![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার পরিচয় আমি একজন মানুষ, আমার গর্বের বিষয় আমি একজন বাঙ্গালি।
মন আমার উড়তে চাই
দূরন্ত ঐ মেঘের ভেলাই,
খুশিতে মন ধুলছে দোলাই
উঠবো মেতে দুঃখ ভোলাই।
মাতবো মোরা বৈশাখের-
প্রমোদ স্পৃহাই,
নভোমন্ডুলে উড়বো মোরা,
মহাপ্রয়াণ কেও দিবো হারাই।
বারিধরেও ভাসবো মোরা,
প্রাসাদকুক্কুট যেমন -
অন্তরীক্ষে জোড়া জোড়া।
বায়ুভুকেও ভয় করি না
ইচ্ছে মোদের সংগি হলে,
অলয় অবয়ব থাকবো মোরা
অমরেশ্বর সংগ দিলে।
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৪৫
জয় শর্মা বলেছেন: অশেষ ধন্যবাদ...
২| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:২৩
আমিই মিসির আলী বলেছেন:
মাতবো মোরা বৈশাখের-
প্রমোদ স্পৃহাই,
নভোমন্ডুলে উড়বো মোরা,
মহাপ্রয়াণ কেও দিবো হারাই।
বাহ্!
চমৎকার।
+
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৪৬
জয় শর্মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ...
৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০৭
কথাকথিকেথিকথন বলেছেন: ভাল লেগেছে আহবানের ও আশার কবিতা ।
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৪৯
জয় শর্মা বলেছেন: ধন্যবাদ...
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:২১
বিজন রয় বলেছেন: অনেক অপ্রচলিত শব্দ পেলাম।
ভাল লেগেছে।