![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার পরিচয় আমি একজন মানুষ, আমার গর্বের বিষয় আমি একজন বাঙ্গালি।
চঞ্চল প্রভাত আমি তখন
অঘর নিদ্রারত,
বঞ্চিত প্রেম আমার এখন-
আয়াস অবিরত।
স্নিগ্ধ হাওয়া আলতো বয়ে চলে,
জানালার ফাকে-
অরুণ-কিরণ-লহরী
আজোও পূব-প্রেমের কথা বলে।
গন্ধবহের ঝড়ে অনল নিভায়ে
গিয়েছি তোমারে ভুলে,
তবু কেন জানি প্রেম অপূর্ণতা-
আলতো নাড়া দিয়ে তোলে।
ওগো! মানবী অকালে তুমি দিয়েছ
প্রয়াণ পথে পা-বাড়িয়ে,
বসুধা আজ আমার ধার-হীন লাগে
তোমার মত, পদ্ম-অবলা হারিয়ে।
৩১ শে মার্চ, ২০১৬ রাত ২:৫৭
জয় শর্মা বলেছেন: সত্যি পৃথিবী কূলহারা! ধন্যবাদ ভালো থাকবেন...
২| ৩১ শে মার্চ, ২০১৬ ভোর ৫:০২
হাসান মাহমুদ তানভীর বলেছেন: বসুধা আজ আমার ধার-হীন লাগে
ভালো লাগলো।
৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৩৫
জয় শর্মা বলেছেন: অশেষ ধন্যবাদ...
৩| ৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৯:০৪
বিজন রয় বলেছেন: সুন্দর।
পরিপাটী।
+++
৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৫৭
জয় শর্মা বলেছেন: অনেক ধন্যবাদ কবি। ভাল থাকবেন...
©somewhere in net ltd.
১|
৩১ শে মার্চ, ২০১৬ রাত ২:২৫
সুজন চন্দ্র পাল বলেছেন: বসুধা আজ আমার ধার-হীন লাগে চরণটি ভাল লাগল ।