![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মারাত্ত্বক অলস মানুষ, কোনো কাজই পারিনা, কিন্তু তাও নিখুঁত না হলে কিছু খুতখুতে থাকে মন। মেজাজ সবসময় খিটখিটে থাকে, কিন্তু দেখে কেও বুঝবে :)\nএকা থাকতে বেশ পছন্দ করি।
আচ্ছা আমি যদি বলি সন্তুষ্টিতে থাকাটাই প্রধান বিষয়, সুখ শান্তির চেয়ে মানা যাবে?
আচ্ছা আমি যখন প্রশ্ন করি সুখ কি,উত্তর হল আশেপাশের মানুষকে ভালো রাখা...
আমি কি ফ্লোরেন্স নাইটেঙ্গেল?
কথা বাড়ালাম না, , ,
আমি যদি বলি শান্তি কি, উত্তর হল কারো কাছে কিছু প্রত্যাশা না করে কাজ করে যাওয়া আপন মনে...
আরে!!! যার জন্যে বা যাদের জন্যে করবো কোন প্রত্যাশা থাকবে না?
উত্তর হল, না।
আমি কি মাদার তেরেসা?
না তা ঠিকাছে... এসব হতে হবে কেনো, ভালো থাকতে গেলে , ভালো কাজ করে শান্তি , সন্তুষ্টি পেতে হলে মাদার তেরেসা বা ফ্লোরেন্স নাইটেঙ্গেল হতে হবেনা, তুমি তো রাবেয়া, , , ,
সবাই ভালো থাকুন। আলহামদুলিল্লাহ আমি খুব খুব ভালো আছি। বেশ ভালো আছি।
২| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪৩
ইমতিয়াজ ১৩ বলেছেন: কি ব্যক্ত করতে চাচ্ছেন তা হয়তো কিছুটা বুঝতে পারছি, তবে প্রতিধানের আশায় মূলত কেউ ই সহযোগীতা করে না তবে তা কেউ স্বীকার করলে ভাল লাগে।
ভাল থাকুন আপনি এবং আপনার ব্যবসার প্রাণ তাঁত কর্মীরা।
৩| ২৮ শে মার্চ, ২০১৫ দুপুর ১:০১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সন্তুষ্টির অপর নাম শান্তি , একজন মানুষ যতক্ষণ পর্যন্ত নিজের অবস্থানের উপর সন্তুষ্ট থাকবেনা , ততক্ষণ পর্যন্ত সে শান্তি পাবেনা ।
©somewhere in net ltd.
১|
০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:০২
পাবনার পাগল বলেছেন: আপনি মাদার তেরেসা বা ফ্লোরেন্স নাইটেঙ্গেল কেহই নন । কিন্তু জানেন, আপনি কে? আপনি 'রাবেয়া' "আল-আদাবিয়্যাহ (রাবেয়া বসরী) ।"