নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শারমীনা

শারমীনা › বিস্তারিত পোস্টঃ

সামহোয়্যারে শিবির তোষণ, সার্বভৌমত্ব বিরোধিতা!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

সামহোয়্যারে শিবির তোষণ, সার্বভৌমত্ব বিরোধিতা!

সিনিয়র করেসপন্ডেন্ট

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাতীয়



ঢাকা: সামহোয়্যারইনব্লগের মুক্তিযুদ্ধ ও সার্বভৌমত্ব বিরোধী বিতর্কিত ভূমিকা নিয়ে সোচ্চার হচ্ছেন অনলাইন অ্যাকটিভিস্টরা। শনিবার বাংলানিউজে সামহোয়্যার ইন ব্লগের ওপর ‘শাহবাগ নিয়ে বিতর্কিত ভূমিকায় সামহোয়্যার, নজরদারি’ শীর্ষক সংবাদ প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে ঝড় ওঠে।



বাংলানিউজে সংবাদটি প্রকাশের পর দিন খোদ সামহোয়্যারইনব্লগের হেড অব অ্যালায়েন্সেস সৈয়দা গুলশান ফেরদৌস জানাকে সিলেট শহীদ মিনারে সংহতি প্রকাশ করতে দেয়নি সেখানকার প্রগতিশীল ব্লগাররা। তাদের অভিযোগ ছিল, বিভিন্ন সময়ে মুক্তিযুদ্ধবিরোধী লেখা প্রকাশ করে এখন মুক্তিযুদ্ধ স্বপক্ষের যুক্তি তুলে ধরে ভোল পাল্টাতে চাইছেন ব্লগটির অন্যতম এ কর্ণধার।

samewhereinblog

ঘটনার পর খান মামুন আমার তার ব্লগে লেখেন ‘সামু ব্লগের জানা দৌড়ানি খাইছে সিলেটে’।



এ ঘটনার পর প্রথম সিলেটের অনলাইন অ্যাকটিভিস্ট হাসান মুর্শিদ ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে সবাইকে জানান দেন। হাসানমুর্শিদের স্ট্যাটাসের মাধ্যমে এ বিষয়ে অবগত হন অন্তর্জাল দুনিয়ার অনেকেই।

samewhereinblog

হাসান মুর্শিদ ফেসবুকে স্ট্যাটাসে লিখেন, “ঘটনারমুল মঞ্চের পাশে দাঁড়িয়ে থেকে হঠাৎ চোখ কাড়লো শহীদ মিনারের গেটে দাঁড়ানো একজন। সামহোয়্যার ইন ব্লগের মালিকদের একজন সৈয়দা গুলশান আরা জানা! এই সেই সামহোয়্যার কর্তৃপক্ষ যারা ২০০৬, ২০০৭-এ আমাদের ছাগু বিরোধী অনলাইন ফাইটে কদর্যভাবে ছাগুদের সমর্থন দিতো, ঘাতক কামারুজ্জামানের পুত্ররা এদের ব্যক্তিগত বন্ধু!

দেখলাম জানার স্যাঙ্গাৎদের একজন মূল মঞ্চের দিকে এগিয়ে গেলো, ওখানে আমাদের তরুণ সহযোদ্ধাদের কয়েকজন সামু ব্লগের ব্লগার। সংহতি জানাতে আসা জানা আপাকে মঞ্চে আনতে তাদের হুলস্থুল।

মাথায় আগুন ধরে গেলো, চিৎকার করে বললাম- অসম্ভব, এই সামহোয়্যার কর্তৃপক্ষ ঘাতক দালালদের সহযোগী, এখন ভোল পাল্টেছে কিন্তু আমরা ভুলি নাই । জানা বেগমের থতমত খেয়ে চুপচাপ বিদায় নিলেন।”



অনেক ব্লগারদের দাবি, জামায়াত শিবিরের জন্য নিরাপদ ব্লগ হিসেবে পরিচিত এ সামহোয়্যারইনব্লগ। কৌশলে প্রতিক্রিয়াশীল গোষ্ঠীকে তোষণের অভিযোগ উঠেছে ব্লগটির বিরুদ্ধে।



‘জামায়াত শিবিরের নিরাপদ ব্লগ সামহোয়্যার’

সামহোয়্যারইনব্লগ পর্যবেক্ষণ করে দেখা গেছে, ব্লগটিতে অসংখ্য মুক্তিযুদ্ধবিরোধী এবং সাম্প্রদায়িক উস্কানিমূলক লেখা রয়েছে। দিনের পর দিন এসব মুক্তিযুদ্ধবিরোধী ও ধর্মান্ধতামূলক লেখা ও মন্তব্যগুলো থাকলেও তা ব্লগ কর্তৃপক্ষ না মোছার কারণে খোদ সামহোয়্যারের মুক্তিযুদ্ধের স্বপক্ষের ব্লগাররাই প্রশ্ন তুলেছেন।

samewhereinblog

প্রতিক্রিয়াশীল ও সাম্প্রদায়িক লেখাকে প্রমোট করার কারণে অনেকেই ব্লগটিতে লেখা বাদ দিয়েছেন। দেশের ব্লগারদের মধ্যে আরিফ জেবতিক ও অমি রহমান পিয়ালসহ অনেকেই ব্লগটিতে লেখা ছেড়েছেন।



‘সামু যে কারণে জামায়াত শিবিরের নিরাপদ আশ্রয়’ শিরোনামে একজন ব্লগার লেখেন ‘‘সাম্প্রদায়িকতা ও মুক্তিযুদ্ধবিরোধী লেখা প্রকাশের ক্ষেত্রে সামু অনেক উদার। সামুতে জামায়াতের প্রচারণা ও মুক্তিযুদ্ধবিরোধী হাজার হাজার লেখা আছে। আর একারণেই সামু দিন দিন জামায়াত-শিবিরের জন্য নিরাপদ ব্লগ হিসেবে গড়ে উঠছে।”



জঙ্গিবাদ বিষয়কও অনেক লেখা রয়েছে ব্লগটিতে। এসব লেখার লিংক ও স্ক্রিনশট রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার কাছেও রয়েছে।

samewhereinblog



সার্বভৌমত্ববিরোধী লেখা

গোয়েন্দা সংস্থা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা গেছে, দেশে বিডিআর বিদ্রোহের সময় অনেক উস্কানিমূলক লেখা ছিল ব্লগটিতে। সাইটের বাড়ানোর নামে দিনের পর দিন এসব লেখা তাদের ব্লগে শোভা পাচ্ছে। স্বাধীনতা ও স্বার্বভৌমত্ববিরোধী এসব লেখার পর্যাপ্ত তথ্য নিয়ে অনুসন্ধানে করছে গোয়েন্দা সংস্থা। বিডিআর বিদ্রোহের পর বিচার প্রক্রিয়া চলাকালীন বিডিআরের মৃত্যু হয়েছে তা নিয়ে সন্দেহ তুলেছে ব্লগটি। চার বছরেও এসব আপত্তিকর ব্লগ মোছেনি ব্লগ কর্তৃপক্ষ।

samewhereinblog



রাষ্ট্রীয় সংস্থার বিরুদ্ধেও অনেক অভিযোগ ছিল ব্লগটির বিরুদ্ধে।

samewhereinblog

মুক্তিযুদ্ধ স্বাধীনতা ও স্বার্বভৌমত্ববিরোধী অনেক লেখা শোভা পাচ্ছে এখনও ব্লগটির সাইটে।

samewhereinblog

রাষ্ট্রের দুটি বাহিনীর মধ্যে যেন সংঘাত সৃষ্টি হয় এমন লেখা রয়েছে ব্লগটিতে।



samewhereinblog





দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষার কাজে যারা নিয়োজিত তাদের বিরুদ্ধে লেখা স্থান পেয়েছে ব্লগটিতে। এসব লেখা প্রকাশ করে ধৃষ্টতা দেখিয়েছে ব্লগ সামহোয়্যার কর্তৃপক্ষ। নিম্নে এমন সামহোয়্যারের কিছু লেখার লিংক দেওয়া হলো। এসব লেখার ব্লগারের নাম ও ও লেখা প্রকাশের সময়ও দেওয়া হলো।



সামহোয়্যারইনব্লগে লেখার শিরোনাম



প্রধানমন্ত্রী, সেনাপ্রধানকে এখনই বরখাস্ত করুন

লিখেছেন তিথী ও টাটা, ১৪ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:৫৯

পিলখানা ট্রাজেডি : ফেঁসে যাচ্ছে আওয়ামী লীগ

লিখেছেন ইবনে সালাম, ২৮ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:৩৬

বিদ্রোহে অংশ গ্রহণের অভিযোগে জেলে বন্দিদের পিটিয়ে হত্যা করা হয়েছে

লিখেছেন মতামত নিউজ, ২৮ শে মার্চ, ২০০৯ ভোর ৪:০৬

শেখ হাসিনার ওপর আল্লাহর গজব পড়ুক

লিখেছেন ছবিয়াল, ২১ শে এপ্রিল, ২০০৯ রাত ৩:০১



বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৩

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আসলে কি এসব সত্যি নাকি গুজব? যদি এসব সত্যি হয় কাজটা ঠিকি করেছিলেন সিলেটিরা, যদি এমনটা শুধু আক্রশের বসে করে থাকেন তাত মুটেই উচিৎ হয়নি। তার জন্য দুঃখ প্রকাশ করা ছারা কিছুই করার নেই।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৮

শারমীনা বলেছেন: সঠিক এভিডেন্স ছাড়া এমন রিপোর্ট হওয়ার কথা নয়। ধন্যবাদ

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৪

আমিনুর রহমান বলেছেন: আপনার কাছে কি এভিডেন্স আছে শুনি ???? আছে কোন ছবি কিংবা ভিডিও। অত বড় প্রোগ্রাম এ নিশ্চয়ই কারো না কারো আছে ক্যামেরা ছিল। আমি ওই সময় ওখানে উপস্থিত ছিলাম। এমন কিছুই ঘটেনি আর যে হাসান মোরশেদ কথা বলছেন সে হল অসুস্থ ব্লগিং এর কারনে যে কজন ব্লগার বিতারিত হয়েছে তাদের একজন, প্রুফ আছে লাগলে কইয়েন।


৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪

শারমীনা বলেছেন: দেখুন আমরা চাই সব সত্য এবং সঠিক ঘটনাগুলোই পাঠকদের সামনে আসবে। এটা ব্লগের মাধ্যমে হোক বা অন্য মিডিয়া। তবে একটি বিষয় আমাকে অন্যরকম ভাবতে বাধ্য করছে আর তা হলো বাংলানিউজের রির্পোটের বিরুদ্ধে যখন সামুতে লেখা হলো সেখানে প্রায় ৪০০ কমেন্টস পড়েছিল। অথচ শুধুমাত্র সামুর পক্ষের কমেন্টসগুলো রেখে বাকীগুলো কেন মুছে দেওয়া হলো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.