![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মারাত্ত্বক অলস মানুষ, কোনো কাজই পারিনা, কিন্তু তাও নিখুঁত না হলে কিছু খুতখুতে থাকে মন। মেজাজ সবসময় খিটখিটে থাকে, কিন্তু দেখে কেও বুঝবে :)\nএকা থাকতে বেশ পছন্দ করি।
আমি যা স্বপ্ন দেখছি তা সত্যি হতে বাধ্য , আমি যা ভাবছি তা হবেই... এই বিশ্বাস নিয়ে চলতে পারতে হবে।
কত দ্বিধা , কত ঝড় আসবে সামনে , মনে রাখতে হবে স্বপ্ন যে দেখে, যে আশা নিয়ে বেঁচে থাকে, সে পারবেই।
অনেকেই ভাবে বাংলাদেশ একদিন পালটে যাবে, এদেশের মানুষ অন্য ভাবে দেখবে একদিন সব..
হয়তো কোন কিছুই হবেনা, হয়তো কিছুই সত্যি হবেনা, কিন্তু যে স্বপ্ন দেখে বেচে থাকতে পারবে সে পারবেই।
স্বপ্ন বেশি বেশি দেখা উচিত, শেষ পর্যন্ত স্বপ্নই টিকে থাকবে।
যে মানুষ একবার চিন্তা করে “আমি কি পারবো? সে কোনদিন ও সেটা পারবেনা,”
যে চিন্তা করবে , “আমি তো পেরে গেছি, আর একটু সময় বাকি,এই- যা”
অনেকে স্বপ্ন-ই দেখে না, স্বপ্ন বা আশা করার করার আগেই নেগেটিভ চিন্তা করে বসে, সে তুলনায় আমরা বেশ ভাগ্যবান।
বাইবেলে একটা কথা আছে, “যে বেঁচে থাকে, এবং বিশ্বাস করে বেঁচে থাকে, সে মরেনা”
আমি ভীষন অবাক হই, এতো এতো ব্যার্থতার কথা, এতো অসফলদের ভীড়েও কিভাবে নিরাশ না হয়ে আমার শ্রধ্যেয় স্যার আমার প্রান প্রিয় বন্ধু খুব বেশি পজিটিভ।
তাঁদের কাছে কোন কিছুই অসম্ভব না।
আমার শক্তি আমার প্রেরনা সব আমার স্বপ্ন-ই।
এমনও অনেক দিন গিয়েছে আমি চিন্তায় ঘুমাতে পারিনি, কি করবো কি করবো ...
আমার শোরুমের অবস্থা খারাপ গিয়েছে, ঈদের পর পর পূজোর জন্যে খুব চাপ যাচ্ছিলো একা সাম্লে নিতে পারছিলাম না, অনেক সময়া হয়ে যাচ্ছিলো।
নতুন প্রোডাক্ট আনানোর জন্যে শোরুমের এমপ্লোয়ী বার বার তাগাদা দিতে লাগছিলো।
পরে আরো অনেক ধরনের সমস্যার ভীতর দিয়ে যাচ্ছিলাম।
বাসায় ফিরে বকুনি বা খোঁচা ।
কান ও দি-ই নি। পাত্তা দি-ইনি শুধু তা না, অনেক ঝামেলার বিষয় মাথাচারা দেয়ার আগেই নিজেকে ভাবতাম, টপ লিস্টের বিজনেসে সমস্যা থাকবেই।
যখন ল্যাপটপ বা নেট এর কোন ব্যাবস্থা ছিলোনা আমার আমি কি বিকল্প বের করিনি?
যখন শপ ছিলো না, আমি কি বিজনেস করিনি?
এর চেয়েও কি খারাপ অবস্থা হয়নি? সেগুলো উতরে যেতে পেরেছি না?
তবে দেখলাম, কেও একজন যখন একটা বিষয়ে ভালো করে, তার সামনে অনেক গুলো অপরচুনিটি এসে দাঁড়ায় । তাই তখন সে কোনটা নিবে, কিভাবে নিবে, বা কিভাবে ব্যালেন্স করবে সেতা সম্পুর্ন তার উপর।
একা কোন ডিসিশনে যেতে না পারলে বড় বড় বিশেষজ্ঞ্ব দের সাহায্য নিতে হবে, তারা অবশ্যই এসব বিষয়ে দারুন সুন্দর ব্যাখ্যা দিতে পারবেন।
এর মধ্যে একটা কড়া সিধান্ত নিতে হল , বানিজ্য মেলা... মহিলা বানিজ্য মেলা। এই মেলায় যাবো কি যাবো যাবোনা, একমাস!! তার উপরে এত্তো ভাড়া, আবার সেখানে থাকবে কে, তাহলে শপ এ কে থাকবে, এই নিয়ে বেশি টেনশন করতে সময় ছিলোনা, একটাই সিদ্ধান্ত যাবোই, পরের টা পরে।
অনেকের ভয়, আরো অনেকে জামদানি নিয়ে আসবে , ডিরেক্ট নারায়নগঞ্জের মানুষরা অনেক গুলো জামদানির স্টল নিয়েছে, আমি এসব পাত্তা দেইনি, উড়িয়ে দিয়ে বলেছি কারো সেল হবেনা দেখেন,শুধু আমার স্টলে হবে
কেও হয়তো বলেছে, এখানে প্রচুর খরচ উঠে আসবে কি না...
কেওবা নানান নেগেটিভ কথা...
তবে ওয়ি যে বললাম না, আমি মারাত্ত্বক ভাগ্যবতী , আমার বাবা, আমার গুরু, আমার প্রিয় কাছের বন্ধুটি কিভাবে যেনো ৩জনেই পড়ে গেছে এক গোছের। ঠু মাচ পজিটিভ।
জানে আমার হাত একেবারেই খালি , তাও তারা নেগেটিভ ছিলোনা।
আল্লাহর রহমতে মোটামুটি না, দারুন ভালো করে যাচ্ছি।
গতকাল খবর পেলাম , সবার দূরাবস্থার কথা চিন্তা করে মেলা আরো ১০দিন বাড়িয়েছে, আমার টিম মেম্বার রা বিরক্ত হয়েছে, আরো এতোদিন থাকবো। আমি সাথে সাথে লুফে নিলাম সুযোগ, তাদের সাহস দিয়ে যাচ্ছি। এই ১০ দিনে সব হিসেব পালটে দিবো। আমরা তো অলরেডি সবার তুলোনায় খুব দারুন করেছি।
আমাদের তাদের সবার চেয়ে সেল শুধু ভালোই হয়নি, দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছি। কত কৌশলে আমরা সময় করে নিচ্ছি।
আমা স্টলের ঠিক সামনেই পাকিস্তানি প্যাভিলিয়ন, ইন্ডিয়ান আর এশিয়ান প্যাভিলিয়ন...
তাদের প্ন্যের চেয়ে আমাদের টাই সেরা , এটা কি ভীড়ের লোকদের টেনে টেনে বোঝানো যায়? কত কুট কৌশলে আমরা পারছি!!
আমি বা আমরা রুপকথা ফ্যামিলির সবাই আল্লাহর রহমতে দারুন সাড়া পেয়েছি। অনেকের মুখে যখন শুনি, শুধু আপনার স্টলের জন্যেই মেলায় আসা, কি এক দারুন অনুভূতি!!
এবার অন্য কথা বলি, ধরা যাক , আমাদের সামনে পিছনের স্টল দের মত আমাদের ও তেমন সেল না হত, তাহলেও আমরা হতাশ হতাম? মোটেও না, যে পরিমান প্রোমোশন বা আগ্রহ দেখেছি সবার মাঝে, তা অসাধারন।
সবার এক্তাই কথা ছিলো , আমরা তো এই এক মাসের না , আমাদের সারা বছর তারা পাচ্ছে চট্টগ্রামে। কেও কেও খুব অবাকের সাথে, আনন্দের সাথে এড্রেস টা রাখছে আমাদের শোরুমের।
টানা দাঁড়িয়ে থেকে অনেকের সমস্যা শোনা, সবার সাথে কথা বলা কি যে এক শান্তি!!
তার উপরে সবচেয়ে মজার ব্যাপার হল, সেল হউক না হউক আমাদের স্টলের সবাই আমরা ১২ ঘন্টা এতো মজা করে করে , এতো হাসি খুশীতে কাটাচ্ছি দিন, অন্যান্যরা সবাই এসে এসে জিজ্ঞ্বেস করে কি ব্যাপার আজ কে কত সেল, আজকে কত সেল।
আসলে আমরা সারাক্ষন মাস্তি করছি , কত রকম অভজ্ঞ্বতা নিয়ে কথা বলছি সবার সাথে।
একসাথে বাসায় ফিরে যাচ্ছি...
নারায়নগঞ্জ থেকে তাঁতিরা ফোন দিতে থাকে, তাদের সেল এর খবর জানাই।
আল্লাহর রহমতে আমরা অনেক বাধা অতিক্রম করে আজ দারুন ভালো আছি, অনেক সমস্যার মুখোমুখী হয়েও মনে হয়েছে ব্যাপার না, এটা হবেই।
আমি খুব বেশি কৃতজ্ঞ আমার প্রানের গ্রুপ এর কাছে। ভালো থাকুন। সামনে যেন সময় করে গুছিয়ে লিখতে পারি দোয়া করবেন। অনেক অনেক ভালো কিছু উপহার দিবো শীঘ্রই।
০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৬
শারমিন রাবেয়া বলেছেন: রায়হান ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ । আমি এমন কমেন্ট এ বেশ অনুপ্রানিত।
অনেক বেশি ভালো লাগছে ভাইয়া ।
ভালো থাকুন, আর অবশ্যই সব সময় পাশে থাকুন।
২| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৭
নতুন বলেছেন: ভাল লাগলো মেলার কথা শুনে...
জামদানি ক্রেজ তৌরি করতে হবে....
মেয়েরা যেন আগের মতন কয়টা জামদানি আছে সেইটা নিয়ে গব` করে...
আর গব`করে জামদানি পড়ে বিভিন্ন অনুস্ঠানে যায়....
০৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩৬
শারমিন রাবেয়া বলেছেন: এতো সুন্দর করে বলছেন ভাইয়া!
অনেক ধন্যবাদ। যেনো পারি ভাইয়া, দোয়া করবেন, পাশে থাকবেন।
৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪৫
ইমতিয়াজ ১৩ বলেছেন: আপনার ছোট ছোট স্বপ্নগুলো বাস্তবে ধরা দেক আপনার কাছে সফলতার মাপকাঠিতে।
ভাল থাকুন আপনি এবং আপনার ব্যবসার প্রাণ তাঁত কর্মীরা।
১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩৮
শারমিন রাবেয়া বলেছেন: অনেক বেশি ধন্যবাদ ভাইয়া।
পাশে আছেন সবসময়, আশা করি সাম্নেও থাকবেন।
অনেক ভালো থাকুন।
৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪২
বুইড়া মাস্তান বলেছেন: দারুণ পুষ্ট...
৫| ২৬ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৮
ইমতিয়াজ ১৩ বলেছেন: আপনি কি হারিয়ে গেলেন ব্লগ থেকে।
২৮ শে মার্চ, ২০১৫ রাত ২:৪৭
শারমিন রাবেয়া বলেছেন: ভাইয়া, কেমন আছেন? খুব খুব শোকরান আপনি মনে রেখেছেন।
না ভাইয়া, হারাইনি, আপনি আরো কয়েকজন এর উৎসাহে লিখতাম নিয়মিত। আরো লিখবো সামনেই ।
বাবুরা কেমন আছে ভাইয়া?
৬| ২৯ শে মার্চ, ২০১৫ সকাল ১১:২৬
ইমতিয়াজ ১৩ বলেছেন: শুকরিয়া সবাই ভাল আছে। তো আপনার খবর কি? জীবনের কোন পরিবর্তন এসেছে ?
©somewhere in net ltd.
১|
০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৯
অপূর্ণ রায়হান বলেছেন: আপনার কথামালা ও অর্জন অনুপ্রাণিত হওয়ার মতো, অনুকরণীয়।
আপনার সাফল্য কামনা করছি, যেন আপনি আপনার স্বপ্নের চেয়েও বড় কিছু করতে পারেন।
অনেক শুভকামনা