![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মারাত্ত্বক অলস মানুষ, কোনো কাজই পারিনা, কিন্তু তাও নিখুঁত না হলে কিছু খুতখুতে থাকে মন। মেজাজ সবসময় খিটখিটে থাকে, কিন্তু দেখে কেও বুঝবে :)\nএকা থাকতে বেশ পছন্দ করি।
আজ সবার কাছে একটু দোয়া চাই, শুরু হউয়া বছরটা যেন খুব কর্মমুখর কাটে ।
আমি যেন আম্মুর লক্ষ্মী মেয়ে হয়ে থাকতে পারি, আমার দ্বারা যেন আরো অনেক মানুষের কর্মসংস্থান হয় সেই দোয়া চাই সবার কাছে।
সবার স্বপ্নপূরন যেন একটু হলেও করতে পারি।
আপনাদের দোয়ায় আমাকে রাখলে বিশেষ কৃতজ্ঞ থাকবো।
০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:০১
শারমিন রাবেয়া বলেছেন: ধন্যবাদ রায়হান ভাইয়া
২| ০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:০৫
যোগী বলেছেন:
শুভ জন্মদিন।
আর দোয়া দোয়া দোয়া, এই বার একটা চাকরির ব্যাবস্থা করেন তাড়াতাড়ি।
০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৫
শারমিন রাবেয়া বলেছেন: অনেক ধন্যবাদ যোগী ভাই,চলে আসেন আমার শোরুমে একসাথে কাজ করি সবাই
৩| ০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:০৬
রিফাত হোসেন বলেছেন: dOya korlam ভাল বর পান
০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৬
শারমিন রাবেয়া বলেছেন: ধন্যবাদ রিফাত ভাই আপনার এহেন সুন্দর দোয়ার জন্যে। আমার বর যেন একজন ভালো বউ পায় সেটাও দোয়া কইরেন
৪| ০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:১২
ইমতিয়াজ ১৩ বলেছেন: অনেক অনেক দোয়া। আশা করি ভাল বর পাবেন, অনেক কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। সর্বোপরি বিয়ের দাওয়াতের অপেক্ষায় রইলা।
শুধু আম্মুর লক্ষ্মী মেয়ে নয় অনগত সেই মানুষটির লক্ষ্মী বউ হয়ে কাটার সময়টুক জীবনে আসুক খুব তাড়াতাড়ি।
শুভ জন্মদিন শারমিন রাবেয়া
০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৮
শারমিন রাবেয়া বলেছেন: অনেক অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ ইমতিয়াজ ভাইয়া।
এত্ত সুন্দর ভাবে দোয়া করে অনেক কৃতজ্ঞ করে দিলেন।
আমিও এখন থেকে দোয়া করি খুব শীঘ্রই যাতে দাওয়াত দিতে পারি আমার অতি প্রিয় এই ভাইটিকে ।
৫| ০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:২৯
বাংলাদেশ-ফয়সাল বলেছেন: কেক না খাওয়াইলে কিসের জন্মদিন ?? বদদোয়াও লাগতে পারে ।
০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ২:২৬
শারমিন রাবেয়া বলেছেন: কেক খেতে আসতে পারেন আমার বাসায় চট্টগ্রাম, বদ দোয়া দিয়েন না তাও
৬| ০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫৬
ভূতের কেচ্ছা বলেছেন: কি আর করা জন্মদিন যখন
রবীঠাকুরের কবিতাখান মখস্ত করেন..শুভ জন্মদিন
জন্মদিন
আজ মম জন্মদিন । সদ্যই প্রাণের প্রান্তপথে
ডুব দিয়ে উঠেছে সে বিলুপ্তির অন্ধকার হতে
মরণের ছাড়পত্র নিয়ে । মনে হতেছে কী জানি
পুরাতন বৎসরের গ্রন্থি বাঁধা জীর্ণ মালাখানি
সেথা গেছে ছিন্ন হয়ে ; নবসূত্রে পড়ে আজি গাঁথা
নব জন্মদিন । জন্মোৎসবে এই-যে আসন পাতা
হেথা আমি যাত্রী শুধু , অপেক্ষা করিব , লব টিকা
মৃত্যুর দক্ষিণ হস্ত হতে , নূতন অরুণলিখা
যবে দিবে যাত্রার ইঙ্গিত ।
আজ আসিয়াছে কাছে
জন্মদিন মৃত্যুদিন , একাসনে দোঁহে বসিয়াছে ,
দুই আলো মুখোমুখি মিলিছে জীবনপ্রান্তে মম
রজনীর চন্দ্র আর প্রত্যুষের শুকতারাসম —
এক মন্ত্রে দোঁহে অভ্যর্থনা ।
প্রাচীন অতীত , তুমি
নামাও তোমার অর্ঘ্য ; অরূপ প্রাণের জন্মভূমি ,
উদয়শিখরে তার দেখো আদিজ্যোতি । করো মোরে
আশীর্বাদ , মিলাইয়া যাক তৃষাতপ্ত দিগন্তরে
মায়াবিনী মরীচিকা । ভরেছিনু আসক্তির ডালি
কাঙালের মতো ; অশুচি সঞ্চয়পাত্র করো খালি ,
ভিক্ষামুষ্টি ধূলায় ফিরায়ে লও , যাত্রাতরী বেয়ে
পিছু ফিরে আর্ত চক্ষে যেন নাহি দেখি চেয়ে চেয়ে
জীবনভোজের শেষ উচ্ছিষ্টের পানে ।
হে বসুধা ,
নিত্য নিত্য বুঝায়ে দিতেছ মোরে — যে তৃষ্ণা , যে ক্ষুধা
তোমার সংসাররথে সহস্রের সাথে বাঁধি মোরে
টানায়েছে রাত্রিদিন স্থূল সূক্ষ্ম নানাবিধ ডোরে..............
০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ২:২৭
শারমিন রাবেয়া বলেছেন: আমি ভীষণ আনন্দ অনুভব করছি ভুতের কেচ্ছা ভাই।
অনেক অনেক ভালো লাগছে ভাই।
৭| ০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ২:০৬
আমিনুর রহমান বলেছেন:
শুভ জন্মদিন
০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ২:২৮
শারমিন রাবেয়া বলেছেন: অনেক ধন্যবাদ আমিনুর ভাইয়া
৮| ০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ২:১৯
পাভেলহক বলেছেন: শুভ জন্মদিন
০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ২:২৫
শারমিন রাবেয়া বলেছেন: ধন্যবাদ পাভেল ভাইয়া
৯| ০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ২:২১
মহান অতন্দ্র বলেছেন: শুভ জন্মদিন ।
০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫২
শারমিন রাবেয়া বলেছেন: অনেক ধন্যবাদ অতন্দ্র ভাই
১০| ০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩৫
নিজাম বলেছেন: শুভ হোক জন্মদিন
০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৩
শারমিন রাবেয়া বলেছেন: ধন্যবাদ অনেক অনেক আম ভাই
১১| ০৩ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৫:১০
মামুন রশিদ বলেছেন: শুভ জন্মদিন
০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১২:৫০
শারমিন রাবেয়া বলেছেন: অনেক ধন্যবাদ মামুন ভাই ।
১২| ০৩ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৬
জানা বলেছেন:
শুভ জন্মদিন।
সর্মবময় মঙ্গল হোক।
০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১২:৫১
শারমিন রাবেয়া বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ জানা আপু। অনেক খুশি লাগছে আজ আমার ।
১৩| ০৩ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৪
লুলুপাগলা বলেছেন: শুভ জন্মদিন
০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৩
শারমিন রাবেয়া বলেছেন: ধন্যবাদ লুলুপাগ্লা ভাই
১৪| ০৩ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: খানা পিনা নাই , খালি পেটে দোয়া করি ক্যামনে ।
০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৩
শারমিন রাবেয়া বলেছেন: ধন্যবাদ ভাইয়া
ভাত খেয়েছেন ভাইয়া এখন?
১৫| ০৩ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৮
লেখোয়াড় বলেছেন:
শুভেচ্ছা জন্মদিনের।
০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৫
শারমিন রাবেয়া বলেছেন: ধন্যবাদ লেখোয়াড় ভাই
১৬| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ৯:২১
জাফরুল মবীন বলেছেন: শুভ জন্মদিন!
আমাদের কেক কই?
০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৪
শারমিন রাবেয়া বলেছেন: ধন্যবাদ মবিন ভাই
কেক তো কেটেছি-ই কিন্তু আপনারা এলেন না কেনো?
১৭| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ৯:২৩
প্রবাসী পাঠক বলেছেন: শুভ জন্মদিন।
এইবার খাওয়া দাওয়ার জন্য দাওয়াত দেন।
০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১২:৫২
শারমিন রাবেয়া বলেছেন: ধন্যবাদ প্রবাসী ভাই
চলে আসুন চট্টগ্রাম । আমি নিজ হাতে রান্না করে খাওয়াবো
১৮| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৫
তিথীডোর বলেছেন: Happy birthday sister!
০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১২:৫১
শারমিন রাবেয়া বলেছেন: ধন্যবাদ তিথী আপু । অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৭
অপূর্ণ রায়হান বলেছেন: শুভ জন্মদিন আপু
