নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নপূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়।তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয়,তাকে সঙ্গে নিয়ে চলি।ভালো লাগে ভাবতে, আকাশ দেখে মেঘেদের সাথে গল্প পাততে, বৃষ্টি ছুঁয়ে হৃদয় ভেজাতে, কলমের খোঁচায় মনের অব্যক্ত কথাগুলোকে প্রকাশ করতে...

শাওন আহমাদ

এটা আমার ক্যানভাস। এখানে আমি আমার মনের কোণে উঁকি দেয়া রঙ-বেরঙের কথাগুলোর আঁকিবুঁকি করি।

শাওন আহমাদ › বিস্তারিত পোস্টঃ

এবার না হয় অন্যকিছু হোক

৩০ শে আগস্ট, ২০২২ দুপুর ২:২৭



একদিন অপেক্ষার কাপড়চোপড় আর পিছুটানের পদযুগল খুলে
যেদিকে দুচোখ যায় চলে যাবো।
আমার আর ভালো লাগেনা!
রোজ রোজ কারো অপেক্ষায় নাওয়া খাওয়া ভুলে জানালার গ্রিল ধরে
অথবা দরজার চৌকাঠে বসে পলকহীন বাইরের দিকে তাকিয়ে থাকতে।
ভালো লাগেনা দূরে কারো আবছা অস্তিত্ব দেখে
তুমি ভেবে দৌড়ে গিয়ে অন্য কাউকে আবিষ্কার করতে।
আমার আর ভালো লাগেনা অগভীর কাক নিদ্রায় বিছানায় শুয়ে
ঘুমহীন রাতে এপাশ ওপাশ করতে।
ভালো লাগেনা শুকনো পাতার মর্মর শব্দ শুনে
নিকোশ আঁধারে দরজা খুলে হতাশ হতে।

আমার এতো কিসের দায়!
শুধু আমিই কেন শ্বাসরুদ্ধ অবস্থায় রাত কে দিন আর দিন কে রাত করবো?
আমিই কেন ক্যালেন্ডারের পাতায় দাগ কেটে কেটে হিসেব রাখবো
প্রথম দেখা, প্রথম কথা বা প্রথম ভালো লাগার বয়স কত হলো?
আমিই কেন মেপে যাবো দীর্ঘদিন কথা না বলে অভিমানের পাহাড় কত বড় হলো?
আমিই কেন ইনবক্স ঘেটে পুরানো টেক্সট গুলো পড়ে পড়ে
কাচের মতো আছড়ে পড়ে চূর্ণবিচূর্ণ হয়ে যাবো?
শুধু আমিই কেন সকল স্মৃতি গুলোকে প্রহরী হয়ে পাহাড়া দিবো?

অনেক তো হল অথৈ পাথারে সাঁতার না জেনে ডুব সাঁতার,
অনেক তো হলো ঝড় বৃষ্টি মাথায় করে আসা তার জন্য অপেক্ষার হাহাকার।
এবার না হয় অন্য কিছু হোক,
অন্যকিছুতে মন মজে থাক,
ঘর ভেসে যাক অন্য কোন স্রোতে।
এবার না হয় আমি গা ঝাড়া দিয়ে উঠবো,
যেটুকুই আমার আছে তা নিয়েই নিজের মতো বাঁচবো।
অপেক্ষার কাপড়চোপড় খুলে একটু স্বস্তির শ্বাস নিবো,
পিছুটানের পদযুগল খুলে নিজের মতো হেঁটে যেদিকে খুশি হারাবো।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:২৬

পোড়া বেগুন বলেছেন:
কবিতা না গল্প?
গদ্য না পদ্য?

৩১ শে আগস্ট, ২০২২ সকাল ১০:৩৭

শাওন আহমাদ বলেছেন: গদ্য কবিতা

২| ৩০ শে আগস্ট, ২০২২ রাত ৮:০৮

মোহাম্মদ গোফরান বলেছেন: গদ্য পদ্যের সমন্বয়ে লেখা পোস্ট দারুণ লাগলো।

৩১ শে আগস্ট, ২০২২ সকাল ১০:৩৮

শাওন আহমাদ বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.