![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার পরিচয় আমি একজন মানুষ, আমার গর্বের বিষয় আমি একজন বাঙ্গালি।
সড়ক এ পড়ে থাকতে দেখেছি তোমারে
গাঁ ছিমছিম করছিল আমার,
লোহিত বর্ণে টলমল-
কেশর যেন ছড়িয়ে আছে তোমার।
বুঝেছি সে দিন...!
ভালোবাসা কারে কয়,
ভালোবাসা রাঙ্গিয়ে তোলা কিছু মুহূর্ত
ক্ষণিক এর জেগে উঠা কিছু অভিনয়।
লেগেছে মিছেকান্নাই ভাসছে-
আমার দুই আঁখি, কিন্তু না-
বুঝেছি স্ফূতর্ত আমার শেষ
তুমি দিয়েছ মোরে ফাঁকি।
মিনতি আমার রাখবে জানতাম
ভাবিনি রাখবে এভাবে,
আজ নিজেকে ক্ষমা করতে পারবো না,
ভুলতে পারবো না,
আমার ভালো চেয়ে তুমি-
ধরণী রে ছাড়লে কীভাবে...।
আমি তো চাইনি তোমার নিধন
চেয়েছি শুধু দূরে ঠেলে দিতে,
বুঝলে না কেন এই প্রয়াস
তুমি বৃথাই দিয়েছ প্রাণ ত্যাগ
মেতেছ মিছেমিছি নিশ্চুপ প্রতিশোধ নিতে।
০২ রা মে, ২০১৬ সকাল ৯:৩৪
জয় শর্মা বলেছেন: ধন্যবাদ!
২| ০২ রা মে, ২০১৬ রাত ১:১৬
ইসমাইলহোসেন০০৭ বলেছেন: ভালো লাগল। প্রথম +++++
০২ রা মে, ২০১৬ সকাল ৯:৩৬
জয় শর্মা বলেছেন: চাহিদা যতটুকু হোক, আপনাদের পড়ে ভালো লাগলে প্রাপ্তি টা খুব বেশি মনে হয়। ধন্যবাদ অসংখ্য।
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০১৬ রাত ১:০৪
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লিখেছ