নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেও ভালোবাসা পেতে পছন্দ করে, কেও ভালবাসতে পছন্দ করে, আমি হয়তো এতোদিন প্রথমটি ছিলাম

শারমিন রাবেয়া

মারাত্ত্বক অলস মানুষ, কোনো কাজই পারিনা, কিন্তু তাও নিখুঁত না হলে কিছু খুতখুতে থাকে মন। মেজাজ সবসময় খিটখিটে থাকে, কিন্তু দেখে কেও বুঝবে :)\nএকা থাকতে বেশ পছন্দ করি।

শারমিন রাবেয়া › বিস্তারিত পোস্টঃ

প্রান খুলে হাসা

২৮ শে মার্চ, ২০১৫ রাত ৩:১৬

আমি বেশ কিছুদিন আগে হাসতে ভুলে গিয়েছিলাম। তীব্র কষ্ট বা চাপ এ একটুখানি স্তব্ধ ও ছিলাম,
কি করবো, বুঝতে পারছিলাম না। সমস্যা বাড়তে না দিয়ে ধীরে ধীরে কত উপায়ে মিনিমাইজ করা যায় সেটা না ভেবে সমস্যা কেনো সব একসাথে এক্টার পর একটা আসতেই থাকে আমার উপর সেটাতে ঘাবড়ে যাচ্ছিলাম।

কয়েকদিন চুপচাপ কোনো কিছুতেই সাড়া না দিয়ে নিজের মত সময় কাটালাম, নিজেকে সময় দিলাম। মন কে বুঝালাম। প্রতিনিয়ত যাঁকে অভিযোগ আর অনুযোগ জানাই তাঁকে জানালাম।

হয়তো তিনি আমার প্রতি দয়া পরবশ হয়েছেন সৃষ্টিজগতের এতো কিছু নিয়ে ব্যাস্ত থাকার পরেও, তিনি আমাকে ,আমার মন কে শান্ত রেখেছেন, শোকরান, আমি বুঝতে পেরেছি, যে যতটুকু নিতে পারে ঠিক ততটুকুই তিনি তার উপরে দিয়ে পরীক্ষা করেন সেটাকে কিভাবে ফেস করি।

যাহোক, বেশ অভিনয় করে যেতে লাগ্লাম ২/৩দিন, হাসিখুশি, বেশ আমুদে, প্রানচঞ্চল না থাকলেও ফুরফুরে থাকা।

সবার ধারনা হয়ে গিয়েছিলো, বেশ সুসময় যাচ্ছে এবার।
আসলে এই ধারনা অনেক কাজ দেয়, সত্যি-ই...

নতুন একটা শক্তি পাওয়া যায় । বেঁচে থাকাতেও আনন্দ আছে। এটা বুঝতে সময় লাগলেও বুঝেছি দারুনভাবে।

আমার বেশ ভালো লাগছে এখন আর বেশ হাসিও পাচ্ছে বাচ্চাদের মত কেমন আপসেট হয়ে পড়েছিলাম।

শারীরিক ভাবে কিছুটা অসুস্থ থাকলেও আসলেই বেশ ভালো আছি।

আমার প্রচুর নাস্তিক বন্ধু আছে। ২/১ জন খুব ই ভালো বন্ধু। যাদের ভাষ্য মতে দোয়া টোয়ায় কিছু হয়না, দোয়া বলতে কিছু নেই।

ব্যাক্তিগত অনেক বিষয়ে মতের অমিল থাকলেও আমরা বন্ধুই, আমাকে বিভিন্ন ভাবে খোঁচা আর কটাক্ষ করে ২টা জিনিস নিয়ে রেগুলার, আমি হাসিমুখে জবাব দেই।


যাহোক, আমি দোয়ার কাঙ্গাল, যদি মনে থাকে, সময় বা সুযোগ থাকে আপনাদের দোয়ায় আমাকে রাখবেন ।

যতদিন বাঁচি ভালো কয়েকটা কাজ করে যেতে চাই।

আমাকে দিয়ে আর আমার সহযোগীদের দিয়ে যাতে কিছু মানুষের উপকার হয়।

প্রান খুলে হাসুন, হাসান... বেশ ভালো লাগবে কথা দিচ্ছি এতে বেশ হয়।

রাতের ইবাদাতে শুধু একজনকেই সমস্যা যাতে সুন্দর ভাবে সমাধগান নিজেই করতে পারেন তার জন্যে সাহস আর শক্তি প্রার্থনা করুন (যদি মানেন) , একজনের কাছেই, হুম... আর কারো কাছে সমস্যা বলে কোনো লাভ নেই বিশ্বাস করুন, নিজের সমস্যা নিজেই সমাধান করতে যদি হবেই, তবে গা ঝারা দিয়ে উঠুন।

রাতে ঘুমাতে যাওয়ার আগে সব সমস্যা আর দুশ্চিন্তা কে মাথায় না রেখে কিডনীতে রাখুন, শেষ রাতের অয়াশরুমে ছেড়ে দিয়ে আসুন, ভালো একটা ঘুম দিন।

আপনা আপনি সকালেই সব দারুন ভাবে সমাধান হবে, একজন তো আছেন-ই। :)

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৫ রাত ৩:২৩

মুহামমদল হািবব বলেছেন: সুন্দর লেখা। ধন্যবাদ।

২৮ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৩৮

শারমিন রাবেয়া বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া :)

২| ২৮ শে মার্চ, ২০১৫ রাত ৩:৪০

শামীমস বলেছেন: দোআ করলাম.। ভালো ঠাকেন.।

২৮ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৩৮

শারমিন রাবেয়া বলেছেন: ধন্যবাদ অনেক অনেক শামিম ভাইয়া।

৩| ২৮ শে মার্চ, ২০১৫ রাত ৩:৫৫

কাবিল বলেছেন: ভাল লাগা রেখে গেলাম।

২৮ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৩৯

শারমিন রাবেয়া বলেছেন: আপনার ভালো লাগায় সিক্ত হলাম। ধন্যবাদ ভাইয়া।

৪| ২৮ শে মার্চ, ২০১৫ ভোর ৫:৩৬

ছিপি বলেছেন: আফা, আপনার কিডনি সিস্টেমে মজা পাইছি। মাগার কিডনি খুঁইজা পাইতেছি না :(

২৮ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৪০

শারমিন রাবেয়া বলেছেন: হা হা হা, কিডনী খুঁজে পাওয়া দরকার নেই পানি খান বেশি বেশি :)

৫| ২৮ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:১৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার কথা গুলি আমার খুব ভাল লাগলো ।
এই কথা গুলিই আমি একজন কে বুঝাতে পারছিনা ।

২৮ শে মার্চ, ২০১৫ রাত ১০:০৭

শারমিন রাবেয়া বলেছেন: িটন ভাইয়া, ভালো লেগেছে শুনে খুব ভালো লাগলো আমারো।
ধন্যবাদ।
বোঝাতে হবেনা, নিজের মধ্যে চেঞ্জ আসলে সেই একজন আপনার আলোয় আলোকিত হয়ে উজ্জ্বলতা ছড়াবে :)

আলো টা নিজেই আগে ছড়াতে হবে তার উপরে ভাইয়া, দেখুন.।

৬| ২৯ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৩১

ইমতিয়াজ ১৩ বলেছেন: দোয়া করি ভাল থাকুন সব সময়। আর জীবনটাকে একটা নির্দিষ্ট জায়গায় বেধে পথ চলা শুরু করুন দেখবেন আরো ভাল লাগছে।




ভাল থাকুক আপনার তাত কর্মীরা যারা আপনার ব্যবসার প্রাণ।

৭| ২৯ শে মার্চ, ২০১৫ রাত ১০:২১

শারমিন রাবেয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ইমতিয়াজ ভাইয়া।

একটা নির্দিষ্ট ছকে বেধে চললে ভালো হবে? আমার ধারনা এক ঘেয়ে লাগবে, আমি চেষ্টা করবো।
অনেক কৃতজ্ঞতা ভাইয়া.।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.