নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আর আমি মিলে সবাই

শাওন দি গ্রেট

I am a free thinker and a creative world liking man. I always try to do good work though some time I am disinclined. I believe ALL IS WELL

শাওন দি গ্রেট › বিস্তারিত পোস্টঃ

১৪২১ আমার সেরা বর্ষবরণ ;)

১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৩১

এসো হে বৈশাখ এসো এসো দুঃখ গ্লানি ভুলে ভালোবাসো আছে যতো ব্যথা ভুলে গিয়ে এসো নূতন পথের পথিক হয়ে শত সুখ হয়ে নেমে এসো এসো হে বৈশাখ এসো এসো



আমি আজ একটু দেরিতেই সবাইকে বাঙলা ১৪২১ সালের শুভেচ্ছা জানাচ্ছি। সত্যি বলতে আজ সকাল থেকেই আমাদের প্রিমিয়ার ইউনিভার্সিটি ইংরেজি বিভাগ আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠান নিয়ে ব্যস্ত ছিলাম । ইউনিভার্সিটি জীবনের প্রায় শেষ পর্যায় চলছে আর আমার এই শেষ বছরের বর্ষবরণ অনুষ্ঠান সবচাইতে সেরা মনে হচ্ছে বললে ভুল হবে বরং সেরা হয়ে থাকবে স্মৃতির পাতায়। সকাল সাড়ে নটায় আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ও শিক্ষিকাসহ সকল ছাত্রছাত্রীরা মঙ্গল সভা যাত্রার মাধ্যমে আমাদের বর্ষবরণ শুরু করি। তারপর আমাদের বিভিন্ন সেমিস্টারের ছাত্রছাত্রীদের অংশগ্রহনে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে ছিল কবিতা আবৃতি, গান এবং নাচের আয়োজন। যদি বলি আয়োজনের কথা তাহলে সবকিছু ছিল একদম ঠিকঠাক।

আমি যদিওবা একটু ব্যস্ত ছিলাম কিন্তু পরবর্তী সময়ে দুপুরের খাবার বিরতির পর আমার সবচাইতে প্রিয় বন্ধু মইন ও নিজামের সাথে অনুষ্ঠান উপভোগ করি এদিক ওদিক ঘুরে ফিরে। মাঝে ছিল আমাদের মিস্টার হাসানের প্যারালাইজড অবস্থার খুঁটিনাটি বিশ্লেষণ। আমাদের ডিসি হিলে যাওয়া এবং সেখানে আখের রস খাওয়া থেকে শুরু করে কান ফাটানো ভুবুযেলার আওয়াজ সবকিছু মিলিয়ে দারুণ একটা দিন ছিল আজ। আমার জীবনের সেরা একটা দিন এবং সেরা বর্ষবরণ । শেষে এসে বলতে হয় কবিগুরুর ভাষায়



মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা রসের আবেশরাশি শুষ্ক করি দাও আসি, আনো আনো তব প্রলয়ের শাঁখ মায়ার কুজ্ঝটিজাল যাক দূরে যাক এসো হে বৈশাখ এসো এসো ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৯

দালাল০০৭০০৭ বলেছেন: modhu go modhu ;

২| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:০৮

শাওন দি গ্রেট বলেছেন: কমলাকান্তের জবানবন্দি > " ও মধু মধু!"

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.