![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার পরিচয় আমি একজন মানুষ, আমার গর্বের বিষয় আমি একজন বাঙ্গালি।
পাকা রাস্তাটি হেঠে চলি আমি
ভাবনা অতি চুপিসারে,
রাস্তার পাশে দালানবাড়ি থেকে
কেও বুঝি আমায় উকি মারে।
পরক্ষণে একটু হেসে ফেলি
ভুল ভাবনা জন্ম নিয়েছে আমার তরে,
কারে বুঝাবো আমি কত বেসেছি ভালো-
সেদিনের সেই ছলনাময়ী অঙ্গনারে।
এইতো কিছুদিন আগেও
মেয়েটির প্রেম প্রমোদে ভাসতাম আমি,
মেয়েটিও আদরে-আদরে আমার-
হয়েছিল অনেক দামি।
আজকে আর নেই সে আমার
হয়েছে প্রভুর দাসী,
হে ধাতা রাখিও তারে সুখে।
ভালোবাসায় দিলাম ফাঁশি।
©somewhere in net ltd.