![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার পরিচয় আমি একজন মানুষ, আমার গর্বের বিষয় আমি একজন বাঙ্গালি।
ছোট্ট ফড়িং তিড়িং-বিড়িং
উড়ে চলে বাতাসে,
একটি গাছের পানে চেয়ে
মৃধু করে হাসে।
গাছটি ছিল নারিকেলের
অনেক লম্বা ডগা,
উচ্ছ খাদে বসে আছে
লম্বা গলার বগা।
আবার একটু নিচু চেয়ে
মাথাই পড়ল ঝাঁকি,
কত কষ্টে বুনছে বাসা
ছোট্ট বাবুই পাখী।
রসে ভরা দৃশ্য দেখে
থমকে দাঁড়াই ফড়িং,
একটি পাতার ডগাই বসতে-
করে তিরিং-বিরিং।
আনমনা ফড়িং, অনেক কষ্টে-
পাতায় গিয়ে বসে,
মুহূর্তে যেন ছোট্ট বাবুই
ছুটে চলে আসে।
যেই না ফড়িং পালানোর জন্য
পাখ দু'খানা নাড়ে,
অমনি যেন বাবুই তারে
ঠোটে আঁকড়ে ধরে।
০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:৪৯
জয় শর্মা বলেছেন: অজস্র ধন্যবাদ।।
২| ০৯ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৩৬
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৭
জয় শর্মা বলেছেন: ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ২:৩৮
চিক্কুর বলেছেন: চমৎকারতো!