নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেও ভালোবাসা পেতে পছন্দ করে, কেও ভালবাসতে পছন্দ করে, আমি হয়তো এতোদিন প্রথমটি ছিলাম

শারমিন রাবেয়া

মারাত্ত্বক অলস মানুষ, কোনো কাজই পারিনা, কিন্তু তাও নিখুঁত না হলে কিছু খুতখুতে থাকে মন। মেজাজ সবসময় খিটখিটে থাকে, কিন্তু দেখে কেও বুঝবে :)\nএকা থাকতে বেশ পছন্দ করি।

শারমিন রাবেয়া › বিস্তারিত পোস্টঃ

প্রথম লেখার অভিজ্ঞ্বতা

১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩৯

আমি খুব ভালো লিখতে পারিনা, যা বুঝাতে চাই কখনও তা লেখা দিয়েও বুঝাতে পারিনা, তাও আজ থেকে টুকটাক লিখবো চিন্তা করছিলাম।

আমার মনে হয় সুন্দর ভাবে কোন কিছু লিখতে গেলে যে সময় আর চিন্তা করতে হয় তার কোনোটাই আমি তেমন পাইনা ঠিক তা না, অলস বলে অজুহাতের সীমা থাকেনা আমার।
ব্যাক্তিগত কিছু কাজে চমৎকার ফাঁকি ঝুকি দেয়া আমার খুব দারুন স্বভাব।

এইতো যেমন ঠিক সময়ে ঘুম থেকে উঠা, এলার্ম বাজতে বাজতে হয়রান হয়ে একসময় বন্ধ হয়ে যাওয়া নিত্য ব্যাপার হয়ে দাড়িয়েছে /:), ঠিক সময়ে ওষুধ খাওয়া কোনো টাই হয়না।

যাক সেসব, এখন বলি আমি কিন্তু প্রফেশনাল কাজের বেলায় মোটেও অলস নই। ঘুম থেকে উঠার ৩০মিনিটের মধ্যেই রেডি হয়ে চলে যাই কর্মক্ষেত্রে। সারাদিন এর পরে বাসায় ফিরেও কাজ-ই করি রাত ভর।

আমি মোটামুটি ভালো রাধতে পারি :P

আচ্ছা কোন সময়টা সবচাইতে ভালো লেখার জন্যে? কোন সাজেশন দেয়া যায়?


মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: স্বাগতম!!







ভালো থাকুন নিরন্তর।

১৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০৮

শারমিন রাবেয়া বলেছেন: :) ধন্যবাদ , কিছু কিছু সাজেশন দিবেন আমাকে। যেমন কিভাবে লিখবো? কি কি বিষয়ে লিখবো, কোন সময়ে লিখবো। :)

২| ২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪১

ইমতিয়াজ ১৩ বলেছেন:






ব্লগে আপনাকে স্বাগতম। ব্লগে আপনার পথচলা হোক মৃসন।



আপনি ইচ্ছে হলে যে কোন বিষয়ে লিখতে পারেন, আপনি সম্পূর্ণরুপে স্বাধীন। তবে আমার ব্যক্তিগত মতামত আপনার পেশার বিভিন্ন অসঙ্গতি নিয়ে বেশী লিখলে এ সেক্টরের সমস্যাগুলোর সমাধানের পথ সহজ হবে।



ভাল থকুন সবসময়।


আপনার প্রাণ তাঁতি এবং জামদানি শাড়ীর শোরুমের উত্তর উত্তর উন্নতি কামনা করছি।

২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৩:৪৬

শারমিন রাবেয়া বলেছেন: নেক অনেক ধন্যবাদ ইমতিয়াজ ভাইয়া। বেশ ভালো লাগছে এতো সুন্দর ভাবে সাহায্য করার জন্যে। অবশ্যই আমি আমার পথ চলা আর আমার বিজনেসের খুটিনাটি বিভিন্ন সমস্যা নিয়ে লিখবো।

শেষের লাইন দুটির জন্যে অশেষ কৃতজ্ঞতা ভাইয়া :)

৩| ২১ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: ভালোই তো লিখছেন, চালিয়ে যান।

২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৩:৪৮

শারমিন রাবেয়া বলেছেন: অনেক ধন্যবাদ শরীফ ভাইয়া :)

৪| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৩:০৩

খেলাঘর বলেছেন:

লেখার জন্য ভালো সময় বাংলাদেশ রাত ১০টা থেকে ১১ টা

২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৩:৫৪

শারমিন রাবেয়া বলেছেন: ধন্যবাদ খেলাঘর ভাইয়া। এই সময়টা মাথায় রাখবো এখন থেকে।

৫| ২৮ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:২১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ''অলস''টা দেখছি ভালোই লিখে :) :)
চালিয়ে যান , শুভকামনা রইলো ।

৬| ২৮ শে মার্চ, ২০১৫ দুপুর ১:০২

সেলিম আনোয়ার বলেছেন: আচ্ছা কোন সময়টা সবচাইতে ভালো লেখার জন্যে? কোন সাজেশন দেয়া যায়?

অবশ্যই অবসর সময় । যখন একমনে লিখা যায় ।তাহলে লিখা হয়ে ওঠে প্রানবন্ত ,মনের মত । আর ভাল লিখার জন্য প্রয়োজন।লিখে যান নিয়মিত। একদিন সত্যি ভাল লিখে ফেলবেন ।তবে লিখার জন্য প্রচুর পড়তে হয় আর জীবনে ঘটে যাওয়া জিনিসগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করতে হয় । লিখতো জীবনেরই অংশ ।কখনো কল্পনায় কখনো বাস্তবতায় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.