নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেও ভালোবাসা পেতে পছন্দ করে, কেও ভালবাসতে পছন্দ করে, আমি হয়তো এতোদিন প্রথমটি ছিলাম

শারমিন রাবেয়া

মারাত্ত্বক অলস মানুষ, কোনো কাজই পারিনা, কিন্তু তাও নিখুঁত না হলে কিছু খুতখুতে থাকে মন। মেজাজ সবসময় খিটখিটে থাকে, কিন্তু দেখে কেও বুঝবে :)\nএকা থাকতে বেশ পছন্দ করি।

শারমিন রাবেয়া › বিস্তারিত পোস্টঃ

সংকোচ অথবা লজ্জা

২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:১৭

ছোটবেলায় কেও যখন রেজাল্ট দেয়ার পর সুনামে পঞ্চমুখ হত আমি কি পরিমান লজ্জা পেতাম!!
বৃত্তি পাবার পর এলাকা বাসী তো আছেই যখন টিচার বা আত্মীয় স্বজন রা খুব সুনাম করতেন আমি ভীষন রকম লজ্জা পেতাম।
পরে যখন বিভিন্ন সময় প্রাইজ পেতাম খেলাধুলা ,ডিবেট হাবিজাবি তাও আমি ভীষন লজ্জা পেতাম জেতার পরে না, বরং যখন আমার সামনে সবাই সুনাম টুনাম করতো, তখন মনে হত কোন চিপা ্নাই লুকানোর :)

যাহোক, বিভিন্ন সময় এই বুড়া বয়সে যখন কোন মিডিয়াতে আমার প্রতিষ্ঠানের নামে কোন লেখা আসে আমি খুব লজ্জা পেয়ে যাই কেও শুভেচ্ছা জানালে।

এমন কি কোন একটা ইনফরমেশন দিলাম, যেমন ডিস্কাউন্ট অফার ও সেতা ছড়িয়ে দিতেও লজ্জা পেতাম।

মেইল এ মেইলে যখন কোন প্রকাশিত সাক্ষাত কারের জন্যে শুভেচ্ছা দেয় আমি কি বলবো বুঝতে পারিনা।

আমি কিভাবে তাদের ধন্যবাদ জানাবো বুঝিনা।

আচ্ছা আমি কাজের মানুষ কাজ করে যেতে চাই, আমাকে সামনে আনার দরকার নেই, আমি চাই চুপচাপ কাজ করতে, গত বছর সেরা উদ্যোক্তা সন্মাননা পুরস্কার দেয়ার আগে আমার কাছে অনেকেই কি কি যেন দরকার ছিলো দেয়ার, আমি দিতে পারিনি।

তাও কোন ভাবে তারা সংগ্রহ করেছে।

পরে পুরস্কারের দিনেও যেতে পারিনি, আমার হয়ে আরেক বিজনেস গুরু এন্ড আইডল ক্রেস্ট আর সার্টিফিকেট নিয়েছে,

পরে অবশ্য আমার শোরুমের এড্রেস এ পাঠিয়েছে।


আমি চাই আমার রিয়েল কাজের মানুষ গুলো এটা পাক।
বা খুব প্রচারের চেয়ে সবাই এটার গুরত্ত্ব বুঝে।
আচ্ছা আমি কি বাইরের কাজ কর্মের জন্যে উপযুক্ত না, নাকি সোস্যাল না?

কোনটা জানিনা।

তবে এটুকু জানি যেটুকু না করলেই নয়, সেটুকু আমি না চাইলেও করতে হবে।

আমি সবার কাছে আমার রুপকথার জন্যে দোয়া চাই ।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫২

অপূর্ণ রায়হান বলেছেন: আশাকরি আপনার সাফল্যে অনেকে অনুপ্রাণিত হবে ।

অনে শুভকামনা রইল আপনার জন্য :)

২৫ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪১

শারমিন রাবেয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রায়হান ভাইয়া ।

২| ২৫ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:০৩

ইমতিয়াজ ১৩ বলেছেন: আপনার ব্যবসা দিনকে দিন উন্নতি লাভ করুক।



এর আগের পোষ্টে একটা লাইন ছিল


আমি আজ বিশেষ কিছু পেতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। দোয়া করবেন ।


আজকের পোষ্টে বলছেন


আমি সবার কাছে আমার রুপকথার জন্যে দোয়া চাই ।



তাই বলি এই বিশেষ কেউ আর রুপকথার মধ্যে কি কোন যোগ সাযোস আছে না কি অন্য কিছু ?





ভাল থাকুন আপনি আল থাকুক আপনার ব্যবসার প্রাণ তাঁত কর্মীরা ।

২৫ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫১

শারমিন রাবেয়া বলেছেন: ইমতিয়াজ ভাই, কিছু মানুষ থাকে এত্তো ভালো, হয়তো তাঁদের কখন ও দেখিনি আগে, দেখবো ও না, তাঁদের কথা বা সাহস দেয়া সব কিছু খুব অনুপ্রেরনা হয়ে কাজ করে।

আমার আপনাকে তাই-ই মনে হয়। ধন্যবাদ অনেক অনেক।

বিশেষ কিছু হল, ভালো কিছু অর্ডারের একটা বিশেষতম অর্ডার হাতে পেয়েছিলাম।

আমার জন্যে দোয়া করবেন যাতে এমন ভালো ভালো খবর দিতে পারি।

আমার দ্বারা অন্তত ১০০ জনের যাতে এই বছর এমপ্লোয়মেন্ট নিশ্চিত হয়।

বাকি আছে আর কজন ।


আমার সব কিছুই আমার ব্যাবসার সাথে যোগসাজস ভাইয়া, অন্য কিছু যাতে শীঘ্রই দিতে পারি চাই :)

৩| ২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:০৭

জাফরুল মবীন বলেছেন: রূপকথা ও রুপকল্পকার দু’জনের জন্যই দোয়া রইলো বোন। :)

২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:১২

শারমিন রাবেয়া বলেছেন: মবীন ভাইয়া, আমি খুব কৃতজ্ঞ আপনাদের কাছে , এতো ভালো আর সুন্দর ভাবে অনুপ্রেরনা আর সাহস দেয়ার জন্যে।
ধন্যবাদ ভাইয়া।

৪| ২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:১১

কলমের কালি শেষ বলেছেন: সংকোচ এবং লজ্জা না পেয়ে অনু্প্রানিত হয়ে দেশ ও দশের মঙ্গল করে যান । আর কখনো নিজেকে বড় করে দেখবেন না তাহলেই অহংকার নামক হিংস্র রোগটি বাসা বাঁধতে চাইবে ।

আপনি এবং আপনার প্রতিষ্ঠানের জন্য রইলো অসংখ্য শুভকামনা । :)

২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৫

শারমিন রাবেয়া বলেছেন: কখোনই কোনভাবে বড় করে দেখবো না ইনশাল্লাহ।

অনেক ধন্যবাদ কালি শেষ ভাইয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.