![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব অলস প্রকৃতির মেয়ে, কিছু একটা করতে চাই সবসময়। কিন্তু কি করব জানি না। এখন জামদানি নিয়ে কাজ করছে অফ্লাইন ও অনলাইন দুই জায়গাতে।
জামদানি শাড়ি সর্বমোট চার ধরণের হয়।
# ফুল সিল্ক
# হাফ সিল্ক
# ফুল কটন
# নাইলন
* **ফুল সিল্ক জামদানি শাড়ি র তানার সুতা আর বাইনের সুতা এবং শাড়ির উপরের নকশা সবই রেশমের। চায়না আর জাপান থেকে রেশম আমদানি করা হয়।
*** হাফ সিল্ক শাড়ির তানার সুতা রেশমের। বাইনের সুতা আর নকশা হয় কটনের।
* **ফুল কটন শাড়িতে তানার সুতা, বাইনের সুতা, নকশা সবই কটনের। এই সুতি সুতাটা তৈরি হয় কার্পাস তুলা থেকে। কার্পাস তুলা আমাদের দেশেই চাষ হয়।
* **নাইলনের জামদানিতে নাইলন তানার সাথে বাইন আর নকশা নাইলন বা কটন দুটাই হতে পারে। নাইলন আর রেশমে খুব বেশি তফাৎ হয় না।
খুব পাকা জামদানি ব্যাবসায়ী না হলে ধরা সম্ভব না কোনটা রেশমের জামদানি আর কোনটা নাইলনের জামদানি।
নাইলনকে রেশম জামদানি বলে খুব সহজেই ক্রেতাদের ঠকানো সম্ভব।
সব ধরণের শাড়ির ঔজ্জ্বল্য বাড়াতে শাড়ির নকশাতে আর শাড়ির পাড়ে জরি ব্যাবহার করা হয়। এই জরি ঢাকার মিরপুরে তৈরি হয়। সাধারণত তিন রঙের জরি জামদানিতে ব্যবহৃত হয়।
১. গোল্ডেন
২. সিলভার
৩. কপার
জামদানি শাড়ির দামও বাইন আর নকশার উপরে নির্ভর করে। ১২০০ থেকে শুরু করে ১০০০০০০ টাকা পর্যন্ত দামও হতে পারে।
আরো জানতে ওয়েবএড্রেস এ আসুন Jamdani Shari Bangladesh
facebook: Rupkotha Jamdani Facebook
১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫৮
রূপকথার শারমিন বলেছেন: ধন্যবাদ আজিব ভাই।
২| ১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪৯
bakta বলেছেন: খুব অলস প্রকৃতির মেয়ে, কিছু একটা করতে চাই সবসময়। কিন্তু কি করব জানি না। এখন জামদানি নিয়ে কাজ করছে অফ্লাইন ও অনলাইন দুই জায়গাতেই?
বুঝলাম অলস না হলে কি কেউ আর অসমাপ্ত ব্লগ লেখে ?
যখন জামদানির উপর কাজ করছেন তখন - # ফুল সিল্ক
# হাফ সিল্ক
# ফুল কটন
# নাইলন
এর প্রত্যেকটির ডিটেলস বর্ণনা ও আলাদা আলাদা ছবি, যে যে রঙের জামদানি হয় সেই চার রঙের জামদানির ছবি দিলে খুব ভালো ও সম্পুর্ণ ব্লগ হতো ।
এখন আপনি লিন্ক দিয়ে বললেন - "যাও মীরপুর - দেখে এসো'' .......
১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০০
রূপকথার শারমিন বলেছেন: খুব ভালো উপদেশ । অসংখ্য ধন্যবাদ। প্রতিটার আলাদা ছবি আর বর্ননা দিয়ে দিচ্ছি ওকে? আর এটি নিয়ে আমি আরো লিখবো, নেক্সট বার থেকে এমন অসুম্পুর্ন হবেনা
আগের পোস্ট গুলোতে দেখেছেন? আলসেমী করেছি বলেন তো?
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২৭
আজীব ০০৭ বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ........