নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নপূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়।তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয়,তাকে সঙ্গে নিয়ে চলি।ভালো লাগে ভাবতে, আকাশ দেখে মেঘেদের সাথে গল্প পাততে, বৃষ্টি ছুঁয়ে হৃদয় ভেজাতে, কলমের খোঁচায় মনের অব্যক্ত কথাগুলোকে প্রকাশ করতে...

শাওন আহমাদ

এটা আমার ক্যানভাস। এখানে আমি আমার মনের কোণে উঁকি দেয়া রঙ-বেরঙের কথাগুলোর আঁকিবুঁকি করি।

শাওন আহমাদ › বিস্তারিত পোস্টঃ

কঠিন হয়েছি শেষ!

০৬ ই আগস্ট, ২০২২ দুপুর ২:১২



কঠিন হও, আরও কঠিন হও তুমি
কঠিন হতে হতে শক্ত পাথরে রূপান্তরিত হও তুমি।
যে পাথর গলে অবেগ অনুভূতি গুলো চুয়িয়ে পড়বে না তোমার।
যেখানে শত সহস্র হৃদয় মাথা খুটে বীভৎস হয়ে গেলেও তুমি তার কিচ্ছুটি টের পাবেনা।
এর চেয়েও অধিক কঠিন হও তুমি।
দিনের পর দিন রাতের পর রাত এইতো তোমার প্রার্থনা, এইতো চাও তুমি।

আজকাল আমি আমার সর্বস্ব দিয়ে তোমার কঠিন হবার পিছনে নিরলস কাজ করে যাচ্ছি।আমার সমস্ত আবেগ অনুভূতির ঠোঁটে শক্ত সেলাই দিয়ে, চোখে কালো কাপড় বেঁধে,পায়ে শিকল পরিয়ে টানতে টানতে নিয়ে বিসর্জন দিয়েছি, খরস্রোত জলে।
যাক ভেসে যাক, তবু কঠিন হও তুমি।

একদিন দেখবে তোমার সমস্ত কিছু পাথর হয়েগেছে।
তোমার হাত,পা,চোখ, আবেগ অনুভূতি সব।
তুমি হাটছো কিন্তু হাটছোনা, দেখছো কিন্তু দেখছোনা, পড়ছো কিন্তু পড়ছোনা, ভাবছো কিন্তু ঠিক কি ভাবছো তাও জানোনা।
আসলে কিছুই করছোনা তুমি।
ঠায় দাঁড়িয়ে আছো ঠিক তোমাতেই।সেদিন বুঝে নিও পাথর হয়েগেছো তুমি।

কঠিন হও আর কঠিন হও তুমি
আমিও কঠিন হবার মন্ত্র শিখে নিয়েছি।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৪২

ককচক বলেছেন: হ্যা। এইযুগে নরম হইলে সমস্যা; মনরে কঠিন না করলে ভেঙ্গেচুরে খানখান হবে প্রতিনিয়ত
মনের সাথে চিন্তাভাবনাও জটিল কঠিন কইরা ফেলার বিকল্প নাই।

০৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:০৯

শাওন আহমাদ বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

২| ০৬ ই আগস্ট, ২০২২ রাত ১০:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌এটি কি আধুনিক কবিতা?

০৮ ই আগস্ট, ২০২২ সকাল ১০:৩৩

শাওন আহমাদ বলেছেন: আত্মপ্রেরণাদায়ী কবিতা। ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.