![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার পরিচয় আমি একজন মানুষ, আমার গর্বের বিষয় আমি একজন বাঙ্গালি।
জীবনটা চিরন্তন নয়।
তাইতো মনে, লাগে মৃধু ভয়।
রাজ বসন্তের এই ঋতু, ফাল্গুনে!
রজনীগন্ধার সুবাস মাখা দিনে।
পারবো কি আমি,
পারবো কি ফোটাতে সেই ফুল।
যার গন্ধে ভৌমরা-মৌমাছিও
হবে ব্যকুল।
কতনা কাটে বসন্ত, ঝড়াই বৃক্ষ পাতা।
পুস্তক হস্তে, সুস্থ হৃদয়ে ভাবি আমি!
ভাবি ফাল্গুনি কথা।
প্রতি ফাল্গুন আজো আমায় বলে,
ওহে,, কৌকিল তুই যাস নে, ছেড়ে আমায়।
তুই ছাড়া কি আমার রাজ বসন্তের চলে?
চুপ থাকিয়া, ক্ষণিক ভাবিয়া বলি আমি।
জীবনটা চিরন্তন নয়।
তাইতো মনে নিত্যন্ত লাগে মৃধু ভয়।
২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৫
জয় শর্মা বলেছেন: যদিও আমার ভালো কিছু লিখার ইচ্ছে জাগার পর এটি প্রথম কবিতা। ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১|
২৩ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৪২
বিজন রয় বলেছেন: এটাতেও সেই একই সমস্যা আছে।
যদিও কবিতাটি অনেক ভাল হয়েছে।
যাহোক, লিখুন।
শুভকামনা।