![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব অলস প্রকৃতির মেয়ে, কিছু একটা করতে চাই সবসময়। কিন্তু কি করব জানি না। এখন জামদানি নিয়ে কাজ করছে অফ্লাইন ও অনলাইন দুই জায়গাতে।
আমরা অনেকেই জামদানি বলতে শুধু শাড়ি-ই বুঝতাম এতদিন, হ্যা এটা ঠিক আগে জামদানি দিয়ে শুধু শাড়ি-ই হত।
মুঘল আমল থেকে যুগ যুগ ধরে জামদানিতে শাড়ি পড়ে আসছিল সবাই।
সাম্প্রতিক সময়ে আমরা দেখছি জামদানিতে শুধু শাড়ি-ই নয়, জামাও হচ্ছে।পাঞ্জাবিও হচ্ছে।
জামদানি দিয়ে নানান রকম পন্য তৈরি হচ্ছে এখন, যেমন হ্যান্ডব্যাগ, মোবাইল ব্যাগ ,কুশন কাভার, টপস, পর্দার কাপড়, কোটি, ফতুয়া, স্কার্ফ ইত্যাদি সবই তৈরি করছে এখন রুপকথা।
এমনকি যে যেভাবে চাইছে সেভাবেই তৈরি করে দিচ্ছে বিভিন্ন পন্য।
©somewhere in net ltd.