![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মারাত্ত্বক অলস মানুষ, কোনো কাজই পারিনা, কিন্তু তাও নিখুঁত না হলে কিছু খুতখুতে থাকে মন। মেজাজ সবসময় খিটখিটে থাকে, কিন্তু দেখে কেও বুঝবে :)\nএকা থাকতে বেশ পছন্দ করি।
প্রথম দিকে বাসা থেকে শপ , শপ থেকে বাসা নানান ঝামেলার মধ্য দিয়ে যাতায়াত করতাম। এখন ডিরেক্ট পথ আবিস্কার করে ফেলেছি, সাথে সাথে প্রচুর হাটতেও পারি। হা হা হা
আমার মনে হত বাসা এতো দূরে না হয়ে কাছে হলে আমি মনে হয় আরো দেরি করতাম আসা যাওয়াতে।
এখন আমার আগে আমার কর্মচারীরা উপস্থিত হলেও গত এক্তা বছর আমি তাদের আগেই আসতাম ।
আসলে ভালো টীম পাওয়া যেকোন কাজের জন্যে বেশ আশীর্বাদের মত।
ফ্যাক্টরী যেহেতু ঢাকায় তাই ঢাকায় প্রোডাকশন চলাকালীন মাসে ২/৩বার আসা লাগতোই।
তখন ক্যাম্পাসের এক্স রুমমেট বড় আপুদের বাসা বা বান্ধুবীদের বাসায় উঠতাম। যদিও অনেক আত্মীয় আছেন ঢাকায়, আপন মামা, চাচা সবাই এখানে।
যেহেতু বিজনেস পারপাসে আসা তাই তাদের সেখানে উঠা বেশ বিরক্তিকর লাগতো।
যখন প্রথম দিকে বাসা খুজছিলাম একা মেয়ে বলে তেমন কোথাও পেলাম না, সাবলেট নিবো ভেবেও কয়েক জায়গায় দেখেও ভালো লাগ্লো না। আসলে প্রচুর প্রোডাক্ট থাকবে,তাই সিকিউরিটির ও একটা প্রশ্ন ছিলো।
কিছুদিন আগে আমার এই সমস্যা থেকে বের হতে পারলাম । এখন বেশ নিরাপদ আর নিশ্চিন্তে থাকি।
এতো স্বাধীন যে আমার তাঁতীরা এখন বাসায় আসে নিয়মিত। কেও কেও অর্ডার গুলো দিয়ে যায়, কেও বা ডিজাইন নিয়ে যায়।
একেবারে খাতা কলমে এঁকে এঁকে তাদের দেখানো লাগে।
আমি বেশ আনন্দ অনুভব করি, যখন তারা বলে আপা আপনার আসা লাগবেনা কষ্ট করে, আমরা আসতেসি। আমি এত বুঝাই তাদের কাজের ঝামেলা না করতে, কিন্তু আমার কষ্টের কথা ভেবে আমাকে দিনে দিনে আরো বেশি আলসে করে দিচ্ছে।
আসলে আমার বেশি ভালো বাসা সহ্য হয়না মনে হয়। কেন যেন ভীষন খারাপ লাগে, যা চাই করতে তাঁদের জন্যে অনেক সময় পারিনা কিছু বাঁধার কারনে। তবে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি তাদের জন্যে ভালো কিছু করতে।
এবার আসি আরেক প্রসঙ্গে আমার এখনকার বাসাটা যেহেতু অনেক বড় তাই চাইছিলাম একটা বেড সাবলেট হিসেবে ভাড়া দিতে, আবার যেহেতু আমি বেশিরভাগ সময়-ই চট্টগ্রাম থাকি।
সমস্যা হল ফ্যামিলি না এসে বেশি আসছে কিছু স্টুডেন্ট অথবা ব্যাচেলর ছেলেরা। মায়া হয় এদের তো এভাবে ভাড়া দিতে চাইলেও পারছিনা।
আমি কোন সমাধানে আসতে পারিনা মাঝে মাঝে একা বাসা থাকার যন্ত্রনা কিভাবে দূর করা যায়।
আচ্ছা কাজ ছাড়া কিভাবে থাকা সম্ভব? রান্না করতে আমার বড়জোর ১ঘন্টা লাগে(অনেক পদ করলে) , তাছাড়া খুব দ্রুত আমি রাধতে পারি, রান্না ঘরের কাজ ছাড়া বাসার অন্যান্য কাজ সামাল দেয়ার পর সারাদিন আর কি কি উপায়ে সময় ইউটিলাইজ করে অন্যরা?
আমি একটুও সময় পাইনা নিজের জন্যে বেশিরভাগ সময়, কিন্তু মাঝে মাঝে ভাবি (যখন কাজের চাপ কম থাকে) কিভাবে অন্যরা বা আমার আপন মানুষ গুলো দিন কাটায়!!
কিভাবে সিঙ্গেল ফ্যামিলিতে থাকা সম্ভব! ঘর ভর্তি মানুষ না থাকলে আসলেই কি থাকা যায়!
আচ্ছা টিভি যারা সারাদিন দেখেও তাও কি তাদের এক্তা সময় একা লাগেনা?
আসলে আমরা সবাই কি একা?
সবাই যে যার মত একাই... মাঝে কিছুটা সময় অন্যান্যদের সাথে সময় কাটানো অভিনয় ছাড়া কিছুই না ।
নচিকেতা দারুন ভাবে নতুন ভাবে গেয়েছেন গান টা। যদি তোর ডাক শুনে কেও না আসে, তবে নাকি একলা চলতে হয়
আমার একটা ব্যাক্তিগত মতামত হল, নিজে নিজে বাঁচার মধ্যে কোন আনন্দ নেই, শুধুই নিজের জন্যে বাঁচা কোন বাঁচা না।
অন্যের জন্যেও বাঁচতে হয় মাঝে মাঝে। সবাই অনেক বেশি ভালো থাকুন কাছের মানুষ দের নিয়ে।
২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৩:৩৮
শারমিন রাবেয়া বলেছেন: হ্যা নিজের
একদিন চলে আসুন আমার শোরুমে ।
২| ২৯ শে অক্টোবর, ২০১৪ ভোর ৬:৩৯
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বাহ! ভালো লাগলো। নিজে নিজে একা থেকে একটা ব্যবসা খাড়া করা কম কথা না। সাবাস আপু। আমি আপনার চেয়ে একটু উল্টা অবশ্য । একা থাকতেই ভালো লাগে। সবই অভ্যাসের ব্যাপার। কিসের ব্যবসা করছেন? পড়ে মনে হলো বুটিকস। শোরুমটা কোন এলাকায়?
২৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:১৫
শারমিন রাবেয়া বলেছেন: ধন্যবাদ তনিমা। একা থাকতে ভালো লাগ্লেও বেশিক্ষন ভালো লাগাটা থাকবেনা দেখেন।
তাছাড়া আমি বেশ হাওকাও এর মধ্যে বড় হয়েছি বলে বোধহয় এমন হচ্ছে।
শোরুম চট্টগ্রাম জামালখান।
ব্যাবসা জামদানির ফ্যাশন হাউস
৩| ২৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৪৯
বেগুনী ক্রেয়ন বলেছেন: সুখে আছেন, বুঝতে পারছেন না
২৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:১৬
শারমিন রাবেয়া বলেছেন: হুম আসলেই বেশ সুখে আছি, যেদিন বেশ চাপ থাকে সেদিনই আসলে দিন শেষে সুখ টা অনুভব করি।
ধন্যবাদ
৪| ২৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৫৩
ইমতিয়াজ ১৩ বলেছেন: ব্যবসার প্রাথমিক আবস্থায় আছেন আপনি তা না হলে বললাম এক জন জীবন সঙ্গী খুজে নিতে।
ব্যস্ততার মাঝে যে টুকু সময় পাবেন সেই সময়টুকু কাজে লাগান নিজস্ব মনজগতের সাথে ব্যবসায়িক পরিকল্পনায়।
ভাল থাকুন আপনি , ভাল থাকুক আপনার কর্মীরা ।
২৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:২০
শারমিন রাবেয়া বলেছেন: ইমতিয়াজ ভাই, ব্যাবসার আজ ৩বছর। কিছুদিন পরেই জীবন সঙ্গী অবশ্যই হয়তো থাকবে। কিন্তু এই সময়ে তিনিও তো স্বাভাবিক ভাবে বেশ ব্যাস্ত থাকবেন, তাইনা?
ব্যাবসায়ীক পরিকল্পনাই সারাক্ষন মাথায় ঘুরপাক খাওয়ায় একা যখন থাকি।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আপ্নিও অনেক অনেক ভালো থাকুন ।
৫| ২৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:০৩
সজিব ইসলাম বলেছেন: আপনার চিন্তা চেতনাকে স্যলুট জানাই।
আমিও আপনার মতোই চেতনা ধারন করি, কারো জন্য কিছু করতে পারলে নিজেকে অনেক Happy মনে হয়। কিন্তু দুর্বাগ্য বর্তমানে আমি আমার সেই চেতনাকে কবর দিতে হচ্ছে, এটা যে কত কস্টের সেটা বুঝানো যাবে না।
তাই বর্তমানে আমার একা থাকতে ইচ্ছে করে।
২৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:০৬
শারমিন রাবেয়া বলেছেন: এভাবে না চিন্তা করে অন্যভাবেও চিন্তা করা যায়না সজিব ভাই? চেতনা কবর দেয়ার কিছু নাই।
যাহোক ভালো থাকুন বেশ।
৬| ২৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:২৩
অপূর্ণ রায়হান বলেছেন: শো রুমের কথা বললেন , কোথায় এটা ?
অনেক শুভকামনা আপনার জন্য
২৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:০৭
শারমিন রাবেয়া বলেছেন: ধন্যবাদ রায়হান ভাইয়া।
শোরুম চট্টগ্রাম জামালখানে। স্যানমার স্প্রিং গার্ডেনে ২য় তলায়।
নামঃ রুপকথা জামদানি
৭| ২৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:১১
ইমতিয়াজ ১৩ বলেছেন: সেও ব্যস্ত থাকবে কিন্তু আপনার এখনকার একাকিত্ব অবশ্যই থাকবে না। ওনিও ব্যস্ত থাকবেন ওনার নিজস্ব জগত নিয়ে আপনার মতো করেই তার পরেও আপনার এখনকার অবসরটুকু ব্যস্ত হয়ে যাবে অনগত সেই মানুষটির জন্যই।
ভাল থাকুন সব সময় সবাইকে নিয়ে।
২৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০২
শারমিন রাবেয়া বলেছেন: ধন্যবাদ ইমতিয়াজ ভাইয়া।
শীঘ্রই তবে সুখবর জানাবো।
৮| ২৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:১৮
অপূর্ণ রায়হান বলেছেন: আপনার এই পোস্ট বুকমার্ক করে রাখলাম । ঢাকায় থাকি । সহকারী ব্যাবসা হিসেবে এম্ব্রয়ডারির ছোটখাটো একটা কারখানা আছে ধোলাই খালে । চট্টগ্রামে আসলে একবার ঘুরে যাবো আপনার শোরুম
আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করছি । ভালো থাকবেন অনেক
২৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০৪
শারমিন রাবেয়া বলেছেন: অনেক ভালো লাগছে রায়হান ভাইয়া। আমি ধোলাইখালে একদিন যাবো তবে ।
অনেক বেশি ভালো লাগবে আমার ছোট্ট কর্মক্ষেত্রে এলে।
অনেক অনেক ভালো থাকবেন ভাইয়া।
৯| ২৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১৭
জাফরুল মবীন বলেছেন: খুব সাবলীলভাবে লেখা আপনার কথাগুলো পড়তে বেশ ভাল লাগল।
আমাদের ঐতিহ্য জামদানী নিয়ে কাজ করছেন জেনে খুব ভাল লাগল।এজন্য আমার আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন।
অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।
২৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪৭
শারমিন রাবেয়া বলেছেন: মবিন ভাই অনেক অনেক ধন্যবাদ । জামদানি আর ব্যাবসার বিভিন্ন দিক নিয়ে চুলচেরা বিশ্লেষণ ধর্মী একটা লেখা (মেগা পোষ্ট টার মত) যাতে সামনে লিখতে পারি দোয়া করবেন।
অনেক অনেক তথ্য আর কথা কিলবিল করছে মাথায়, সাথে টুকরো টুকরো ওনেক লেখাও লিখেছি নিজের খাতায়, এখন থেকে সবার কাজে যেন আসে সেই ব্যাবস্থা করবো।
অনেক ভালো থাকবেন , ধন্যবাদ
১০| ২৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫২
ভূতের কেচ্ছা বলেছেন: তারাতারি বিজ্ঞাপনটা দেন বিনাপয়সায় দেহি..হা..হা/..
২৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:২১
শারমিন রাবেয়া বলেছেন: আমার বিজ্ঞ্বাপন দেয়ার অনেক ক্ষেত্র আছে আর আপনার মতামত টাও গুরত্ত্বের সাথে নিলাম , ধন্যবাদ ভুল বোঝার জন্যে।
১১| ২৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৩৫
ভূতের কেচ্ছা বলেছেন: মজা করলাম...কিছু মনে করবেন না..
২৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫৩
শারমিন রাবেয়া বলেছেন: ঠিকাছে ভাইয়া ...
মনে করার কিছু নেই, অনেক ধন্যবাদ।
১২| ২৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৩৫
কলমের কালি শেষ বলেছেন: আপনার প্রোফাইল ছবিটা দেখে মনে হচ্ছে আপনি পর্দা করে চলেন । এই পর্দা করেও আপনি একজন পুরুষের মতই কিন্তু সমাজে অবদান রেখে যাচ্ছেন । সাবলিলভাবে ব্যবসা করে যাচ্ছেন আপনার মেধাকে কাজে লাগিয়ে । অথচ পর্দার কথা বললে অনেক সুশীল সমাজ বলে সমঅধিকার লঙ্গন হচ্ছে । তখন খুবই খারাপ লাগে ।
আপনার এগিয়ে চলা দেখে খুবই ভালো লাগলো । আর একাকিত্ব আমারও ভাল লাগেনা । বাসা ভর্তি মানুষ থাকলেই মনে ফুর্তি লাগে ।
শুভ কামনা আপনার জন্য ।
২৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫৫
শারমিন রাবেয়া বলেছেন: আমাদের গুটি কয়েকের মধ্যে ভুল ধারনা আছে এই বিষয়ে। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাচ্ছে যদি।
অনেক ধন্যবাদ ।
অনুপ্রেরনা পেলাম বেশ ।
©somewhere in net ltd.
১|
২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ২:৫১
খেলাঘর বলেছেন:
আপনার নিজের ব্যবসা?