![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মারাত্ত্বক অলস মানুষ, কোনো কাজই পারিনা, কিন্তু তাও নিখুঁত না হলে কিছু খুতখুতে থাকে মন। মেজাজ সবসময় খিটখিটে থাকে, কিন্তু দেখে কেও বুঝবে :)\nএকা থাকতে বেশ পছন্দ করি।
অনেকদিন যাবত য়ামি আমার ব্লগে বা সামহোয়্যার এ লিখিনি, আসলে লিখতে সময় পাইনি, এটা বাজে কথা, মনে হতো কি হবে লিখে, তাছাড়া বেশ কিছুদিন কারো সাথে (ক্লোজ যারা) যোগাযোগ ছাড়াই নিজের মত নিজেকে সময় দিয়েছি পুরোপুরি।
অনেক কিছু বুঝলাম, শিখলাম, অনেক কিছু শেখার আছে এখনও।
আসলে আমরা নিত্য যা ফেস করি তা আমাদের লিখে ফেলা দরকার, এর কারন হিসেবে বলা যায়, আমার পুরোনো ডাইরি গুলো যখন উল্টাই ,দেখি সেই বাচ্চা বয়সে আমি কেমন করে চিন্তা করতাম, কিভাবে আমি আমার সমস্যা সমাধানের পথ খুঁজতাম।
এখন আমার মনে হয় আমি যদি রেগুলার আমার সময়া গুলো বা কাজের ক্ষেত্রে, বা বাইরে যেকোনো পরস্থিতিতে যেগুলো ফেস করছি তা না জানাই, তবে অন্যরা কিভাবে তা জানবে, অন্য সব মেয়ের বা আমার জুনিয়র যারাই আসবে আমার মত পাগলা উদ্যোক্তা হবেনা, একটু বুঝদার উদ্যোক্তা হবে।
শুধু সফলতার কথা শুনে বাহবা পাওয়া যায়, আসলে সাকসেস স্টোরির চেয়ে ফেইলিউর স্টোরি বেশি জানা দরকার।
যেমন আমি এক উপায়ে পেলাম না একটা নতুন শোরুম, মেয়ে বলে গরিমসী করেছে এমনও ,আবার সে চিন্তা করেছে কিভাবে তাকে মাসে মাসে ভাড়া দিবো, মার্কেটের অন্যান্য সার্ভিসচার্জ , ইলেক্ট্রিসিটি সহ হাবিজাবি কিভাবে বিয়ার করবো, আসলে সে আমাকে নেহাত বাচ্চা মেয়ে হিসেবে ট্রীট করে আসছিলো, এখন পুরো মার্কেটের সবচেয়ে সন্মান টা আমকে দেয়।
এটা কিভাবে অর্জন করে নিতে হবে, কিভাবে অন্য ১০০জনের সাথে সুন্দর ভাবে ডিল করে বোঝাতে হবে আমি-ই যোগ্য।
সবাই ভালো থাকুন, শেয়ার করুন সব কিছু, উপদেশ না, বাস্তবে কে কি করছি ,কিভাবে সব ট্যাকল দিচ্ছি আসুন জানাই, আমি আজ থেকে আবার শুরু করলাম।
আল্লাহ সবার মনের আশা পূরন করুন।
০৩ রা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০৭
শারমিন রাবেয়া বলেছেন: ধন্যবাদ অনেক বটের ফল
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৫ রাত ৯:০১
বটের ফল বলেছেন: শুভকামনা আপনার জন্য।