![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মারাত্ত্বক অলস মানুষ, কোনো কাজই পারিনা, কিন্তু তাও নিখুঁত না হলে কিছু খুতখুতে থাকে মন। মেজাজ সবসময় খিটখিটে থাকে, কিন্তু দেখে কেও বুঝবে :)\nএকা থাকতে বেশ পছন্দ করি।
চট্টগ্রামে যারা গতবারের পানির /জলাবদ্ধতার কথা ভুলে গিয়েছেন, তাদের আরেকবার মনে করিয়ে দেই, হাটু পানি তো আছেই, কিছু কিছু জায়গায় কোমর পানি পর্যন্ত পানি উঠেছিলো, ভুলে গিয়েছেন মাত্র এক বছরেই?
আসছে বৈশাখে আরো গুরুতর কিছু অপেক্ষা করছে বলে মনে হচ্ছে ।। এখন থেকেই যেভাবে তান্ডব জানাচ্ছে।
যারা ভাবছেন আমরা উপর তলায় থাকি পানি টানি আমাদের এখানে জমে না, মনে রাখবেন বাইরে বের হয়ে আপনি যত বড় রাজাই হোন না কেনো পারবেন ?
পানিবাহিত রোগ সহ হাবিজাবি কত পিকিউলিয়ার রোগ জেঁকে বসে এই সময়ে বাচ্চাদের মা রা বুঝেন।
যারা বাসা বাড়ি থেকে বালতিতে বালতিতে করে পানি বের করে নিজ বাসা থেকে, বাচ্চা কে খাটের উপর তুলে রাখতে পারতো একটা সময়, এখন খাট পর্যন্ত পানি উঠে যায়।
সেই মায়ের অবস্থা কেমন হয় কখনও বুঝতে পেরেছেন? অনেকেই বুঝবেন না, যারা ৩তলা, ৪তলা ,৫তলা সহ সব উঁচু ভবনে থেকে ঝড় তুফান উপভোগ করেন।
এখন আর টিনের চালের বৃষ্টি উপভোগ করতে ভয় পাই, পাশেই কারো কারো চাল উড়ে যাওয়ার কান্নায়।
এখন বৃষ্টির বা ঝড় বাদলের গান শুনে সময় কাটাতে ভয় পাই, কোথাও চিৎকার করে তখন ।
ভয়ে কুঁকড়ে যাই এখন বৃষ্টি একটু বাড়লে, মনে হয় এই বুঝি বাসার আঙ্গিনা ডুবে গেলো, এই বুঝি বাসায় পানি উঠে যাচ্ছে।
আগে ভাবতাম, কি এক এলাকায় থাকি, গরিবী ভাব সবার, নিচু মনে হয় এখানকার জায়গা।
বের হয়ে দেখি রাস্তা ঘাট , শহর আরো খারাপ অবস্থা।
নাসিরাবাদ সহ কয়েকটি নামজাদা শহর গুলোও একেবারে ডুবে একাকার, রাস্তার বালাই নেই, পানি আর পানি।
শীলাবৃষ্টি আর উপভোগ করিনা।
কিছু কি করার নেই এই বন্দর নগরী কে বাঁচানোর?
বন্দর নগরী বলতে সঙ্কোচ হয় অনেক। আজব নগরী। এই নগরীর সবাই শো ফ করে সব কিছুতে।
একটা ফ্লাইঅভার ধসে গেলেও এই নগরীর সবাই স্বাভাবিক ভাবে মেনে নেয়।
বেশ উদার এরা।
এই নগরীর মুক্ত চিন্তার মানুষগুলো মুখোসপরা, যত আকাইম্মা স্লোগান এরা দিয়েই যাই, ভালো কিছুতে এঁদের সময় থাকেনা।
নগরী পালটে দেয়া মানুষগুলো বেশি মিডিয়াতে আসতেই পছন্দ করে, রোড মার্চ করবে, ছবি টবি তুলে ফেসবুকে আপলোড কখন দিবে সেই চিন্তাই থাকে।
এবার আসলেই কিছু চাই, চট্টগ্রামের ভাই বোন্দের কাছে অনুরোধ আসুন আমরা সবাই কোথাও মিলিত হয়ে কিছু করি। মেয়র পদ এ, কাউন্সিলর পদ এ যারাই দাঁরাক দেখার সময় নেই কে কোন দল এর , যারাই এসব কাজ করবে, কোনো ইশ্তেহার না, আমাদের কাজ শুরু করে দেখান, আমরা জান দিয়ে সাহায্য করবো তাকে আনার।
নয়তো পদ হয়ে যাবার পরেও টেনে নামিয়ে দিবো কথা দিচ্ছি
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪২
ইমতিয়াজ ১৩ বলেছেন: একটি সুন্দর নগরীর স্বপ্নই আমারা দেখতে পারি, বাস্তবতা বেশ দূর।