ডাক খোকন খোকন,,
এই খোকন ওঠে পর! অনেক বেলা...

মন্তব্য০ টি রেটিং+০

কবিতাঃ রাজ বসন্তের ফাল্গুন

২৩ শে মার্চ, ২০১৬ রাত ২:০৯

জীবনটা চিরন্তন নয়।
তাইতো মনে, লাগে মৃধু ভয়।

রাজ বসন্তের এই ঋতু, ফাল্গুনে!
রজনীগন্ধার সুবাস মাখা দিনে।
পারবো কি আমি,
পারবো কি ফোটাতে সেই ফুল।
যার গন্ধে ভৌমরা-মৌমাছিও
হবে ব্যকুল।

কতনা কাটে বসন্ত, ঝড়াই বৃক্ষ পাতা।
পুস্তক হস্তে, সুস্থ...

মন্তব্য২ টি রেটিং+০

full version

©somewhere in net ltd.