![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার পরিচয় আমি একজন মানুষ, আমার গর্বের বিষয় আমি একজন বাঙ্গালি।
তুমি কাছের মানুষ
দূরে গেলে এই পরাণ হয় চুরমার,
তুমি ঝর্ণাধারা
আলাদাভাবে তুলনা হয় না তোমার।
অজস্র তারার মাঝে
নিশিরাতে তুমি আমার একলা শুখ তারা,
যার খোঁজে ক্লান্ত আমি
তবু লুকিয়ে দেখ; আমারে তুমি দাওনা সাড়া।
বড্ড ক্লান্ত আমি আজ
তোমারি খোঁজে সব অঙ্গ-প্রত্যঙ্গ কাতর,
লুকোচুরি খেলা ভালো'ই লাগে!
লুকিয়ে তুমি থাকো; আজ তোমার অষ্টপ্রহর-
তবু স্বরণে তুমি রাখ?...
আজ হইত এই অষ্টপ্রহর তোমার?
ধরা তুমি দিবে, কারণ-
তুমি তো খুব কাছের মানুষ আমার।
২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৮
জয় শর্মা বলেছেন: ধন্যবাদ!...
২| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৫
আরণ্যক রাখাল বলেছেন:
২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৮
জয় শর্মা বলেছেন:
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৯
এহসান সাবির বলেছেন: বাহ্!